-
ট্রেডের মাঝে মাঝে বিরতি করা ভা।একই কাজ বারবার করলে ব্রেইন অনেক সময় ডেমেজ হয়ে পড়ে । আর আপনিতো জানেন ফরেক্স হল এমন একটা ব্যাপার যেখানে শতভাগ ফ্রেস রাখতে হয় ব্রেইনকে । আর ব্রেইনকে সতেজ রাখতে হলে আপনাকে বিরতি নেয়া আবশ্যক । ফরেক্স ট্রেডিং করার সময় মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত, যাতে করে আমরা নিজেদেরকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারবো, এবং কোন ভুল ট্রেড ওপেন করা থেকে বিরত থেকে যথেষ্ট আগ্রহ নিয়ে ট্রেডিং শুরু করতে পারব। তাছাড়া দক্ষ ট্রেডাররা কখনোই একটানা ট্রেডিং করে না, বরং তারা বিরোতি দিয়ে দিয়েই ট্রেডিং করে থাকে।
-
ফরেক্স বিরতি দেওয়া অবশ্যেই দরকার কারণ যে কোন কাজে বিরতি নেওয়া উত্তম কারণ ফরেক্স এ ট্রেড করতে হলে অনেক বেশি ব্রেইন হ্যাম্পারিং হয়ে থাকে।একটানা এতোটা টেনশন না নেওয়াই বেটার আমি মনে করি।আর একটানা কাজ করলে মাথাই চাপ থাকার কারণে আমরা ভুল ট্রেড করতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে এবং প্রফিট নিতে সবাই ভাল বাসে,কিন্তু আমাদের একঘিয়েমি কাটাতে মাঝে মাঝে ফরেক্স মার্কেটে ট্রেডিং না করে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনুধাবন করা যেতে পারে,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হতে বিরত থাকি যাতে করে আমাদের অনেক ভাল হয়,পরে ট্রেড করতে। তাই আমি মনে করি ট্রেডের মাঝেও বিরতি দেওয়া উচিত। কারন ট্রেড করতে করতে অনেক সময় ব্রেইন কাজ করে না আর এই অবস্থার জন্য আপনার ট্রেড বাধাগ্রস্ত হতে পারে।এতে আপনি অনেক লসের সম্মুখীন হতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে এবং প্রফিট নিতে সবাই ভাল বাসে,কিন্তু আমাদের একঘিয়েমি কাটাতে মাঝে মাঝে ফরেক্স মার্কেটে ট্রেডিং না করে ফরেক্স মার্কেটের মুভমেন্ট অনুধাবন করা যেতে পারে,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হতে বিরত থাকি যাতে করে আমাদের অনেক ভাল হয়,পরে ট্রেড করতে। যদি একটু রিলাক্সে থেকে ট্রেড করা যায় তবে অনেকটাই ভালো হয়। তবে খুব বেশি বিরতি নয় সপ্তাহে এমনিতেই দুদিন অফ থাকে তাই যখন ট্রেডে লস হবে তখন ট্রেড থেকে বিরতি নেওয়া যেতে পারে।
-
আমিও আপনার সাথে একমত কারন একটানা ফরেক্স ট্রেডিং আপনার মানোসিক অবস্থার উপর চাপ প্রয়োগ করতে পারে এতে করে আপনি ভাল ভাবে ট্রেডিং কেৌশল অনুসারন করে ট্রেড করতে বাধাগ্রস্থ হতে পারেন সেই কারনে আমি মনে করি মাঝে মধ্যে ট্রেডে বিরতি দেওয়া ভাল।
-
ফরেক্স ট্রেডিং খুব বিরক্তিকর একটা জিনিস এবং তা বেশ ভাল রকম মানসিক চাপ তৈরী করে অনেক্ষণ চাপে কাজ করতে করতে একজন মানুষের ভূল করার সম্ভাবনা তৈরী হয়ে থাকে তাই মাঝে মাঝে একটু রেস্ট দিলে ভূল করার সম্ভাবনা কমে যায় আমরা যতই জ্ঞানী ও অভিজ্ঞতা দ্বারা কাজ করি না কেন মার্কেট মাঝে মাঝে অনেকটা ঘুরে যায় যা আমরা কোন ধারনা করতে পারি না এতে আমাদের অনেকটা লসে পরিনত হতে হয় । আমি আপনাকেও বিবেচনা করি কারণ নন-স্টপ ফরেক্স ট্রেডিং আপনার মানসিক দেশে চাপ সৃষ্টি করতে পারে যাতে আপনি কেনা বেচা পদ্ধতিটি একটি দুর্দান্ত উপায়ে পর্যবেক্ষণ করতে পারেন এবং আপনাকে বাণিজ্য থেকে বাধা দেওয়া হবে।
-
আমি বলবো মাঝে মাঝে আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া আসলেই দরকার। কারণ ফরেক্স ট্রেডিং খুব বিরক্তিকর একটা জিনিস এবং তা বেশ ভাল রকম মানসিক চাপ তৈরী করে। অনেক্ষণ চাপে কাজ করতে করতে একজন মানুষের ভূল করার সম্ভাবনা তৈরী হয়ে থাকে। তাই মাঝে মাঝে একটু রেস্ট দিলে ভূল করার সম্ভাবনা কমে যায় এবং নতুন উদ্যম পাওয়া যায়।
-
আসলেই সবসময় ট্রেড না করে মাঝেমধ্যে বিরতি দেওয়া উচিত তাহলে ট্রেডের মধ্যে নির্ভুলতা বাড়ে তাই সবসময় ট্রেড না করে সঠিক সময়ে ট্রেড ওপেন করা উচিত । প্রত্যেকটা কাজেই ব্রেকটাইম রাখলে ভাল হয় কাজের প্রতি বিরক্ত আসে না । আমি মনে করি আমাদের কে ট্রেড করতে হবে সাপ্তাহে পাচ থেকে ছয়টা তাহলে আমরা লাব ধরে রাখতে পারব।মার্কেটে লসের আরেকটা কারন হল অতিরিক্ত ট্রেড করা আর সেটা থেকে দুরে থাকতে পারলে আরও ভাল।
-
আমি মনে করি সপ্তাহে দুই থেকে তিনটা ট্রেড করাটাই বুদ্ধিমানের কাজ । কারন প্রতিদিন ট্রেড করলে করলে অনেক সময় দেখ জায় যে ট্রেডের প্রতি অনিহা ভাব চলে আসে। তাই এই সময়টা আমরা ট্রেড করলে ট্রেডে লস হবার সম্ববনা থাকতে পারে।ব্যক্তিগতভা ে আমি মনে করি মাঝে মাঝে আমাদের ব্রেনকে একটু রেস্ট দেওয়া আসলেই দরকার। কারণ ফরেক্স ট্রেডিং খুব বিরক্তিকর একটা জিনিস এবং তা বেশ ভাল রকম মানসিক চাপ তৈরী করে। অনেক্ষণ চাপে কাজ করতে করতে একজন মানুষের ভূল করার সম্ভাবনা তৈরী হয়ে থাকে। তাই মাঝে মাঝে একটু রেস্ট দিলে ভূল করার সম্ভাবনা কমে যায় এবং নতুন উদ্যম পাওয়া যায়।
-
আচ্ছা একটা কাজ করলে কেমন হয় প্রতি সপ্তাহের শনি, রবিবার ফেসবুক থেকে বের হয়ে কাছের বন্ধুদের সাথে আড্ডায় বসলে। এখন তো আড্ডা দিলেও মোবাইল সামনে নিয়ে বসে কথা বলি সবাই। এমনটা না করে একদম সলিড আড্ডাবাজি, সাথে পিয়াজু, সিংগারা, চা। দেখুন না কেমন লাগে? শনি, রবিবার রাখুন একান্ত আপনার আর আপনার পরিবারের। ফেসবুক, হোয়াটসএপ, টেলিগ্রামসহ অনেক সামাজিক ওয়েবসাই আমাদের আগের সামাজিক অনেককিছু কেড়ে নিয়েছে। তাই অন্তত দুটো দিন চেষ্টা করুন এসব থেকে দূরে থাকার।