-
ফরেক্স ব্যবসা এটা কোন জুয়ার অন্তর্ভূক্ত নয় । উদাহারণ স্বরূপ বলা যায় , মনে করুন আমেরিকায় গেলেন আপনি । সেখানে গিয়ে আপনি বাংলাদেশের ৭৫ টাকার বিনিময়ে ঐ দেশের ১ টি কারেন্সি কিনলেন । কিছু দিন পর আপনি ঐ কারেন্সি বিক্রি করে আপনি ৮০ টাকা পেলেন অথবা আপনি ৭০ টাকা পেলেন এতে কোনরূপ জুয়া হবে না ।যেকোন ব্যবসায় প্র্রথমে ইনভেষ্ট করতে হয় তারপর লাভ লসের হিসাব আসে একই ভাবে ফরেক্স মার্কেটে ও ইনভেষ্ট করার পর লাভ/লস হয় । একজন অশিক্ষিত লোককে ফরেক্স ব্যবসা করতে বলেন সে জীবনে ও এই ব্যবসা করতে পারবে না তাকে জুয়া খেলতে বলেন অনায়াসে সে জুয়া খেলতে পারবে । ফরেক্স ব্যবসাটা প্রজ্ঞাসম্পন্ন লোকদের জন্য যেনতেন লোকেরা এই ব্যবসাটা করতে পারবেনা পরে পুজি হারিয়ে বলবে এটা জুয়া খেলা ।
-
ফরেক্স কোন প্রকার জুয়া খেলা নয়। ফরেক্স মার্কেট হচ্ছে একটি আন্তজার্তিক শেয়ার বাজার যেখানে বিভিন্ন দেশের কারেন্সি মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। আর এই ক্রয়-বিক্রয়ের মাধ্যেমে যা প্রফিট করা হয় তাই হচ্ছে ফরেক্স। ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই এখানে ঝুকি রয়েছে। ফরেক্স লাভ -লস মিলেই ফরেক্স করা হয়। ফরেক্স কোন জুয়া নয়। জুয়া সেটাকেই বলা হয় যেখানে বিভিন্ন প্রকার পেটি টাস দিয়ে খেলা হয়। কিন্তু ফরেক্স হল একটি অনলাইন ব্যবসা এখানে কোন প্রকার জুয়া খেলা হয় না যারা জুয়া মনে করেন ফরেক্সকে তারা ফরেক্সমার্কেট সম্পর্কে কোন প্রকার জ্ঞান নেই।
-
যে কোন ব্যাবসা লাভ লস আছে তাই ফরেক্স ব্যাবসাতে লাভ লস রয়েছে। ফরেক্স ব্যাবসা করতে হলে আমাদের কে ফরেক্স সম্পর্কে ভাল করে শিখতে হবে তাহলে এই মার্কেট থেকে লাভ করা সম্ভব হবে। তাই ফরেক্স কখনো জুয়া খেলা হতে পারেনা।
-
ফরেক্স মার্কেট একটি আন্তজার্তিক শেয়ার মার্কেট। এখানে বিভিন্ন দেশের ট্রেডার গন ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে আয় করে থাকেন। এই ফরেক্স মার্কেট একটি ব্যবসা। এই ফরেক্স কোন প্রকার জুয়া নয়। যারা ফরেক্সকে জুয়া হিসেবে দেখেন তারা ফরেক্স মার্কেট সম্পর্কে কোন জ্ঞান নেই। ফরেক্স মার্কে ট এ লাভ-লস হয় বিধায় ফরেক্স মার্কেট এ জুয়া হিসেবে দেখেন। এছাড়া নেই কোন প্রকার ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা তাই তারা ফরেক্স মার্কেটকে জুয়া হিসেবে দেখেন।
-
ফরেক্স একটা ব্যবসা।ফরেক্স জুয়া নয়।কেননা ফরেক্স ব্যবসার মতো ডিপোজিট বা বিনিয়গ করতে হবে।এবং ওই ডিপোজিট কৃত ব্যালেন্স দিয়ে ট্রেড করতে হবে।ট্রেড করে প্রফিট করতে পারলে লাভবান হওয়া যাবে।ফরেক্স এ ব্যবসা করে অনেক ট্রেডআর প্রফিত করতে পারছে। যে যত ভাল ট্রেডআর হোক না কেন সব ট্রেডআরই যেমন লাভ করতেছে ঠিক তেমনি লস ও করতেছে। অনেকে এটাকে জুয়া বলে থাকে এটা একটি ভুল ধারণা।আবার প্রফিট করার জন্য পরিশ্রম করে দক্ষতা অর্জন করে প্রফিট করার চেষ্টাও করতে হবে বলে মনে করি।কারন জুয়া খেলা করতে পড়াশুনা তেমন ধরকার নেই কিন্তু ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অনেক পড়তে হবে।
-
এখানে শুধু মাত্র ব্যবসা করার উদ্দেশ্যই আমরা অসংখ্যা ট্রেডার সারা বিশ্বের মানুষ একত্রিত হয়েছে । তাই আমি মনে করি যে আমদের উচিত হবে যে আমরা যেন সবসময় এটাকে ভাল ও ইতিবাচক হিসেবে দেখি । কারণ বিশ্বের অসংখ্যা মানুষ ফরেক্স ট্রেড করছে শুধুমাত্র ব্যবসায় ভিত্তি ধরে । আর আমি এটাও মনে করি যে অনেকে হয়ত বা এটাকে অন্য কোন জুয়া হিসেবে ধরতে পারে । এক্ষেত্রে আমি বলব পৃথিবীর যে কোন জিনিস ভালো কিন্ত মানুষ এটাকে যদি খারাপ করে ফেলে তবে বলার কিছু থাকে না।
-
ফরেক্স কোন জুয়া না ফরেক্স হলো একটি অন্তর্জাতিক ব্যবসা ।কারন ফরেক্স করতে হলে আপনাকে টাকা ফরেক্সে টাকা ইনভেস্ট করতে হয় । তাছাড়া ফরেক্স করতে গেলে লাভ বা লস উভয় হয়ে থাকে। ফরেক্স একটি বিশাল জ্ঞানভিত্তিক ব্যবসা।ফরেক্স কোনদিন ও জুয়া হতে পারে না।যে ট্রেডারগণ এই ব্যবসাকে জুয়া মনে করেন সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না।আমরা কখনো এই ফরেক্স ব্যবসাকে জুয়া মনে করব নাা।সুতরাং অঅগে দক্ষতা অর্জন করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই সফলকাম হতে পারব।
-
ফরেক্স কোনদিন ও জুয়া হতে পারে না । যে ট্রেডারগণ এই ব্যবসাকে জুয়া মনে করেন সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না । আমরা কখনো এই ফরেক্স ব্যবসাকে জুয়া মনে করব না । সুতরাং অঅগে দক্ষতা অর্জন করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই সফলকাম হতে পারব ।অবশ্যই এটা একটা ব্যবসা । আর এই ব্যবসা করার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারি । ফরেক্সকে যারা অন্য কিছুর সাথে তুলনা করে আমি মনে করি তাদের ফরেক্সকে নিয়ে আরো বেশি স্টাডি করা উচিত । কারণ বিশ্বের অসংখ্যা মানুষ ফরেক্স ট্রেড করছে শুধুমাত্র ব্যবসায় ভিত্তি ধরে । আর আমি এটাও মনে করি যে অনেকে হয়ত বা এটাকে অন্য কোন জুয়া হিসেবে ধরতে পারে । এক্ষেত্রে আমি বলব পৃথিবীর যে কোন জিনিস ভালো কিন্ত মানুষ এটাকে যদি খারাপ করে ফেলে তবে অবশ্যই সেটা খারাপ হবে শুধুমাত্র অল্প মানুষের কাছে ।
-
এটা অবশ্যই ব্যবসা। কারণ ব্যবসায় যেমন লাভ বা ক্ষতি দুটাই থাকে তেমনি ফরেক্সেও লাভ বা ক্ষতি আছে। সাথে পরিশ্রম ও আছে। কাজেই এটাকে জুয়া মনে করে থাকলে অবশ্যই ভুল হবে। কাজেই এসকল ভিত্তিহীন কথায় কান দেওয়া উচিত না। বেশি বেশি ট্রেডিং করুন আর অনেক অভিজ্ঞতার মালিক হোন।ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক মানের ব্যবসা এটা কখনও জুয়া হতে পারে না। আর এই মার্কেটে কোটি কোটি মানুষ ব্যবসা করে তাদের ভাগ্যে পরিবর্তন করতে পারছে এমনকি তাদের পরিবারের আর্থিক অবস্থায় অর্থ যোগান দিতে সফল হচ্ছে। তাই এটা জুয়া কখনও হতে পারে না।অন্যান্য বিজনেস এর মতো ফরেক্স বিজনেস এও লাভ লস রয়েছে। অন্যান্য বিজনেস এ যেমন দক্ষতা সহিত কাজ করলে সফলতা পাওয়া যায় ফরেক্স এও ঠিক তাই। আবার খুব বেশির আশায় যারা অভিজ্ঞতা ছাড়া মাঠে নামে তারা হেরে গিয়ে লস করে। এবং ফরেক্স এও তাই হয় তাই ফরেক্সকে জুয়া বলা যাবে না।
-
অবশ্যই এটা একটা ব্যবসা আর এই ব্যবসা করার মাধ্যমে আমরা অনেক বেশি লাভবান হতে পারি।ফরেক্সকে যারা অন্য কিছুর সাথে তুলনা করে আমি মনে করি তাদের ফরেক্সকে নিয়ে আরো বেশি স্টাডি করা উচিত।কারণ বিশ্বের অসংখ্যা মানুষ ফরেক্স ট্রেড করছে শুধুমাত্র ব্যবসায় ভিত্তি ধরে।আর আমি এটাও মনে করি যে অনেকে হয়ত বা এটাকে অন্য কোন জুয়া হিসেবে ধরতে পারে এক্ষেত্রে আমি বলব পৃথিবীর যে কোন জিনিস ভালো কিন্ত মানুষ এটাকে যদি খারাপ করে ফেলে তবে অবশ্যই সেটা খারাপ হবে শুধুমাত্র অল্প মানুষের কাছে।