-
ফরেক্সে আপনি যত সময় দিবেন তত বেশি ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হবেন।আর যত বেশি অভিজ্ঞ হবেন তত বেশি ফরেক্সে ট্রেড করে ইনকাম করতে পারবেন।আর ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হলে ফরেক্স শেখার জন্য পর*্যাপ্ত সময় দিতে হবে।আমি প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা ফরেক্স ট্রেড করার জন্য সময় দেয়।
-
আমি প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা সময় দেই | আমি ডেমো একাউন্টে ও ফোরামে কাজ করি| ফোরামে ও ডেমো একাউন্টে কাজ করে আমা ধীরে ধীরে ফরেক্স সম্মন্ধে অনেক কিছু জানতে পারছি ও অভিগ্ঘতা অর্জন করছি | এমনো সময় গেছে যখন আমি ফরেক্সে আসতামই না। আসলে সময় সুযোগের অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে মাঝে মাঝে সময় দেয়া হয়ে ওঠে না।
-
আমি একজন স্টুডেন্ট। তাই খুব অল্প সময় দিতে পারি ফরেক্সে।লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে আমি ফরেক্সে কাজ করে থাকি।তবে দিনে ৩-৪ঘন্টা সময় ফরেক্সে দেওয়া চেষ্টা করি।এই সময়ে আমি মাকের্ট ভালো ভাবে এনালাইসিস করি,মানিম্যানেজমে ্ট করি।মাকের্টের অবস্থা পর্যালোচনা করে ট্রেড ওপেন করি।ফোরামের আপডেট নিউজ গুলো পড়ি।নতুন নতুন পোষ্ট গুলোর উওর দি
-
ফরেক্সে আসলে শুরুর দিকে আপনাকে বেশি বেশি সময় দিতে হবে। আপনি শুরুতে অনেক সময় দিবেন কিন্তু কিছুই মাথায় ঢুকবে না আপনার। কিন্তু সময়ের সাথে সাথে আপনি একটু একটু করে বুঝতে শুরু করবেন যে আসলে কি হচ্ছে কিভাবে হচ্ছে। প্রথম অবস্থায় যদি আপনি ৫-৬ ঘন্টা সময় দিতে পারেন তাইলে বেশি ভালো হয় । তাহলে পরে ৩-৪ ঘন্টা সময় দিলেও আপনার খুব ভালো শেখা হয়ে যাবে
-
আসলে আমার ফরেক্সে সময় দেয়ার ব্যপার টা ঠিক নির্দিষ্ট নয়। একেক দিন এখানে একেক রকম সময় দেয়া হয়। কোনোদিন হয়তো বেশি সময় দেই আবার কোন দিন হয়তো একটু কম সময় দেই। কোনো ঠিক ঠিকানা নেই। আসলে স্টুডেন্ট তো তাই প্রতিদিন সমান্ সময় দেয়া হয় না।
-
আমি এখন অনেকটা অবসর সময়ই কাটাচ্ছি তাই অনেক বেশি সময় দিচ্ছি ফরেক্সে। কিছু সময় অতিবাহিত করি ফোরামে পোস্ট করার মাধ্যমে কিছু সময় অতিবাহিত হয় কিছু গুরুত্বপূর্ণ পোস্ট পড়ার মাধ্যমে তাছারা অনলাইন থেকে ফরেক্স শেখার চেষ্টা করার মাধ্যমেই মুলত সময় চলে যায়। এভারেজে দৈনিক ৫ ঘন্টার উপরে আমি সময় দিয়ে থাকে ফরেক্সের পিছনে।
-
একটা সময় ছিল ফরেক্স মার্কেটি নিয়ে আমি প্রচুর সময় দিয়েছি। অনেক স্টাডি করেছি ফরেক্স মার্কেট নিয়ে। আর স্টাডি করেছি বলেই ফরেক্স সম্পর্কে ধারনা হয়েছে। তবে শুধু ট্রেড এর চিন্তা করা যাবে না। চিন্তামুক্ত হয়ে ট্রেড করতে হবে। আর পড়াশোনা ছাড়া কোন কিছুতে অভিজ্ঞ হওয়া যায় না।
-
আপনি দিনে ফরেক্সে কত সময় ব্যয় করেন ? আমি প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা সময় দেই | আমি ডেমো একাউন্টে ও ফোরামে কাজ করি| ফোরামে ও ডেমো একাউন্টে কাজ করে আমা ধীরে ধীরে ফরেক্স সম্মন্ধে অনেক কিছু জানতে পারছি ও অভিগ্ঘতা অর্জন করছি | আমি চেস্টা করছি আরও একটু বেশি সময় ফরেক্সে দিতে |
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় আপনি যত বেশি সময় দিতে পারবেন আপনি তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর ফরেক্স ট্রেডিং ব্যবসায় অভিজ্ঞতা ছাড়া ইনকাম করা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্য প্রচুর পরিমাণ সময় দিতে হবে ফরেক্স এর পিছনে। সে কারণে আমিও কিছু টা সময় ব্যায় করি ফরেক্স ট্রেডিং ব্যবসার পিছনে। আমি বর্তমানে ৩-৪ ঘন্টা সময় দিচ্ছি, আমি মনে করি এর থেকে আরও বেশি সময় দিতে পারলে ভালো।
-
আমি একজন অবিজ্ঞানী তাই ফরেক্সে নিয়মিতভাবে আরও বেশি শক্তি বিনিয়োগ করবেন না। যেহেতু আলোচনা এবং ডেমোতে ব্যয় করা সময়টি ব্যতিক্রমহীন। আপনার ফরেক্স এক্সচেঞ্জিংয়ের যে ইভেন্টটি দরকার সেই মুহুর্তে আপনার এটি ভালভাবে টানতে হবে। যেহেতু ফরেক্স বাংলাদেশের ক্ষেত্রে অন্য একটি ব্যবসা, তাই এটি টিকিয়ে রাখতে আমাদের কিছুটা সমস্যা রয়েছে, তবে আমাদের উচিত এটিকে আমাদের দুর্দান্তভাবে ছেড়ে দেওয়া। যে কোনও ক্ষেত্রে আপনার আরও কিছু সময় দেওয়া দরকার।