-
ফরেক্স থেকে মাসিক আয় কার কত আমার মনে হয় এটা আদৌ কারো পক্ষে সঠিকভাবে বলা সম্ভব হবে কিনা জানিনা তবে আমি বলব এর কোন সঠিক উত্তর নেই কারণ পরিস্থিতি অর্থাৎ মার্কেট অবস্থা এবং আপনার দক্ষতার সম্মিলিত প্রয়াসে ফরেক্সে প্রফিট হয়ে থাকে। ফরেক্স মার্কেট সবসময়ই স্থিতিশীল এই কারণে এখনো সঠিক একটা অ্যামাউন্ট বলা সম্ভব নয় যে মাসিক আয় কত। এখন যা করছি এখান থেকে প্রতি মাসে যদি ১৫/২০$ আয় করতে পারি তবেও আমি খুশি ।
-
একজন ফরেক্স ট্রেডারের তার একাউন্টে থাকা ব্যলেন্সের উপর। কোন ট্রেডারের একাউন্টে যদি বেশি ব্যলেন্স থাকে তবে তার মাস শেষে অনেক ইনকাম হবে। আর যদি করম ডিপজিট হয়। আসলে অধিক ইনকামের আশায় আমার ছোট একাউন্টের উপর রিক্স বেশি নিতে চাই না।আমি এই ছোট একাউন্টকে আস্তে আস্তে বড় করতে চাই।
-
ফরেক্স থেকে আমি মাসে ৩০% আয় করতে পারি। আমি আমার আয় নিয়ে অনেক অনেক খুশি। আমি জানি আমি মাঝে মাঝে রিস্ক নিলে আরো বেশি আয় করে পারবো তবে এ রিস্ক কন্ট্রোল করা অনেক কঠিন এ রিস্ক এর জন্য আমার অনেক বেশি লস হতে পারে তাই আমি সবাইকে বলবো রিস্কি ফ্রি ট্রেড করতে আর মাসে একটা নিদিষ্ট পরিমান আয় করতে। এ ভবে নিয়ম অনুসারে ট্রেড করলে আপনি ফরেক্স এ ভালো কিছু করতে পারবেন।ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে আশা করছি ফরেক্স থেকে মাসে নিজের চাহিদা মতো আয় করতে।ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে আশা করছি ফরেক্স থেকে মাসে নিজের চাহিদা মতো আয় করতে।
-
আমি ফরেক্স ব্যবসার পাশাপাশি টিউশনি করাই। কিন্তু আমি টিউশনি করার চেয়ে বেশী সময় দিই এই ফরেক্স মার্কেট এ। আমি ফরেক্স এ প্রতিদিন সময় দিয়ে ট্রেড করে প্রফিট করার জন্য চেষ্টা করি। কিন্তু সব মাসে আমি প্রফিট করতে পারি না। আমার কাছে যখন মার্কেট ট্রেড করার অনুকূল আসে আমি তখন ই ট্রেড করে কিছুটা হলেও আয় করে থাকি। কিন্তু সেটা প্রতি মাসে হয় না। আমার প্রফিট ২,৩ মাস পর পর প্রফিট হয়। আমি এ বছর এ গড়ে প্রতিমাসে আয় হয় ৪০ ডলার এর মত করে।
-
ফরেক্স থেকে মাসিক আয় করাটা অনেকটা কঠিন ব্যাপার নতুনদের জন্য। আমি ফরেক্স এ নতুন। আমি ফরেক্স এ সবে মাত্র দেড় মাস হয়েছে আমি ফরেক্স করে যাচ্ছি। ফরেক্স মার্কেট এ আমার টার্গেট অনুযায়ী আমি যখন ফরেক্স মার্কেট আমার অনুকূল এ আসে তখন আমি ট্রেড করে থাকি। আর যখন আমার অনুকূল এ আসে না তখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি না। এছাড়া আমি প্রতি মাসে এভারেজ ১২ ডলার এর মত প্রফিট করি থাকি।
-
ফরেক্সে নতুন ও আমি একজন ছাত্র এবং পড়ালেখার পাশাপাশি আমি ফরেক্স শিখছি তাছাড়া ছাত্র হওয়াতে ফরেক্স থেকে আয় করতে কিছুটা সময় দরকার কারণ প্রথমত আমাকে এই বিষয়ে প্রচুর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে বলে অমি মনে করি ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই যোগ্যতা বা দক্ষতাটাকেই প্রথমে বড় করে দেখতে হবে কেননা দক্ষতাই টকা নিয়ে আসবে এখানে দক্ষতাই মূল পুঁজি আমি দক্ষতা অর্জনের জন্যই প্রয়াস চালাচ্ছি।
-
আসলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করাটা খুবই কঠিন আপনি যদি মনে করেন আপনি নির্দিষ্ট পরিমাণ প্রতিমাসে এখান থেকে প্রফিট করবেন সেটা আসলে কোনভাবেই সম্ভব না যদি আপনি মাত্রা অতিরিক্ত ভালো ট্রেডার না হন।অনেক সময় অনেক ভালো ট্রেডার্স ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারে না কারণ অনেক সময় লস হয়ে যায় এবং সেই লস রিকভার করতে অনেক বেশি সময় লাগে অনেক ভালো ট্রেডারদের ক্ষেত্রেও।আমি প্রায় বিগত ছয় মাস যাবত ফরেক্স মার্কেট থেকে কোনভাবেই কোনরকম প্রফিট করতে পারছি না এবং আমার একাউন্টে অনেক মূলধন ছিল সেটাও আমি জির করে ফেলেছি শুধুমাত্র একটা বড় ধরনের ভুলের কারণে এবং লোভের কারণে।
তবে অনেক সময় আপনি যদি অনেক বুঝে শুনে এবং মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে মার্কেট এনালাইসিস করার মাধ্যমে এবং আপনি সবসময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যদি ট্রেড করতে পারেন তাহলে হয়তোবা প্রফিট করা সম্ভব। কিন্তু এটি অনেক রিয়ার সবার পক্ষে আসলে এটা সম্ভব হয় না।
-
ফরেক্স থাকে আমার টার্গেট মাসে ১০০% ডলার আয় করা।আর টার্গেট পূরন করার জন্য ফরেক্স মার্কেটে সাথে সব সময় থাকতে হবে এবং সঠিক সময় কাজ করলে ১০০% ডলার বেশিও আয় করা সম্ভাব।
-
আসলে ফরেক্স এ আমি একজন নতুন ট্রেডার।আমি এখনো ফরেক্স থেকে তেমন আয় করতে পারিনি।ফরেক্স হতে মাসে কত ডলার প্রফিট করা আমাদের জন্য ভাল এই বিষয়ে আমার তেমন জানা। অভিজ্ঞ বড় ভাইদের কাছে জানতে চাই মাসে কেমন প্রফিট করলে আমাদের জন্য ভাল হবে আর কিভাবে ভাল এবং দক্ষ ট্রেডার হওয়া যায় সাজেস্ট করবেন।আমার ইচ্ছা ফরেক্স করা এবং একজন দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি জানি আমি মাঝে মাঝে রিস্ক নিলে আরো বেশি আয় করে পারবো তবে এ রিস্ক কন্ট্রোল করা অনেক কঠিন এ রিস্ক এর জন্য আমার অনেক বেশি লস হতে পারে তাই আমি সবাইকে বলবো রিস্কি ফ্রি ট্রেড করতে আর মাসে একটা নিদিষ্ট পরিমান আয় করতে। এ ভবে নিয়ম অনুসারে ট্রেড করলে আপনি ফরেক্স এ ভালো কিছু করতে পারবেন।
-
আমি নতুন তাই একনে ভালে লাভ কতে পারিনি সে ভাবে আমি আসা করি কেই যদি ফরেক্স সম্পরকে ভালে বুজতে পারে তাহলে ভালে লাভ করতে পারবে ।এখনো আমি শিক্ষার জন্য ডেমো ট্রেড করে যাচ্ছি। যার মুল উদ্দেশ্য ফরেক্স সম্পকে ভাল করে জেনে নেওয়া। আমি প্রথমে ফোরামে পোস্ট করছি এবং স্থির করছি ফোরাম থেকে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড শুরু করব। আমি লাভ করার পক্ষে নই প্রথমে ভাল করে জানতে চাই।