ফরেক্সে আমি একবারেই নতুন। কেবল তাকে জানছি আর বেশি জানছি তত যেন বেশি ভালবাসছি। মনে হচ্ছে আরথিক মুক্তির এর চেয়ে বড় কোন ঠিকানা নেই। তাই ভালবাসছি ভীষনভাবে।
Printable View
ফরেক্সে আমি একবারেই নতুন। কেবল তাকে জানছি আর বেশি জানছি তত যেন বেশি ভালবাসছি। মনে হচ্ছে আরথিক মুক্তির এর চেয়ে বড় কোন ঠিকানা নেই। তাই ভালবাসছি ভীষনভাবে।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্সকে আমি খুব ভালবাসি। আসলে ফরেক্স ফোরাম করতে আমার খুব ভাল লাগে।তাই আমি মনে করি এখানে ১০০ ডলার কম ডলার না এটা দিয়ে আপনি ভাল করেই ফরেক্স করতে পারবেন যদি আপনার ফরেক্স সম্পর্কে ভাল করে অবিজ্ঞতা ও জ্ঞান থেকে থাকে । ১০০ ডলার কে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে এক মাসে ১০ থেকে ২০ ডলার আয় করতে পারবেন।
নিঃসন্দেহে আমি ফোরাম ও ফরেক্সকে অনেক বেশি ভালবাসি । কেননা কোন কাজ করতে গেলে সে কাজ থেকে কিছু পাওয়ার আশা করলে অবশ্যই সর্বপ্রথম সে কাজের প্রতি অগাধ পরিমাণে ভালবাসা থাকতে হবে । আর সেই ভালবাসা এমন হতে হবে যে যাতে করে কাজকে নিজে করি এবং অন্যদের মাঝে বেশি করে ছড়িয়ে দিই । তাই আমাদের মনে রাখতে হবে যেন আমরা সে পথে একধাপ এগিয়ে যায় ।
ফরেক্স আমার খুব ভাল লাগে আমি ফরেক্স কে খুব ভালবাসি।আমি একজন ছাএ তারপর ও আমি দিন এর মদ্ধে যত টুকু সময় পাই ফরেক্স এ কাজ করি আমি আমার সময় গুল কে কখন ও নষ্ট করি না তাছাড়া আমি ছুটির দিন প্রায় সারা দিন ফরেক্স এ কাজ করি ছুটীর দিন ফরেক্স এ কাজ করা ছাড়া আমার তেমন কোন কাজ থাকে না তাই প্রায় সারা দিন এ ফরেক্স এ থাকি আর এটা আমার কাছে খুব ভাল লাগে।
ফরেক্স কে ভালোবাসি বলেই একাধিক বার লস খাওয়া সত্তেও ফরেক্সে ট্রেড করা থেকে বিরত থাকতে পারিনা।ফরেক্স মার্কেট হতে ট্রেড করে আমি প্রতিমাসে সামান্য কিছু অর্থ ইনকাম করতে পারি যার ফলে আমার মাসিক হাত খরচ অনেকটা বেছে যায়।একারনে ফরেক্স কে আমি আরোও বেশি ভালোবাসি।
ফরেক্স ট্রেডিং আমাকে ঘরে বসে আয়ের সুযোগ করে দিয়েছে ফলে ফরেক্স ট্রেডিংয়ের প্রতি আমার একটা ভাল মনোভাব কাজ করবে এটিই স্বাভাবিক। আমি নিয়মিতই ফরেক্সে ট্রেড করি আর একন এমনই একটি মাযা ফরেক্স ট্রেডিংযের প্রতি জন্মেছে যে একদিনও ফরেক্স ট্রেডিং ছাড়া আমি থাকতে পারি না।
আমি ফরেক্স কে অনেক ভালবাসি। এখন তো ফরেক্স আমার জীবন। আমি যদি কিছু করে দেখাতে পারি তাহলে ফরেক্স হতে পারে আমার সেই কর্মক্ষেত্র। ফরেক্স আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
ফরেক্স আমার জীবনে কথা বলা চলা ফেরা এমন কি মানুষের সাথে কথা বলা বদলে দিয়েছে । সারা দিন ফরেক্স এ কাজ করি ছুটির দিন ফরেক্স এ কাজ করা ছাড়া আমার তেমন কোন কাজ থাকে না । ফরেক্সকে আমি আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য হিসেবে আমি বেঁছে নিয়েছি । অামরা ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই হল অাসল বিষয় ।
ফরেক্স নিয়ে স্টাডি করতে আমার ভালো লাগে। ফরেক্স আমি প্রফেশনাল হিসাব নিয়েছে। যদি ও আমি মাসে ভালো প্রফিট করতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আমি ভালো প্রফিট করতে পারি সেভাবে ট্রেড করে যাওয়া।
ফরেক্স ট্রেড আমার নিয়মিত পেশা৷ভালোবাসি কী না বা কত টা ভালোবাসি তা ঠিক বুঝিনা৷তবে সারাবছর ধরে এই মার্কেটেই কাজ করি আন্তরিকতার সাথে৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে৷আমেরিকান ফরেক্স ক্যাম্পিং ফোরামের আমি অধম টপ সাজেস্টার আছি৷আর আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি৷অবশ্যই নিজে খেটে কষ্ট করে শিখেছি৷আমি কোনো অভিজ্ঞ ফরেক্স বন্দ্বু আমার আশেপাশে এখোনোও কাউকে পাইনি যিনি এক লাইন নতুন কিছু শিখাবে৷তবে আমাদের এই ফোরামে অনেক অনেক ভালো মানের লেখক লক্ষ্য করলাম৷তাদের লেখা থেকে যথেষ্ঠ শেখার সুযোগ রয়েছে৷এখানে আমিও শিখছি ও আশা করছি নিয়মিত আমিও লিখবো যা অতীতে শিখেছি৷