-
এটা ফরেক্স মার্কেটের প্রতিটা ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্টাকে মার্জিন কল থেকে বাচাতে স্বক্ষম হবেন। আপনি কত পিপ লস নিবেন সেটা নির্ধারনের জন্য স্টপ লস ব্যবহার করতে হয়। যখন কন ট্রেডার ট্রেড করতে শুরু করে তখন যদি সে বার বার লস খাই তবে তার ক্ষতি হবে তাই স্টপ লসের মাধ্যমে সে তার লসটাকে সীমাবদ্ধতাই রাখে।
-
স্টপ লস একটি নির্দিষ্ট শেয়ারের দাম যাতে একটি প্রকারস্পর্শ যখন মৃত্যুদন্ড কার্যকর করা হবে, 2. উদাহরণস্বরূপ: শেয়ার 10 ডলার ক্রয়. $ 5 এ স্টপ ক্ষতি শেয়ারের দাম $ 5 মার্ক স্পর্শ পরে স্টক বিক্রি করা হবে না । মানে হল এর নিচে কোনো লস হবে এটি লসের সর্বনিম্ন স্তর । কেননা যখন কন ট্রেডার ট্রেড করতে শুরু করে তখন যদি সে বার বার লস খাই তবে তার ক্ষতি হবে তাই স্টপ লসের মাধ্যমে সে তার লসটাকে সীমাবদ্ধতাই রাখে।
-
আমরা অনেকেই ফরেক্স মার্কেট এ ট্রেড করার পাসাপাসি অন্ন কাজ ও করে থাকি তাই আমাদের সারাক্ষণ কম্পুটার এর সামনে বসে ট্রেড করা সম্ভব হয়না তাই আমরা অনেকেই আমাদের ওপেন করা ট্রেড এর লস কে নিয়ন্ত্রণ করতে স্টপ লস বেবহার করে থাকি যা নিজে থেকেই আমাদের লস ট্রেড ক্লোস করে দেয় । স্টপ লস সকল ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হল এই যে যখন কেউ কোন ট্রেড ওপেন করে তখন সে লসের নিদিষ্ট একটা লেবেল দিয়ে দেয় যাতে তার নিদিষ্ট লসের চেয়ে বেশি লস না যায়। তাকে স্টপ লস বলে।
-
ফরেক্সে স্টপ লস হল একটা গুরুত্ব পুর্ন বিষয়। আপনার হাতে যদি ট্রেড করার মত যতেস্ট সময় না না থাকে আর আপনি চান ট্রেড করতে তাহলে আপনি স্টপ লস ব্যবহার করতে পারবেন। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লস নির্দিস্ট করে দিতে পারেন। এতে আপনার লস হতএ হতে আপনার জায়গা তে পৌছে গেলে ট্রেড নিজে থেকেই বন্ধ হয়ে যায়। স্টপ লস হল লস বন্ধ করার সব থেকে ভাল উপায় আমাদের কে ফরেক্স মার্কেট হতে লস বন্ধ করতে হলে স্টপ লস এর বেবহার করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল্ করে ফরেক্স করতে পারব আমরা কেউ চাই না ট্রেড করে লস করি তাই এর বেবহার জানা দরকার ।
-
স্টপ লস হলো একটি নির্দিষ্ট স্থানে ট্রেড অটোমেটিক বন্ধ করে দেওয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট লস হওয়ার পর আর এর থেকে বেশী লস হওয়ার আগেই অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে স্টপ লস সিলেক্ট করা থাকলে বা দেওয়া থাকলে। এটার সুবিধা হলো আমরা ট্রেড ওপেন করে অন্য কোন কাজ করলেও অতিরিক্ত লস হওয়ার হাত থেকে বাচিয়ে দিবে স্টপ লস প্রক্রিয়াটি। আবার বিদ্যুৎ চলে গেলেও স্টপ লস অনুরূপভাবে অতিরিক্ত লস হওয়ার হাত থেকে ট্রেডকে রক্ষা করবে। তাই ট্রেড ওপেন করার পর স্টপ লস দিয়ে রাখা ভাল।
-
স্টপ লস হচ্ছে আপনি আপনার ট্রেডে কি পরিমান লস দিতে চান তার একটা হিসা আর যদি ফরেক্স মার্কেটে ভা করতে চান তাহলে আপনাকে আগে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে হবে। তাই ফরেক্স নিয়ে অনেক পড়া শুনা করতে হবে ।তাই আমি ফরেক্স মার্কেটে অনেক মনযোগি হচ্ছি।
-
যেহেতু একজন ট্রেডারের পক্ষে সারাক্ষণ কম্পিউটারে বসে মনিটর করা সম্ভব না তাই স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দেওয়া হয়। সকল ট্রেডারই খুব বেশি লস থেকে বাচার জন্য স্টপ লস ব্যবহার করেন। স্টপ লস ঝুকির হার কমায়।
-
ফরেক্স ট্রেডিং প্লাটফর্মের অন্যতম একটি ট্রেডিং সহায়ক অপশনের নাম হল স্টপ লস এটি ব্যাবহার করে আপনি আপনার ট্রেডকে বড় ধরনের লসের হাত থেকে খুব সহজেই রক্ষা করতে পারবেন । ফলে এটি ট্রেডারদের বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করতে অনেক ভাল এটি ভূমিকা পালন করতে পারে।
-
ফরেক্স ট্রেডারদের ট্রেডকে আমার দৃষ্টিতে স্টপ লস অনেক বেশি সহজ করে দিয়েছে কারন এটির মাধ্যমে একজন ট্রেডার ফরেক্সে ট্রেড ওপেনের পর মার্কেট থেকে বেরিয়ে গেলেও অনাকাঙ্খিত লসের হাত থেকে তার অ্যাকাউন্ট ব্যালেন্সকে খুব সহজে অটোমেটিক্যালি ভাবে রক্ষা করতে পারছে।
-
ফরেক্স মার্কেটে আমাদের কে অনেক কিছু নিয়ে পড়া লেখা করতে হয়। ফরেক্স মার্কেটে স্টপ লস খুবই গুরুত্বপুূর্ণ উপাদান। আমাদের কে ট্রেড করার আগে কোথায় স্টপ লস দিতে হবে সেটা বের করতে হয়। ফরেক্স মার্কেটে অনাকাঙ্ক্ষিত লস থেকে বাচার জন্য স্টপ দিতে হয়।