-
নিউজ ট্রেড ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিউজ ট্রেড সাধারণত অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার গ্রহণ করে থাকেন। নবীন ট্রেডাররা নিউজ ট্রেড করলে লস সম্ভাবনাই বেশি। তাই না জেনে না বুঝে নিউজ ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হইলে লস করা থেকে বিরত থাকতে হবে।
-
আমাদেরকে অবশ্যই নিউজ দেখে ট্রেড বসাতে হবে তবে আমার মতে নিউজ আপডেট হওয়ার সময় মানে আদা ঘন্টার মধ্যে কোন ধরনের ট্রেড ওপেন না করাই ভাল কারন ওই সময় মার্কেট যেকোন দিকে মুভ করতে পারে আর ঐ সময় মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে তাই ঐ সময় না করায় ভাল।অভিজ্ঞতা ছাড়া আমরা ফরেক্সে নিউজ ট্রেড করলে লাভের তুলনায় লসের পরিমাণ বেশি হবে। তাই আমাদের উচিত বুঝে শুনে নিউজ ট্রেড করা। কারন না বুঝে এখান থেকে প্রফিট করা যাবে না
-
নিউজ ট্রেড ফরেক্সে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। কারন আমরা যারা ফরেক্স করি তারা চাইলে নিউজ ট্রেডের মাধ্যমে অনেক প্রফিট অর্জন করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার দরকার হবে। অভিজ্ঞতা ছাড়া আমরা ফরেক্সে নিউজ ট্রেড করলে লাভের তুলনায় লসের পরিমাণ বেশি হবে। তাই আমাদের উচিত বুঝে শুনে নিউজ ট্রেড করা। কারন না বুঝে এখান থেকে প্রফিট করা যাবে না।
-
নিউজ ট্রেড লাভজনক। কিন্তু নিউজ ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতার দরকার হয়। যা কিনা নতুন ট্রেডার দের জন্য খুবই কঠিন একটা কাজ। মার্কেট এনালাইজিস করে নিউজ পাব্লিশ হবার আগে থেকে যদি আপনি বুঝতে পারে মার্কেট আজ এদিকে যেতে পারে। আমি মনে করি নিউজ ট্রেড করা অত্যন্ত কঠিন এবং এর জন্য যে জ্ঞ্যন বা অভিজ্ঞতার প্রয়োজন হয় সেই পর্যন্ত পৌছুতে হলে যে কোন ট্রেডারকে ফরেক্স এ প্রচুর শেখার পেছনে সময় দিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমি আপাদত নিউজ ট্রেডিং থেকে বিরত আছি কারন নিউজ ট্রেডিং এখনো তেমন ভালো একটা বুঝতে পারছি না। নিউজের সময় ট্রেডিং করলেই কেন যানি লসে পড়ে যাচ্ছি । এখন আপাদত নিউজগুলো ভালো করে বোঝার চেষ্টা করছি যাতে করে কোন নিউজের কেমন ইমপ্যাক্ট তা ধারনা নিতে পারি।
-
আপনি যদি নিউজ ট্রের্ডি করতে চান তাহলে আপনাকে এ সম্পর্কে ব্যপক পরিমানে অধ্যবসায় করতে হবে । আপনাকে অধিক পরিমানে সত্য ও সঠিক তথ্য সংগ্রহ করতে হবে । নতুন যারা ফরেক্স শুরু করেছেন তারা কিছু না জেনেই নিউজ ট্রেড করতে পারেন না । কারন নিউজ মার্কেট মুভমেন্ট এ মুখ্য ভূমিকা পালন করে থাকে ফলে এই সময়ে মার্কেট প্রচুর উঠা নামা করে । তাই এই সময় ট্রেড করলে আপনি লসে পরতে পারেন ।
-
নতুনদের নিউজ ট্রেড করা একদম বোকামী। কেননা নিউজ ট্রেড অত্যন্ত ঝুকিপূর্ণ। সেজন্য আপনাকে নিউজ এর সময় ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। নিউজ ট্রেড আসলে যারা দীর্ঘদিন যাবৎ ফরেক্স ট্রেড করছেন তারা করে। কিন্তু নতুন অবস্থায় আমি নিউজ ট্রেড এর পক্ষে না।
-
আমার মতে নিউজ ট্রেড করে অনেক লাভ করা যায় ।কিন্তু নিউজ ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেটের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ হতে হবে নিউজ ট্রেডের উপর। নিউজ ট্রেড নতুনদের জন্য বেশি খারাপ। তারা এখানে ট্রেড করতে হলে আগে তাদের অনেক জানতে হবে। এটা পুরাতন ট্রেডারদের জন্য অনেক ভালো।
ধন্যবাদ ।
-
আমার মনে হয় নিউজ ভালো ভাবে না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। কারণ নিউজ ট্রেড হইত আপনাকে বেশি লাভ দিবে। কিন্তু আপনি যদি নিউজ ভালো ভাবে না বুঝেন তাহলে আপনি যা লাভ করবেন, তার অনেক বেশি লস হবে। তাই আমার মনে হয় নিউজ না বুঝলে নিউজ ট্রেড করা ঠিক না। আমি নিজেও নিউজ ট্রেড করা বাদ দিয়েছি। কারণ আমি নিউজ ট্রেড এ অনেক বার অনেক লস করেছি।
-
নতুন ট্রেডার দের জন্য নিউজ ট্রেড করা খুব ই ঝুঁকিপূর্ণ কারন যদি নিউজ সম্পর্কে আপনার ভাল ধারনা না থাকে তবে আপনার অ্যাকাউন্ট ০ হতে সময় লাগবে না। তাই আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে জতটা পারেন নিউজ এড়িয়ে চলুন।