এটা মেয়ে দের জন্য একটি ভাল কাজ আমি মনে করি কারন তারা বাহিরে কাজ করতে গেলে নানা রখম প্রতিবন্ধকতায় তাদের পরতে হয় তাে তারা যদি ঘরে বসে আয় করে তাহলে তার সংসার ও ভাল সাপ্ট পাই আবার সে ও কাজ করে মানে বেকার বা বুঝা হয় না।
Printable View
এটা মেয়ে দের জন্য একটি ভাল কাজ আমি মনে করি কারন তারা বাহিরে কাজ করতে গেলে নানা রখম প্রতিবন্ধকতায় তাদের পরতে হয় তাে তারা যদি ঘরে বসে আয় করে তাহলে তার সংসার ও ভাল সাপ্ট পাই আবার সে ও কাজ করে মানে বেকার বা বুঝা হয় না।
ফরেক্স আসলে যে শুদু ছেলেদের জন্য তা নয়,ফরেক্স মেয়েদের জন্যও ভাল কেন না তারাও ছেলেদের মত প্রযুক্তির কাজ করতে পারে বা বুজে তাই তারাও ছেলেদের মত সব কিছুর কাজে সমান ভূমিকা রাখতেছে।আমি যদিও ছেলে হয় তারপর ও আমি মনে করি ফরেক্স মেয়েদের জন্য অনেক সুবিধা যা অতুলনীয়।
ফরেক্স ট্রেড আজকাল মেয়েরাও করার জন্য ধাবিত হচ্ছে এটা আসলেই অনেক ভাল কারন অনান্য চাকরী কাজ কাজ করতে তাদের নানা পেরেশানী হতে হয়।কিন্তু ফরেক্স তারা নিজ ঘরে বসে তাদের কাজের ফাকে ফাকে তারা করতে পারে।তারা তাদের সংসারে বিরাট ভূমিকা রাখতে পারে।সংসারে আয়ের পথ বড়াতে পারে।আর যারা লেখাপরা করে তারা তাদের খরচ যোগানোর ব্যাবস্তা করতে পারে তাই ফরেক্স মেয়েদের জন্য অনেক গূরুত্ব পূন্য ভুমিকা রাখতে পারে বলে আমি মনে করি।
আসলে ফরেক্স মার্কেট যেহেতু একটা স্বাধীন ব্যবসা সেহেতু এখানে ছেলে বা মেয়ে যেকেহ করতে পারে। আর আমি মনে এই ব্যবসা মেয়েদের জন্য আরো ভাল কারন মেয়েদের বাসা থেকে বাহির হয়ে যেকোন ব্যবসা করতে হয় কিন্ত যদি আপনি এই ফরেক্স ব্যবসা করেন তাহলে আপনাকে কোথাও যেতে হবে না কারন আপনি ঘরে থেকে বসেই সব কিছু করতে পারবেন যেমন মানি ডিপোজিট হতে শুরু করে মানি উত্তলন পর্যন্ত ঘরে থেকে করা যায় এবং কারো সাথে কোন ধরনের কথা না বলেই আপনি এই কাজ টা করতে পারেন।
ফরেক্স মার্কেটে একজন মেয়ে হিসাবে ফরেক্স করতে গেলে কোন সমসা বা যে এই কাজ মেয়ে মানুস করছে সেটা কোন কিছু প্রভাব পরে না ফরেক্স করার বেপারে তাই ফরেক্স করতে হলে বা ফরেক্স করার জন্য কোন ভাইরে জাওয়া লাগে না তাই একজন মেয়ে মানুস সে ঘরে বসে ফরেক্স করতে পারে অন্ন কাজের পাশাপাশি ঘরে বসে ফরেক্স করায় কোন সমসা হয় না ।
ফরেক্স যেহেতু অনলাইন ভিত্তিক একটি ব্যবসা সেক্ষেত্রে মেয়েদের ফরেক্স করলে কোন অসুবিধা নেই বরং পরিবারের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।ফরেক্স করতে কোন ছেলে মেয়ে ভেদাভেদ নেই যে কেউ ইচ্ছে করলে করতে পারে।শুদু লাগে হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি যা দ্বারা করা যায়।আমাই আর মনে করি মেয়েদের জন্য বেশি সহজ হয় কেন না মেয়েরা তো ঘরে বসে নিজের ইচ্ছামত কাজ করে টাকা আয় করতে পারে যা নিজের জন্যও নিরাপদ।
ফরেক্স এ মেয়ে ছেলে কোন ভেদাভেদ নেই। সবাই এখানে ট্রেডার। মেয়েরা তাদের অবসর সময়ে ফরেক্স কে কাজে লাগিয়ে আর্থিক সাফল্য পেতে পারে। আর মুসলিম মেয়েদের জন্য এটি আরও ভাল উপায় উপার্জন করার। এতে তাদের পর্দার হেফাজত ও হয়। তারা চাইলেই ফরেক্স কে ফুল টাইম প্রফেশন হিসেবে নিতে পারে। এটি আসলেই পুরুষ নারী উভয়ের জন্যই ভাল উপার্জন এর উপায়।
মেয়রা বেশি মনজগি এবং তারা ঘরে বসেই ত্রাদে করে তাকা উপারজন করতে পারে,এ ছাড়া তারা ঘরে বসেই যখন খুশি তখন ত্রাদে করতে পারে এতে তাদের েকান সময়ের বাধা বিপত্তি নাই।ফরেক্স এ সময় বেশি দেওয়াটা বেশী গুরুত্বপূর্ণ আর মেয়েরা যদি ফরেক্স এ সময় বেশি দিতে পারে তাহলে হয়ত ফরেক্স থেকে সফলতা অর্জন করতে পারবে। মেয়েরা দিনের বেশির ভাগ সময় ঘরে থাকে ফলে তারা ট্রেড করার মতো যতেষ্ট সময় হাতে পায়।
ফরেক্স সাধারনত পার টাইম কাজ,আর মেয়েরা এ কাজ বেশি করতে পারে । কারন তারা বেশি অবসর সময় কাটায় । আমি মনে করি মেয়েদের এই কাজ করতে কোন সমস্যা সম্মুক্ষীন হতে হয় না । কারন প্রতেক বাবা মা চান তাদের মেয়েরা কিছু করুক এবং তারা যেন পরনির্ভশীল না হয় । আমার মনে হয়, মেয়েরা ফরেক্স ব্যবসা করে তাদের উন্নতি ঘটাতে পারে ।
ফরেক্স ব্যবসা তো সবার জন্য উন্মুক্ত । যে যত বেশী এই ব্যবসার ফর্মূলা অনুসরণ করে এগিয়ে যাবে সে তত বেশী সামনের দিক অগ্রসার হতে পারবে । এজন্য নারীএবং পুরুষের কোন ভেদাভেদ নেই । যে এই ব্যবসা বুঝবে সেই এই ব্যবসা করতে পারবে । সুতরাং আমরা সকলে এই ট্র্রেডকে ভালোভাবে শেখার চেষ্টা করি অবশ্যই সফলকাম হতে পারবো । আর মেয়েরা তো ঘরে বসেই এ ব্যবসা ঝামেলামুক্তভাবে করতে পারে ।