-
ফরেক্স এ লসের কারন বলতে অনেক কারনই বলতে হয়। তার মধ্যে উল্লেখ যোগ্য কারন গুলো হল--
1.ঝুকি বেশি নেয়া
2.মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখা
3.লোভ করা
4.এ্যানালাইসিস না করা
5.মনগড়া ট্রেড করা
6. রোবোট ব্যবহার করা
7. আপকামিং নিউজে দৃষ্টি না দেয়া
8.কম ব্যলেন্স থাকা।ইত্যাদি
-
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,আর অবিশ্বাস জীবনকে দুবির্ষহ করে তোলে। লস করার অনেক কারণ আছে।তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো না বুঝে ট্রেড করা,এনালাইসিস না করে ট্রেড করা,আপডেট নিউজ না দেখা,রোবট দিয়ে ট্রেড করা,নিজের উপর আস্থাশীল না হওয়া,ভালো মানিম্যানেজমেন্ট না করা,উদ্দেশহীন ট্রেড করা,বেশী রিস্কে ট্রেডিং করা।জ্ঞানের অভাব,কারিগরি দক্ষতার অভাব,কম অভিজ্ঞতা।সময় ঠিক না করে ট্রেড করা।বেশী দামে বিক্রয় করা। বেশী লোভ করা।মেধাকে কাজে না লাগানো
-
ফরেক্সে লসের কারন বলতে গেলে সবার প্রথমেই যেটা আসে সেটা হলো অভিজ্ঞতার অভাব এবং তারপরেই অতিরিক্ত লোভ।ফরেক্সে যদি নিজেকে দক্ষ করে তোলা না যায় তবে কখনোই লস থেকে রেহাই পাওয়া সম্ভব না।আবার অনেকের অভিজ্ঞতা থাকা সত্বেও দেখা যায় লস করে তার কারন হিসেবে দেখা যায় অতিরিক্ত লোভ।
-
ফরেক্সে লস করার প্রধান হলো বেশি ঝুকি নেওয়া এ ছাড়াও ইচ্ছেমতো ট্রেড করলেও লসে পরতে পারে।অন্যদিকে বেশি লোভ করলেও ফরেক্সে লসের মুখোমুখি হতে পারে।
-
ফরেক্সে বেশিরভাগ ট্রেডাররা লস করে। লস করার বেশ কয়েকটি কারন আছে-
১। অভিজ্ঞতার অভাব।
২। ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেড করা।
৩। স্বল্প ফোরাম বোনাস দিয়ে ট্রেড করা।
৪। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
৫। অধিক লাভের আশায় অনেক লটে ট্রেড করা। ইত্যাদি
এসবের কারনেই বেশিরভাগ ট্রেডাররা ক্ষতির মুখে পড়ে।
-
বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে।
-
আমি মনে করি ফরেক্সের লস করার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল অনভিজ্ঞতা এবং অদক্ষতা। এছাড়াও মার্কেট এনালাইসিস না করতে পারা মানি ম্যানেজমেন্ট না বোঝা এবং সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে না পারা এবং ধৈর্য হারা হওয়া এগুলো লস করার অন্যতম কারণ। আপনি যদি ডেমো প্র্যাকটিস করে আসেন এবং ফরেক্স এর সম্পর্কে বুঝেন এবং মার্কেট মুভমেন্ট বুঝেন সঠিক এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করতে পারেন এবং মানি ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারেন তাহলে আপনি ভাল প্রফিট করতে পারবেন *।
-
একথা সত্য যে ফরেক্সে অধিকাংশ ট্রেডার্স করে থাকে। তবে এই লস করার কারণ শুধুমাত্র একটি না, অর্থাৎ ফরেক্স এর লস করার অনেকগুলো কারণ রয়েছে। যেমন:-
১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাব অর্থাৎ ফরেক্স এর ব্যাপারে যথাউপযুক্ত জ্ঞান না থাকা।
২/ফরেক্স এর ব্যাপারে উদাসীনতা, মানে ফর এ সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা।
৩/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস না করা, অর্থাৎ শুরুতেই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করা।
৪/কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া কি ট্রেড ওপেন করা।
৫/কোন বিষয়ের তোয়াক্কা না করেই নিজের খুশিমতো ট্রেডিং করা।
৬/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা।
৭/অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড ওপেন করা।
৮/অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা।
৯/অতীতের ভুলগুলো থেকে কোন প্রকার শিক্ষা না নেওয়া।
১০/ফরেক্স এর আপডেট নিউজ এর ব্যাপারে কোনো খবর না রাখা।
মূলত এই সকল বিষয়ের কারণেই একজন ট্রেডার ফরেক্স এ লস করে থাকে।আমি বিশ্বাস করি যে কোন ট্রেড আর যদি এই সকল বিষয়কে মূল্যায়ন করে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই ফরেক্স এ লস এড়িয়ে লাভ করতে পারবে।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে লাভ করা যতটা কঠিন, লস করা ঠিক ততটাই সহজ। ফরেক্স মার্কেটে লস করার পিছনে বেশ কিছু কারন রয়েছে। প্রথমেই বলতে হয় যথেষ্ট পরিমাণের অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞতা ছাড়া এই মার্কেটে লাভ করা সম্ভব নয়। মার্কেট এনালাইসিস না করে যদি ট্রেডিং করা হয় তাহলে সেই ট্রেডিং এর কারনে লস ছাড়া কিছুই হবে না। নিজের দক্ষতা না বাড়িয়ে ট্রেডিং করতে আসলে লস হওয়া স্বাভাবিক।
-
ফরেক্স মার্কেটে অনেকে লস করে এই লসের অনেকগুলো কারণ আছে সেগুলো নিচে আলোচনা করা হলো;
১. অদক্ষতা ফরেক্স মার্কেটে ব্যর্থতার অন্যতম কারণ। বিশেষ করে নতুন ফরেক্স মেম্বাররা প্রাথমিক পর্যায়ে লাইভ ট্রেডিং করতে গিয়ে লস করে থাকে। আপনি জানলে হয়তো অবাক হবেন ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের মধ্যে ৯৫ শতাংশই বিগেইনারা।
২. সিগন্যাল এর উপর নির্ভরশীলতা লসের এর অন্যতম কারণ। ৩. এনালাইসিস না করে আন্দাজে ট্রেড করা লস এর কারণ।
৪. প্রতিদিন ট্রেড করার প্রবণতা লস এর কারণ।
৫. অতিরিক্ত লোভ করা লসের কারণ।
৬. অধৈর্য্যতা লসের কারণ ইত্যাদি।