-
একদম ঠিক কথা , ফরেক্স এ দখ্যতা ছাড়া প্রফিত করে টিকে থাকা খুব সহজ নয় । দখ্যতা প্রতিটি কাজকেই পরিনত করে , আর ফরেক্স যেহেতু একটি চলমান এবং প্রতিনিয়ত চ্যালেঞ্জ পুরন ব্যাবসা , তাই ফরেক্স এ বেশি বেশি সময় দিয়ে দক্ষতা অর্জন করলে খুব সহজ হয়ে যায় । যদি আমরা কাজ শিখে প্রফিতের সাথে দীর্ঘ দিন ফরেক্স থেকে ইনকাম করে নিজেদের উন্নতি করতে পারি তাহলে এটি ফরেক্স থেকে আমাদের জন্য অনেক বড় পাওয়া ।
-
দক্ষতা ছাড়া আসলে প্রফিট অর্জন করা সম্ভব নয় । যে ব্যক্তি যত বেশী দক্ষতা অর্জন করে সে তত বেশী উর্পাজন করতে সক্ষম হয় । দক্ষতা ছাড়া যদি ট্রেড করে অবশ্যই সে অকৃতকার্য বা ক্ষতির মুখে পড়তে পারে । সুতরাং আমরা যে সময়ই ট্র্রেড করব বুঝে শুনে তারপর ট্রেড করব যাতে সফলতা অর্জন করা সম্ভব ।
-
আমি আপনার সাথে একমত দক্ষতা ছাড়া আসলে প্রফিট করা খুব কঠিন কাজ কিন্তু এই দক্ষতা একদিনে আসবে না। আমাদের আগে ডেম তে ট্রেড করে ধিরে ধিরে এই দক্ষতা আনতে হবে। এটা একটা সাধনার ব্যাপার। তবে লস করতে চাইলে আমরা দক্ষতা ছাড়া ট্রেড করতে পারি।
-
দক্ষতা ছাড়া ফরেক্সে যদি প্রফিট করতে পারেন,তাহলে তা হবে আপনার কাছে জুয়ার মতো।১০ টা ট্রেড নিলেন ২ টা প্রফিট হলে,৮ টাতেই লসের মুখোমুখি হবেন।তাই আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে।আপনি যদি দক্ষতা অর্জন করেন তাহলে ১০ ট্রেডের মধ্যে ৯ টিতে আপনি প্রফিট অর্জন করতে পারবেন।
-
আপনারা সকলেই ঠিক বলেছেন যে এই ব্যবসাটি কঠিন, তবে আমার পক্ষে এটি কঠিন কারণ কারণ এটি আমি প্রতিদিন করি এবং আমি এখন প্রচুর শিক্ষা পেয়েছি এটি আগের মতো কঠিন নয়। যদি আমার পক্ষে কষ্টসাধ্য হত তবে আমি কখনই এই সৌভাগ্য অর্জন করতে পারতাম না, তবে আমার পক্ষে এটি খুব সহজ হবে যদি আপনাকে এটিতে কাজ করতে হয় তবে আপনাকে অবশ্যই প্রথমে এই ব্যবসা সম্পর্কে শিক্ষিত হতে হবে।
-
ব্যবসায় দক্ষতা ছাড়া সফল হওয়া যায় না । ফরেক্স হল একটি ব্যবসা এখানে দক্ষতা ছাড়া টিকা সম্ভবনা । হয়ত দক্ষতা ছাড়া ট্রেড করে কিছু লাভ করতে পারেন কিন্তু সর্বাপরি লস হবে এবং একাউন্ট জিরো । ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই দক্ষ হতে হবে । যে কোন একটা স্টাটেজি তে দক্ষতা অর্জন করতে হবে আর একবার দক্ষ হতে পারলে যার ফল সারা জীবন পাবেন ।
-
কোন ব্যবসায় দক্ষতা ছাড়া সফল হওয়া যায় না । ফরেক্স হল একটি ব্যবসা এখানে দক্ষতা ছাড়া টিকা সম্ভবনা । হয়ত দক্ষতা ছাড়া ট্রেড করে কিছু লাভ করতে পারেন কিন্তু সর্বাপরি লস হবে এবং একাউন্ট জিরো । ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই দক্ষ হতে হবে । যে কোন একটা স্টাটেজি তে দক্ষতা অর্জন করতে হবে আর একবার দক্ষ হতে পারলে যার ফল সারা জীবন পাবেন ।
-
দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেট থেকে কোন ভাবে সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রথমেই কোন ট্রেডারের মার্কেটে আগে থেকে শিখে আসে না। এখানে প্রবেশ করেই আস্তে আস্তে তাকে শিখতে হবে। তাই প্রতিদিন একজন ট্রেডার কে ডেমো ট্রেডে অংশগ্রহণ করে ধীরে ধীরে দক্ষতা অর্জন করতে হবে। তারপর রিয়েল ট্রেডে অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে দক্ষতার গুরুত্ব সর্বাধিক।,,,,,ধন্যবা দ।
-
যে কোন কাজে দক্ষতার কোন বিকল্প নেই । ফরেক্স মার্কেটে যে যত বেশি দক্ষ সে ততো বেশি সফল । মার্কেট এ্যানালাইসিস ও মানি ম্যানেজমেন্টে এর পাশাপাশি ফরেক্স মার্কেটে দক্ষতাও খুব গুরুত্বপূর্ণ । আপনি যখন মার্কেটে দক্ষ হয়ে উটবেন তখন আপনি যেদিকেই ট্রেড করেন না কেন আপনি লাভবান হয়ে উটবেন ।
-
অনেক এ ট্রেডিং এ মানুষের সফলতা দেখে ভাবে ট্রেডিং অনেক সহজ তাই কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই তারা ট্রেডিং এ নেমে পরে.ফলে তাদের লস এর সম্মুখীন হতে হয়.তাই প্রথমে ত্রাদের্দের উচিত ডেমো ট্রেড করা.কমপক্ষে উচিত ত্রাদের্দের ৬ মাস ডেমো ট্রেড করা.এর ফলে ত্রাদেররা অনেক দক্ষতা অর্জন করতে পারে.এই দক্ষতা দিয়ে তাদেরকে ট্রেড এ এগিয়ে গেটে হবে.