-
ফরেক্সে নতুন কাজ করছি । এখন কোন ডলার ইনভেস্ট করি নি । শুধু ফোরাম পোষ্ট করছি আর ডেমো প্রাকটিস করছি যাতে ফরেক্স মার্কেটে ভালো ট্রেড করতে পারি । ভালো ট্রেড করতে না পারলে ফরেক্স থেকে ভালো লাভ করা যায় না । আমি চায় আগে ভালো করে ফরেক্স সম্পর্কে জানি বুঝি তারপর ফরেক্সে ডলার ইনভেস্ট করে কাজ করব । এতে করে মনে হয় আমার জন্য ভালোই হবে । আপনারা কি মনে করেন , এটা করা কি ভালো নাকি খারাপ । কেউ আমাকে জানাবেন প্লিজ ।ফরেক্স মার্কেট হতে আমি নিয়মিতভাবে প্রফিট করতে পারি না সেজন্য আমার প্রতিদিনের গড় প্রফিট বলা বেশ মুশকিল তবে কমবেশি প্রফিট করি অবশ্য যেমন গত মাসে ৩২ ডলার করেছি এবং আমার একাউন্ট ব্যালান্স হল ৩০ ডলার সুতরাং এ হিসাবে গতমাসের গড় প্রফিট ১ ডলার পার ডে এবং এ মাসে লসে পড়ে আছি তার জন্য কোন গড় না্ ি, ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে কেউ নির্দিষ্ট করে ঘর প্রফিট এর বিষয়ে বলতে পারেনা। তবে একটি নির্দিষ্ট টার্গেট থাকে একেকজনের টার্গেট একেক ধরনের হয়ে থাকে। আমার নিজের ব্যালেন্স কে টিকিয়ে রেখে সুরক্ষা ভাবে ট্রেড করলে টার্গেট খুব ছোট হয়। যেমন আমার প্রতিদিনের টার্গেট 10 ডলার যা আমার ব্যালেন্স হলো ৩০০ ডলারের মতো। এছাড়া আমি যদি লোকের বশবর্তী হয়ে নিজের টার্গেট অতিক্রম করতে গেলে নিজের ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকবে।
-
আম ফরেক্স মার্কেটে আসসি কয়েক মাস হয়েছে তাই এখনো ফরেক্স মার্কেটে লাভ করার পার আবার লস করে ফেলি জানিনা এই লস কত দিনে উঠাতে পারব। তবে আশা করি কয়েক মাসের মধ্যে সেই ল স কভার দিতে পারব মাস এই জন্য বললাম তারাতারি লাভ করতে গিয়ে লস করে পেলি কম লাভ করব সেটা আশা আছে।