-
না, সবার দ্বারা ফরেক্স বিজনেস করা সম্ভব না কারণ পৃথিবীর সকল মানুষের মাঝেই প্রচুর ধৈয্য নেই। আর সকল মানুষই নিজের লোভকে কন্ট্রোল করতে পারে না। আর ফরেক্স মার্কেটে বিজনেস করতে হলে সবচেয়ে আগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস, সেটাই হচ্ছে ধৈয্য আর লোভকে কন্ট্রোল করা। তাই এই ফরেক্স মার্কেটের সাথে যারা জরাতে চান, মানে ফরেক্স কে যারা সারা জীবনের ইনকামের একমাত্র উৎস হিসেবে বেছে নিতে চান তারা অবশ্যই নিজের মাঝে প্রচুর ধৈয্য আনুন আর নিজেকে কন্ট্রোল করা শিখবেন প্রথমেই তারপর ফরেক্স এ আসবেন।
-
হ্যা,,, সবাই ফরেক্স বিজনেস করতে পারবে,, শুধুমাত্র দুই শ্রেণির মানুষ ফরেক্স বিজনেস করতে পারবে না । তা হলো যাদের ভোটার আইডি কার্ড নাই তারা এবং অশিক্ষিত ব্যক্তিরা । এই দুই ধরনের মানুষ বাদে সবাই এই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবে । তবে যাদের এখনো আইডি কার্ড হয়নি,, তারা চাইলে তাদের পরিবারের সিনিয়রদের সহোযোগিতায় ফরেক্স মার্কেটে একাউন্ট খুলে কাজ করতে পারবে । তারপর এই ফরেক্স বিজনেস করে ভালো অর্থ উপার্জন করতে হলে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং লোভ করা থেকে বিরত থাকতে হবে,,, ধন্যবাদ ।
-
ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা এবং সবাই চাইলেই ফরেক্স করতে পারবে । শুধু মাত্র ইন্টানেট সংযোগ সহ একটা পিসি বা সমমানের উপকরণ লাগবে । এছাড়াও ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে এই পেশাতে সফল প্রমাণ না করা পর্যন্ত লেগে থাকেবেন । ফরেক্সে সব পেশার মানুষ আসতে পারে এবং ট্রেড করতে পারে ।
-
হ্যাঁ ভাই সবাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট হচ্ছে আন্তর্জাতিক মার্কেট তাই ফরেক্স মার্কেট তাই সবাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে।আপনি যদি চাকুরীজীবী হন তাহলে আপনি আপনার কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।আমি আমার বাকি সব কাজ এর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এতে আমি আর্থিক ভাবে সচ্ছল হয়ে ছলতে পারি।ফরেক্স মার্কেট এ আমরা সবাই স্বাধীন ভাবে ট্রেড করে আয় করতে পারি।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট একটি অনলাইন ভিত্তিক কারেন্সি ব্যাবসা এবং স্বাধীন একটা ব্যাবসা।আর এই ব্যাবসা সকলেই করতে পারবে তবে এই ব্যাবসা করার আগে তাকে নুন্যতম লেখা পড়া জানতে হবে।তার কারন সে যদি নুন্যতম লেখা পড়া না জানে তাহলে তার সফল হওয়াটা খুব কঠিন হয়ে যাবে।কারন তাকে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে মার্কেট সম্পর্কে অনেক নিউজ আসে এই গুলো পড়তে হবে।তার জন্য সে যদি লেখা পড়া না জানে তাহলে কাজ করা খুব কঠিন হয়ে যাবে।তবে সে কাজ করতে পারবে।কারন এই খানে কাজ করা খুব সহজ কিন্তু লাভ করা অনেক কঠিন যদি সে বা বুজে কাজ করে।
-
এটি প্রতিবার, অতএব একটি বৃহত ক্ষমতা এবং অসংখ্য বাণিজ্য খোলার ক্ষমতা রয়েছে যার ফলে আমরা এই ঝুঁকিপূর্ণ বাজার থেকে বাঁচতে বুদ্ধিমানের অর্থ পরিচালন এবং কম ঝুঁকি নিয়ে কাজ করতে পারি আপনি এটি বাস্তব ট্রেডিং অ্যাকাউন্টে প্রয়োগ করেন কারণ বাজারের বড় চুক্তিগুলি ঝুঁকিপূর্ণ এবং ভুল নয় উপলভ্য এই পদ্ধতিটি দুর্দান্ত মূলধন এবং অর্থ পরিচালনার নীতিগুলির সাথে একত্রিত হওয়া উচিত যখন আপনার ব্যবসায়ের সিস্টেম আপনাকে ধারাবাহিক ক্ষতি হিসাবে মনে হয় আপনি একবারে আপনার পুরো বিনিয়োগটি হ্রাস করতে পারেন
-
অবশ্যই ফরেক্স ব্যবসা সবার জন্য।তবে ফরেক্স সবার জন্য হলেও সবাই ফরেক্স মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারে না।ফরেক্স মার্কেট সবাই করতে পারবে যদি ফরেক্স বিসনেস সমন্দে ধারনা নিয়ে ফরেক্স ট্রেডিং করে। তাহলেই ফরেক্স করে থেকে আর্তিক সাফলতা আনতে পারবে।
-
ফরেক্স একটা স্বাধীন ও মুক্ত পেশা এবং সবাই চাইলেই ফরেক্স করতে পারবে । শুধু মাত্র ইন্টানেট সংযোগ সহ একটা পিসি বা সমমানের উপকরণ লাগবে । এছাড়াও ফরেক্স করতে নিজের ইচ্ছাশক্তিটাই সবচেয়ে বড় । আপনার ইচ্ছাশক্তি যত বেশি প্রচন্ড হবে তত বেশি আপনি এগিয়ে যাবেন এবং নিজেকে এই পেশাতে সফল প্রমাণ না করা পর্যন্ত লেগে থাকেবেন । ফরেক্সে সব পেশার মানুষ আসতে পারে এবং ট্রেড করতে পারে ।
-
ফরেক্স বিজিনেস করতে গেলে সবার আগে লাগবে একটা কম্পিউটার/ ফোন , নেট কানেকশন আর ইংরেজি বুঝতে পারা টা। এই গুলা থাকার পর যাদের ইচ্ছা আছে ধৈর্য আছে তারা সবাই ফরেক্স ট্রেড করতে পারবেন। ফরেক্স ট্রেড একটা স্বাধীন ব্যবসা। এখানে কোন বাধা নেই যে এরা এরা করতে পারবে না আর এরা এরা করতে পারবে। ফরেক্স সবার জন্য উন্মুক্ত
-
জি ইটা সার্বিজিনিন সেহেতু সবাই ফরেক্স বেবসা করতে অপার্বে, যেকোনো প্রাপ্ত বয়স্ক নারী অথবা পুরুষ একাউন্ট খুলবে একটা ফরেক্স ব্রোকার আচি করতে হবে, তারপর সেকানে টাকা দেপসিত করতে হবে, তারপর ই সে সহজেই পারবে ট্রেড সুরু করে দিতে, যদিও নিজেকে একজন ভালো ত্রেদার হিসেবে গড়ে তুলতে সময় লাগবে. প্রফিট হলে আপনি সহজেই সেই প্রফিট উঠাতে পারবে.