-
আমরা সবাই কম বেশি লস করে থাকি। আমি যখন কোন ট্রেডে লস খাই, তখন আমি আমার রিয়েল ট্রেড বন্ধ রাখি। ডেমোতে ফিরে যাই। এবং আমার লস হওয়ার কারন অনুসন্ধান করতে থাকি। যতক্ষন পর্যন্ত আমি আমার লসের কারন বের করতে না পারি, ততক্ষন আমি উক্ত লসের কারন খুজতে থাকি। লসের কারন খুজে বের করে তা সংশোধন করার চেষ্টা করি। আবার যখন আমি ডেমোতে সফল হই। তখন আবার রিয়েলে ফিরে আসি। :rules:[/QUOTE]
ফরেক্স মাকেটে লস হয় দুই কারনে এক দক্ষতার অভাব এবং বিভিন্ন নিউজ।কোন টেড ওপেন করার আগে ট্রেন্ড সাপোট নিউজ এ সব ফলো করতে হবে।যখন কোন লসে পড়ে যাই তখন আমরা হুতাশে পড়ে যাই।তাই মাথা ঠান্ডা করে ভাবতে হবে লসের কারন। আর লসে পড়লে ওভার টেড বা ওভার লট ব্যাবহার সব চাইতে বড় ভূল।তাই টেডিং করআে হলে এ সব বিষয় খেলায় রাখতে হবে।
-
ফরেক্স ট্রেডিং করে শুধু লাভ হবে এটা ঠিক নয় । কিছু সময় ট্রেড ওপেনিং করার পর স্টপ লসে হিট করে,আমরা ট্রেডিং করে য়ে দিন ট্রেডে লস করব । সেই দিন আর ট্রেড ওপেন না করে পরের দিন ট্রেডিং এএনালাইসিস করে ট্রেড ওপেন করা । আমি মনে করি যে আমাদেরকে লস হলে সর্বপ্রথম নিজের মধ্য ধৈর্য্য নিয়ে আসতে হবে । যত বেশি ধৈর্য্যশীল হওয়া যাবে তত বেশি আমরা লাভবান হতে পারব । তবে পরিশ্রমও সমান তালে করতে হবে ।
-
ফরেক্স র্মাকেট হল ব্যবসা যেখানে লাভ লস দুই আছে । তাই ব্যবসায় লস হতে পারে কিন্তু তার জন্য মন খারাপ করার কিছু নেই । লস হোলে আপনাকে বুঝতে হবে লস কেন হল আবার নতুন করে র্মাকেট এনালাইস করতে হবে নিজের ভুল সংস্ধন করতে হবে।আপনাকে কিছু ভাচুয়াল মানি দিবে যা দিয়ে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ধারনা নিতে পারবেন। আমার মতে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করার পর যদি মনে করেন আপনার দ্বারা আসল ট্রেড করা সম্ভব তাহলে লাইভ ট্রেড করা উচিৎ।
-
লস ব্যবসায়ের একটি গুন প্রত্যেক বিজনেসে লাভলস থাকে।ফরেক্স মার্কেট লস রিকোভার করাটাই হলো অনেক বড় গুন।আমার যখন ফরেক্স মার্কেট লস হয় তখন আমি খুজেদেখি আমার কেন লস হল এবং ভুল সংসদন করার চেস্টা করি। লাভ করার আশায় ঝুঁকি নিয়ে মূলধন বিনিয়োগ করার নাম ই হচ্ছে ব্যবসা । তাই এখানে লাভ এর পাশাপাশি লস ও থাকবে । আমরা ফরেক্স এ লস কমাতে চাইলে আমাদের ঝুঁকি নেয়ার দিক তা একটু ভালো মতো পর্যালোচনা করে নিতে হবে । লোভ পরিহার করতে হবে ।
-
প্রিতিবিতে যে বেশি কাজ করে সে বেশি ভাল জ্ঞান অরজন করতে পারে।সে জন্ন্য বেশি বেশি প্রাক্তিচ করা প্রিওজন।আশা করি সবাই মত দিবেন।
-
আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমরা যেন খুব বেশী লসে পরে না যাই। কারন আমরা যদি খুব বেশি লসে পরে যাই তাহলে আমরা সেই লস রিকভার করতে পারব না। আর যদি লস হয়ে যায় তাহলে আগে থেকে সেই ট্রেড রিকভার করে লোভ না করে আস্তে আস্তে ট্রেড চালিয়ে যাওয়া উচিত। লস ব্যবসায়ের একটি গুন প্রত্যেক বিজনেসে লাভলস থাকে।ফরেক্স মার্কেট লস রিকোভার করাটাই হলো অনেক বড় গুন।আমার যখন ফরেক্স মার্কেট লস হয় তখন আমি খুজেদেখি আমার কেন লস হল এবং ভুল সংসদন করার চেস্টা করি।ডেমোতে বেশিবেশি প্রাকটিস করি।কয়দিন রিয়েল ট্রেড করা থেকে বিরত থাকি।
-
ফরেক্স ট্রেডিং এর মুল প্লাটফর্ম হলো ডেমো ট্রেড এখানে আপনার কোন অর্থ ব্যয় করতে হবে না। ব্রোকার সাইট আপনাকে কিছু ভাচুয়াল মানি দিবে যা দিয়ে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ধারনা নিতে পারবেন। আমার মতে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করার পর যদি মনে করেন আপনার দ্বারা আসল ট্রেড করা সম্ভব তাহলে লাইভ ট্রেড করা উচিৎ।
-
প্রত্যেক ব্যবসায় লাভ লস দুটি থাকে। তবে লস যাতে না হয় সেজন্য ফরেক্স সম্পর্কে এনালাইসিস এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স ট্রেডিং করতে হবে। ফরেক্স নিউজ গুলো অনুসরণ করতে হবে। ফরেক্স সম্পর্কে ভালো করে শিখতে হবে। তাছাড়া অতিরিক্ত লোভ করা যাবে না। অতিরিক্ত লোভ নিয়ে বেশি লটে ট্রেড করলে অবশ্যই লস হবে। কোন ঝুঁকি না নিয়ে ট্রেড করলে অবশ্যই লাভবান হওয়া যায়।
-
ব্যাবসায়ে লাভ বা লস একটা হবেই । আর লস হলে আপনার হতভম্ভ হয়ে পড়ার কোন কারন নেই । আপনাকে আরো পরিশ্রম করে ট্রেড করতে হবে। আর ট্রেড করতে হবে ভেবে চিন্তে। ট্রেড সম্পর্কে নিজের দক্ষতা বাড়াতে হবে। পশাপাশি ফরেক্স এ সময় বেশি করে দিতে হবে।
-
আমি সব সময় এক্তা কথা বলতে চাই বেশি বেশি ট্রেড করেন তাহলে অবসস্যই লস না করে লাভ করবেন।কারন এটি হসসে সম্পুরন্ন প্রাক্তিচ দারা করা হয়।