-
ফরেক্স একটি হালাল ব্যবসা কারন এখানে লাভ, লস ও ঝুকি আছে। তাছাড়া ফরেক্সে কাউকে ঠকানোর কোন অপশন নাই। সুদের বিষয়টিও ফরেক্সে নাই। অনন্যা ব্যবসার মতো ফরেক্সেও ইনভেস্ট করা যায় এবং মার্কেট অনুকুলে থাকলে এখান থেকে লাভ করা যায়। আবার মার্কেট প্রতিকুলে চলে গেলে লস হয়ে যায়। তাই বলব ফরেক্স একটি সম্পর্ন হালাল ব্যবসা। ফরেক্সে লাভ লস দুটোই আছে। আর যেখানে লাভ-লস দুটোই থাকবে সেখানে হারামের প্রশ্নই আসেনা। ফরেক্স যদি হারাম হয় তাহলে পৃথিবীর সকল অর্থনৈতিক ব্যবস্থায় হারাম।ফরেক্স হালাল হওয়ার কথা। কেননা আমরা সুদমুক্ত অ্যাকাউন্টে ট্রেড করতে পারি। আবার ট্রেডে প্রফিট কররার জন্য ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের চেষ্টায় এবং পরিশ্রমের মাধ্যমে প্রফিট করার প্রয়োজন হতে পারে। এসব কারনে আমার মনে হয় ফরেক্স হারাম না হয়ে হালালই হওয়ার সম্ভবনা বেশি। ফরেক্সের পণ্য হচ্ছে মুদ্রা যা আমরা ক্রয় এবং বিক্রয় করে থাকি। ফরেক্স দুইভাবে করা যায়।একটি হচ্ছে সোয়াপ যুক্ত একাউন্ট এবং অন্যটি হচ্ছে সোয়াপ মুক্ত একাউন্ট। সোয়াপ অর্থ সুদ। আমরা যেহেতু সোয়াপমুক্ত একাউন্টে ট্রেডিং করি সেহেতু ফরেক্স সম্পূর্ণই হালাল।
-
ব্যক্তাগতভাবে আমার কাছে মনে হয় ফরেক্স হালাল কারন এখানে লাভ লস আছে। ফরেক্স মার্কেটে আমরা যেগুলো ট্রেড সেগুলো হালাল। সাধারনত আমরা মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকি টাকা হলাল তাই ফরেক্স ব্যাবসা হালাল। তাপারও আপনাদের সঠিক ভাবে কেই জানলে আমাদের সাথে শেয়ার করেন।
-
ফরেক্স ট্রেডিং যদি হারাম হয় তাহলে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায়ই হারাম । ফরেক্স এ ঝুুকি রয়েছে । তাই এই ব্যবসা হারাম হবার কারন নেই । তবে অনেকে বলে এখানে পন্য নেই । তাদের আসলে ফরেক্স সম্পর্কে ধারনা নেই কারন ফরেক্স ট্রেডিং এর পণ্য হচ্ছে মুদ্রা । আমরা লট আকারে মুদ্রা ক্রয় বিক্রয় করি । তাই ফরেক্স হারাম হবার কোন কারন নেই । ব্যবসা একদম হালাল একটা ব্যবসা এই ব্যবসায় কোন খারাপ কিছু নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি এটাউন্ট করবেন তখন সুদ ছাড়া একাউন্ট খুলবেন তাহলে আর কোন সমস্যা থাকবে না পুরো পুরি হালাল ব্যবসা হবে তখন। আর ইসলাম শরিয়াত মতে ফরেক্স কোন হারাম ব্যবসা না ফরেক্স একটা হালাল ব্যবসা যদি সুদ ছাড়া একাউন্ট খোলা হয়।
-
ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট হালাল নাকি হারাম। ইসলামের দৃষ্টিতে হালাল বা হারাম হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেগুলোর সাথে যদি মিলানো হয় যেমন- একই পণ্য বা জিনিসের বিনিময়ে ঐ পণ্য বা জিনিস যদি লাভ হিসাবে নেয়া হয়,ব্যবসায় লাভ -লস থাকতে হবে-নিশ্চিত লাভ নয়, উভয় পক্ষই সন্তুষ্টি থাকবে -কেউ ক্ষতিগ্রস্থ হবে না ইত্যাদিসহ আরো যে সব শর্ত আছে সেগুলো মিলিয়ে দেখবে। সর্বোপরি হারামের কোন কারণ পাওয়া না গেলে হারাম বলা যাবে না।সকলের মত সঙ্গে আমিও একমত যে ফরেক্স ব্যবসা কোন হারাম ব্যবসা নয়। কারণ এখানে টাকা অর্থাৎ অর্থের ক্রয়-বিক্রয় থাকে। এবং এখানে লাভ এর সাথে লস হওয়ার ঝুঁকিও রয়েছে। যার জন্য এই প্রসঙ্গে আসা যায় যে এ ব্যবসাটি আসলে হারাম নয়।
-
ভাই ফরেক্স একটি হালাল বিজিনেস,আপনি এই নিয়ে চিন্তা মুক্ত থাকুন,আপনি হালাল ভাবে এই বিজিনেস পরিচালনা করতে পারবেন,আপনি ফরেক্স এ সোয়াপ মুক্ত একাউন্ট ওপেন করে ট্রেডিং করুন,ইসলাম এ সুদ হারাম,তাই সোয়াপ মুক্ত একাউন্ট থাকলে এই ব্যাপারে আর সমস্যা নেই,আপনি এই খান দিয়ে হালাল ভাবে ইনকাম করতে পারবেন,আমার দেখা আমাদের প্রিয় মুসলিম ভাইয়েরা এই বিজিনেস করছেন এবং ভালো ভাবে ইনকাম করে তাদের জীবন পরিচালনা করছেন,তাই হালাল না হলে তারা এই বিজিনেস করতো না।
-
যে ব্যবসায় লাভ লস আছে আর যেখানে মেধা আর পরিশ্রম দিতে হয় সেটা হালাল। ফরেক্সে লাভ লস আছে, ফরেক্স করতে গেলে আপনাকে বেশ খানিক টা মেধা দিতে হবে তারপর বেশ খানিক টা সময় মানে শ্রম দিতে হবে এই মার্কেটে । তারপর গিয়ে একটা লাভ পাওয়া যাবে এই ফরেক্স থেকে। আবার লাভ লস মিলেও হইতে থাকবে । এই সব কিছুর জন্য মনে হয় ফরেক্স হালালপরিশ্রম করে যা ইনকাম করা হয় সেটা হালাল। ফরেক্সে আসলে এমন একজন মানুষ ও মেবি নাই যে কোন ধরনের এনালাইজ করা ছাড়াই ট্রেড নিচ্ছে আর সে সফল হয়ে যাচ্ছে। এনালাইজ করেই অনেকে ঠিক ম লাভ করতে পারতেছে না সেখানে একজন মানুষ যদি আন্তাজির উপর বা শুধু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে লাভ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমি এনালাইজ করেও লস কাটায়া উঠতে পারি না সেখানে কেও বিনা পরিশ্রমে লাভ নিয়ে যাবে বললে মানায় না। লাভ করতে হলে মেধা খাটাইতে হবে পরিশ্রম করতে হবে
-
ফরেক্স ট্রেডিং যদি হারাম হয় তাহলে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায়ই হারাম । ফরেক্স এ ঝুুকি রয়েছে । তাই এই ব্যবসা হারাম হবার কারন নেই । তবে অনেকে বলে এখানে পন্য নেই । তাদের আসলে ফরেক্স সম্পর্কে ধারনা নেই কারন ফরেক্স ট্রেডিং এর পণ্য হচ্ছে মুদ্রা ।ফরেক্স অব্যশই হালাল একটি ব্যবসা। সাধারন ভাবে সুদের ব্যবসাকে হালাল বলা হয় না। আর যে কাজ করে টাকা ইঙ্কাম করতে হয় সেই কাজকে অব্যশই হালাল বলা যায়। আমি মুলত সুদের ব্যবসা পছন্দ করি না। তাই আপনি ফএরক্স সুদমুক্ত একাউন্ট করতে পারেন।ফরেক্স হল একটি শেয়ার র্মাকেট যে র্মাকেট সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে উঠা নামা করে , যদি ফরেক্সকে হারম বলা হয় তবে আমার প্রশ্ন সারা বিশ্বের অর্থনীতিও কি হারাম যেখানে মানুষ কায়িক শ্রম ও মানষিক শ্রম দিচ্ছে আর এটি কোন সমাজ ও দেশদ্রহী কাজ নয় আমাদের আগে বুঝতে হবে খারপ কাজের একটি নিদিৃষ্ঠ পরিসীমা থাকে এবং সময় বেধে দেওয়া থাকে আর ফরেক্স র্মাকেটে এর কেন পরিসীমা নেই এবং সময় আফুরান্ত তাই আমি মনে করি ফরেক্স একটি হলাল ও স্বাধীন ব্যবসা ।