-
ডেমো ট্রেড কে কেউ সহজে সিরিয়াসলি নেয় না। প্রফিট উইথড্র করা না গেলেও এর মাধ্যমে আপনি আপনার ট্রেডিং কৌশলটি এখানে বারবার প্রাক্টিসের মাধ্যমে তার উন্নয়ন ঘটাতে পারেন। আর আপনি রেয়েল ট্রেড এ এন্টার করার আগে মার্কেট ও পেয়ার সবমধে ভাল ধারনা পাবেন ডেমো এর মাধ্যমে। ডেমো সিরিয়াসলি করলে আপনার মেইন একাউন্ট টির কদর বুঝতে পারবেন। আর যত ডেমো অনুশীলন করবেন ততই আপ্নার দক্ষতা বারবে।
-
আসলে আমারা ডেমোতে সিরিয়াস হয় না। যে যার মত ট্রেড করি ,কিন্তু এইটা টিক না। ফরেক্স ভালো করে শিখতে হলে অবশ্যই ডেমো তে সিরিয়াস হতে হবে।ফরেক্স ব্যবসায় প্রবেশ করার প্রাথমিক শিক্ষা নিতে হয় ডেমো প্রাকটিসের মাধ্যমে তাই অবশ্যই ডেমো প্রাকটিস করার সময় সিরিয়াস হতে হবে।তাই ডেমোতে প্রাক্টিস করার সময় আপনাকে অবশ্যই সিরিয়াস হতে হবে।
-
ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই ডেমোর বিকল্প নেই । যে ব্যক্তি যত বেশী ডেমোতে পারদর্শী হবে সে তত বেশী জীবনে উন্নতি করতে পারবে । সুতরাং ডেমো ব্যবসা করে একজন ট্রেডারকে দক্ষ করে নিতে হবে । অতএব ডেমোতে সকলকে সিরিয়াস হতে হবে ।
-
জি আমি ও প্রথমে ডেমো ট্রেডিং কে খুব একটা গুরুত্ব দেই না, আমি এক প্রকার ডেমো একাউন্ট ট্রেডিং না করেই রিয়েল অ চলে আশি, এবং ২০ ডলার দেপসিত করে সরু করে দেই, কিছু লাভ ও হয় আমি ৬ ডলারের মত লাভ করে ফেলি, কিন্তু অতপর ভুল ট্রেড করে আমি বড় লস খাই আমার একাউন্ট ব্যালান্স ০ হয়ে যায় কারণ আমি মার্জিন কাল খাই, পরে আমি আবার ডেমোতে এসে সব ভুল শুদ্রে নেই.
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের উপর বাস্তব দক্ষতা এবং অভিজ্ঞতা লাভের সবচেয়ে বড় বিদ্যালয় হল ফরেক্সে ডেমো ট্রেডিং প্লাটফর্ম যেখানে ব্যালেন্স হারানোর কোন ভয় থাকে না কারন আপনি যে ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন তার পুরোটাই হল ভাচুয়াল ডলার যা আপনাকে আপনার ব্রোকার হাউজ সরবরাহ করে থাকবে।
-
ডেমোতে সিরিয়াস হওয়া আবশ্যক । কারন ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে গেলে বা ভালোভাবে ট্রেড করা শিখতে হলে আপনাকে অবশ্যই ডেমো প্রাকটিস করতে হবে । সঠিকভাবে বা সিরিয়াস ভাবে ডেমো প্রাকটিস করতে পারলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুব সহজ হয়ে যাবে । ডেমোতে প্রাকটিস করতে গেলে কোন টাকার দরকার হয় না , ডেমোতে ফ্রি ডলার দেওয়া হয় প্রাকটিস এর জন্য যাতে ট্রেডাররা ভালোভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে পারে । কারন ফরেক্স এ ভালোভাবে ট্রেড করতে না পারলে লস বেশি হয় । তাই লস এড়ানোর জন্য ডেমোতে সিরিয়াস হওয়া আবশ্যক ।
-
যদি সে নতুন ট্রেডার হয় তাহলে আমার মতে তাকে ডেমতে সিরিয়াস ট্রেড করা জুরিরী। কারন ডেমো থেকে আপনি লস খেলে কোন সমস্যা নেই। সুতারাং আপনি যেখান থেকে লস করেছেন, সেখান থেকে আপনি বুজতে পারবেন ওখানে গেলে আমার লস হবে। তাই আমি মনে করি ডেমোতে ট্রেড করে ভাল ভাবে শেখা।
-
ডেমোতে ও ট্রেড করার সময় আপনার সিরিয়াস হওয়া প্রয়োজন । কারন, এখানে যদি আপনি গুরুত্বের সঙ্গে ট্রেড না করেন তবে লাইভ ট্রেড এ ক্ষতির সম্মুখিন হবেন । ডেমো একাউন্টে বেশি বেশি অনুশীলন করে একজন দক্ষ ট্রেডার হওয়া সম্ভব । প্রত্যেক সফল ট্রেডাররাই ডেমোতে ট্রেড করে নিজেকে সর্বপ্রথম দক্ষ করে তুলেন ।
-
আমি মনে করি একজন নতুন ট্রেড।র এর জন্য ডেমো প্র্যাকটিস করাটা খুব জরুরি ,কারন ডেমো প্র্যাকটিস ছাড়া কখনও লাইভ মার্কেট এ ট্রেড করা সম্ভব না ,সে নিজেকে যতই ভাল ট্রেড।র মনে করুক না কেন তাকে অবশ্যই লাইব মার্কেট এ ট্রেড করতে হলে আগে ডেমো প্র্যাকটিস করতে হবে,কেননে ডেমো প্র্যাকটিস ছাড়া সে কখনও লাইব মার্কেট এ সফল হতে পারবেনা...
-
ফরেক্সে ভাল করতে হলে ডেমোতে জোর দেয়া আবশ্যক, ডেমো একাউন্টে ট্রেড করে কতটুকু সফল হওয়া যায়, কোন ভুলগুলোর কারণে ট্রেডে লস হয় সেগুলো যাচাই করা যায়। ডেমো একাউন্টে মার্কেট ভালভাবে বুঝার জন্য এবং রিয়াল একাউন্টে ঝুকিঁমুক্ত ট্রেড করার জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করে।নিয়মিত ডেমো একাউন্টে সঠিকভাবে অনুশীলনই ফরেক্স মার্কেটে লাভবান হওয়ার মূল ভিত্তি।