নিঃসন্দেহে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। শুধু ফরেক্স নয় প্রত্যেকটা ব্যবসা ক্ষেত্রেই কিছু না কিছু রিস্ক বা ঝুঁকি থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না।
আমার যদি ১০০ ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ ১০ শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে ১০০ ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেড নিতে ৩/৪ দিন অথবা ১ সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড নেয়ার সুযোগ একসময় না একসময় অবশ্যই আসবে।