-
একজন আদর্শ ট্রেডার এর গুনঃ
১ঃ লোভ সংবরণ করতে পারে। ২ঃ নিজের আনালাইসিস এ বিশ্বাস করে এবং আস্থা রাখে। ৩ঃ রিস্ক মানেজমেন্ট করতে জানে। ৪ঃ লাভ অ্যান্ড লস এর রেশিও তে লাভ বেশি থাকে। ৫ঃ লস খেলে অস্থির হয়ে যায় না।
৬ঃ নিজের ট্রেড করা লাভ এর স্ক্রীনসট কাওকে দেখিয়ে নিজেকে দক্ষ ট্রেডার হিশেবে শো করে না। ৭ঃ চুপ চাপ থাকে ধৈর্য ধারন করে। ৮ঃ ৯০% নিশ্চিত না হয়ে ট্রেড ওপেন করে না।
-
সবাই ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চায় । কিন্তু সবাই ভাল ট্রেডার হতে পারে না । কারন ভাল ট্রেডার হতে হলে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি ও অনেক অভিজ্ঞতা লাগে ডেমো ট্রেড একাউন্টে । আমি সব সময় ভাল ট্রেডার হতে চাই । এই জন্য তো আমি টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস করেই ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেট এ একজন আদর্শ ট্রেডার এর গুন অনেক । ১ , সে নিয়মিত টেড করে ফরেক্স মার্কেট এ ২ , তার একটা ভাল টেড ইং সিস্টেম আছে ফরেক্স মার্কেট এ ৩ , সে ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারে ৪, সে ফরেক্স মার্কেট এ লস করলে সেই লস সে তুলতে পারে তাই ফরেক্স মার্কেট এ টিকতে হলে এই সব গুল থাকা অনেক ভাল ।
-
ফরেক্সে আদর্শ ট্রেডার হতে হলে যে বিষয় গুলোর প্রয়োজন - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা , ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । তাই আদর্শ ট্রেডার হতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো অর্জন করতে হবে ।
-
সত্যিকার অর্থে একজন আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্ছে সে সব সময় বুঝে শুনে ট্রেড অপেন করে এবং ক্লোস করে।সে সব সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স এর ব্যবসা করে।কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে।ভালো ট্রেডার এর ধৈর্য, চিন্তা করার ক্ষমতা, উপকার করার মানসিকতা থাকতে হবে।
-
ফরেক্স মার্কেট এমন এক ধরনের মার্কেট যেখানে আপনার সামান্য ভুলের কারনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে আবার লাভ ও হতে পারে ।আমি মনে করি একজন আদর্শ ট্রেডার তিনিই যার মধ্যে এই গুন গুলো আছে যেমন
১ ।মানিম্যানেজমেন্ট দেখে ট্রেড ওপেন করা
২ ।মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করা
৩ । বেশি লোভ না করা
৪ ।বেশি বেশি ট্রেড ওপেন না করা একটা শেষ না হওয়া পর্যন্ত অন্য আরেকটা ট্রেড ওপেন না করা ।
-
একজন আদর্শ ট্রেডারের অনেকগুলো গুণ রয়েছে । নিম্নে তার ভিতর থেকে কয়েকটি গুণ দেওয়া হল :
(১) ধৈর্য্য থাকতে হবে ।
(২) লোভ কমাতে হবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) নিউজ দেখতে হবে ।
-
একজন আদর্শ ফরেক্স ট্রেডারকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
-
একজন আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্ছে সে সব সময় বুঝে শুনে ট্রেড অপেন করে এবং ক্লোস করে। সে সব সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স এর ব্যবসা করে। কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে। মুভিং এবারেজ দেখে ট্রেড করে এবং আরএ সআই দেখে অপ করে। এগুলো হচ্ছে একজন আদর্শ ট্রেডার এর গুন।
-
একজন আদর্শ ট্রেডার জানে কেন এবং কখন ট্রেড তার অনুকুলে যাবে, সে জানে মার্কেট এ পিপ্স কতটুকু উথবে এবং কখন তার টেক প্রফিত নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে এবং তার কিছু নির্দিষ্ট লক্ষও থাকে যা পুরন হুয়ার আগ প্রজন্ত সে তার ট্রেড বন্ধ করে না। সে শপ্তাহে বা মাসে ১০ থেকে ১৫ বারের বেশি অর্ডার দেই না।