-
আমি অবশ্য সবগুলো টাইম ফ্রেমসহ ক্যান্ডেলস্টিক চার্ট দেখে এ্যানালাইসিস করে সাধারণত: এ্যান্ট্রি দেওয়ার চেষ্টা করি। যতটুকু সম্ভব আপডেট নিউজ এবং মার্কেট এ্যানালাইসিস করে ট্রেন্ড ধরার চেষ্টা করি। অনেক সময় কোন কোন টাইমফ্রেমের ট্রেন্ডের বিপরীত ট্রেড দিতে হয় আবার কখনো অনুকূলে দিতে হয়।সব সময় ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ট্রেড করা সম্ভব হয় না। আমার মনে হয় এ্যানালাইসিস করে ট্রেন্ড করা উচিত,শুধু ট্রেন্ড দেখে ট্রেড করা হলে হিতে বিপরীত হতে পারে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ট্রেন্ড এর সাথে ট্রেড করার বিকল্প নাই। ট্রেন্ড ইস ইওর ফ্রেন্ড। ট্রেন্ড এর সাথে থাকলে প্রফিট আসবেই। আর ট্রেন্ড এর বিপক্ষে থাকলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না।আমি যখন দেখি আর,এস,আই এর লাগ দাগটি ওপরের দিকে উঠেছে তখন আমি সেল দিই । আর যখন দেখে আর,এস,আই এর দাগটি নিচে ছুয়ে গেেছ তখন আমি বাই দিই।
-
বর্তমান বাজার অবস্থা জেনে বুঝে ট্রেড করি তা না হলে ট্রেডে লস করতে হয়। বাজার উপরে থাকলে বাই আর নিচে নামলে সেল দেই। তাছাড়া ট্রেড করার আগে আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিসের সম্পর্কে জেনে ট্রেড অপেন করি । মার্কেট কখনো এমন ভাবে চলতে থাকে যে একদিকে শুধু যেতেই থাকে। আর তখন আমরা ট্রেন্ড এর বিপরীত দিকে ট্রেড নিয়ে থাকি। এতে আমাদের জন্য রিস্ক হয়। কারন ট্রেন্ড এর দিকে মার্কেট অনেক শক্তিশালী থাকে।
-
শুধু ট্রেন্ড ধরে ট্রেড করা বোকামী হবে । ট্রেন্ড শুধুমাত্র আপনাকে সাময়িক ধারণা দিতে পারে। আপনি লাভও করবেন কিন্তু একসময়ে যেয়ে যখন একটা বড় ধরা খাবেন, তখন সেটা মেনে নেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে । সুতরাং এর পাশাপাশি আপনাকে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনাল্যাইসিসগুলো বুঝতে হবে। তাই ফরেক্সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা খুব জরুরি ।।।
-
ফরেক্স মার্কেট এ সবচেয়ে বেশি প্রফিট করা যায় ট্রেন্ড এর সাথে ট্রেড দিয়ে। আপনি যদি ট্রেন্ড দেখে ট্রেড দিতে পারেন তাহলে অবশ্যিই বেশি প্রফিট করা সম্ভব। রেন্জীং মোডে ফরেক্স মার্কেট এ বেশি প্রফিট করা যায় না। ফরেক্স থেকে লস এড়ানোর জন্য আমাদের ট্রেন্ড এর সাথে ট্রেড করা উচিত।
-
ফরেক্স মার্কেটে প্রত্যেকটা ট্রেডার লাভ করার জন্যই ট্রেডিং করে থাকে ঠিক তাদের মত আমিও ট্রেন্ডের সাথে মিল রেখে ট্রেড করতে ভালোবাসি এবং করে থাকি।অর্থাৎ মার্কেট যদি বাই ট্রেন্ডে থাকে তখন আমি ট্রেন্ডের সাথে মিল রেখে বাই ট্রেড ওপেন করি এবং যখন মার্কেট সেল ট্রেন্ডে থাকে বা নিচের দিকে নামবে বলে মনে হয় তখন মার্কেটের সাথে মিল রেখে সেল ট্রেড ওপেন করে থাকি।কারণ এই পদ্ধতিতে ট্রেড করলে যেমন খুব ভাল প্রফিট করা যায় তেমনি লস হওয়ার সম্ভাবনা ও তুলনামূলকভাবে কম থাকে।
-
আমি সবসময় বিপরিদ দিকে ট্রেড করি। মারর্কেট যদি উপরের দিকে যায় তাহলে সেল দিই এবং মারের্কেট যখুন নিচের দিকে যায় তখুন বাই দিই।আসলে মার্কেটের অবস্হা সবসময় বুঝা যায়না।ফরেক্স ট্রেডিং মার্কেট অনেক কিটিক্যাল।
-
আমি সব সময় ট্রেন্ডের দিকে ট্রেড করতেই বেশী ভালোবাসি। তাছাড়া ট্রেড করার আগে আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিসের সম্পর্কে জেনে ট্রেড অপেন করি ।আমি যখন দেখি আর,এস,আই এর লাগ দাগটি ওপরের দিকে উঠেছে তখন আমি সেল দিই । যে বৈদেশিক মুদ্রার সাফল্যের একমাত্র চাবিকাঠি হ'ল জ্ঞান আমি যেভাবে জ্ঞান অর্জন করতে পারি তার সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি যা থেকে নিজেই ব্যবসা করে চলেছি
-
মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এই মার্কেট এ ট্রেড করার সময় ট্রেন্ড এর সাথে মিল রেখে ট্রেড করতে হয় তবেই আমরা এই মার্কেট এ সফলতা পেতে পারি এ জন্য আমাদের কে বেশী করে সব সময় ভাল করে বেশী করে জ্ঞান অর্জন করতে হবে ।
-
হ্যা , আমি আপনার মতন করেই ট্রেড করে থাকি । তাছাড়া ট্রেড করার আগে আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিসের সম্পর্কে জেনে ট্রেড অপেন করি । এর মাধ্যমে সহজে বোঝা যার মার্কেট নিচে গেলে কোন ট্রেড করতে হবে এবং উপরে গেলে কোন ট্রেড করতে হবে । তার পর আমি বাই অথাবা সেল করে থাকি ।