-
ফরেক্স করার সব ট্রেডারেরই প্রধান ও অভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য হল নিজেকে প্রতিষ্টিত করা । কেননা ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্সে ট্রেড করে লাভবান হতে গেলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রমী হতে হবে । যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি এগিয়ে যাবে তার লক্ষ্য পানে । আর ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় বেশি করে নিজেকে বিশ্লেষণধর্মী ট্রেডার করে নিতে হবে ।
-
সবাই তো টাকা আয়ের জন্য ফরেক্স ট্রেডিং করে থাকে। আমি ও এর বাহিরে না। কিন্তু আমি নতুন তাই ভালভাবে শিখার চেষ্টা করতেছি। আশা রাখি একদিন আল্লাহ রহমতে আমি ঠিকই পারব। আর এখন আমি ডেমোতে ট্রেড করে অভিজ্ঞতা বাড়াচ্ছি।
-
ফরেক্স হচ্ছে একটা অন্তর্জাতিক বিজনেস , যেখানে মুদ্রা বিনিময়ের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে হয় এবং সেই লাভ নিজের আয়ে পরিনত হয় । তাই ফরেক্স থেকে তাকা আয় করার জন্য ফরেক্স ট্রেডিং করা হয় । ফরেক্স ট্রেডিং সবাই করতে পারে না । যারা ফরেক্স সম্পর্কে ভাল জানে , যাদের ফরেক্সের উপর ভাল অভিজ্ঞতা আছে তারা ফরেক্স থেকে ট্রেড করে ভাল লাভ করতে পারবে এবং আয় ও ভাল করবে ।
-
আসলে আয় করার উদ্দেশ্যেই ফরেক্স ট্রেডিং করি। ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও দক্ষতা অর্জন করে আমি একজন সফল ট্রেডার হতে চাই।কারন এখানে ধৈর্য্য ধরে দক্ষতা অর্জন করতে পারলে অনেক আয় করা সম্ভব।
-
বর্তমানে ফরক্সে মার্কেট একটি জায়গা যেখানে এর সাধারন মানুষ তাদের টাকা দিয়ে একটি দেশের ই-কারেন্স ক্রয় করে তা জমিয়ে রাখে এবং যখন তা লাভে আসে তােআবার ট্রেডার গন বিক্রয় করে দেয় ।এর মাধ্যমে ট্রেডারগন টাকা আয় করে । আমার মতে ফরক্সে হলো একটি স্বাধিন ব্যবসায় আপনা ইচ্ছা হলো ট্রেড করবেন ইচ্ছা হলনা ট্রেড করবেনা ।আমি মনে করি ফরেক্স ট্রেডিং না করলে আমি মনে করি আপনি ভালো অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন না।
-
অল্প ইনভেস্ট করে করা যায়, নিজের বাড়ি থেকে করা যায়, অন্যের ইচ্ছা মত কাজ না করে নিজের ইচ্ছা মত ট্রেড করা যায় বা ফরেক্স কাজ করা যায় । হাজার হাজার ডলার আয় করা যায় । অল্প সময়ে অনেক টাকা আয় করা যায় । এই জন্য আমি ফরেক্স ট্রেডিং করি । জানি না অন্যরা কেন ফরেক্স ট্রেডিং করে ।
-
ফরেক্স থেকে আমাদের আশা অনেক আমরা ফরেক্স করি ফরেক্স থেকে আয় করব বলে | ফরেক্স নিয়ে সবারি কন না কন পরিকল্পনা থাকে সে কন ভাল কাজ করবে | ফরেক্স থে আয় করে তার পরিবার চালাবে পরিবারের লোকেদের মুখে হাশি আনবে | তাই আমারা ফরেক্স করি|
-
ফরেক্স ট্রেডিং করি যেন ফরেক্সের মাধ্যমে কাজ করে কিছু টাকা আয় করা যায় । ফরেক্সে সবাই আসে কাজ করে কিছু টাকা আয় করার জন্য । ফরেক্সে যদি ট্রেডিং না করা হয় তাহলে ফরেক্স থেকে কোন টাকা আয় করা যাবে না । তাই টাকা আয় করতে ট্রেড করতে হবে , এজন্য ট্রেডিং দক্ষতা ভাল করে অর্জন করতে হবে । ফরেক্সে ট্রেডিং দক্ষতাই সব । ট্রেড ভাল করে করতে পারলে ফরেক্স থেকে অনেক তাকা আয় করা যাবে । তাই আমরা ট্রেডিং করি ।
-
ফরেক্স বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার যেখানে এক কারেন্সির বিপরীতে অন্য কারেন্সি উঠানামা করে।অন্যান্য মার্কেটের চেয়ে ফরেক্স মার্কেটের সুবিধা হলো এখানে আপনি আপনার ইচ্ছামতো সেল অথবা বাই নিতে পারবেন।তাছাড়া এখানে ট্রেড করার জন্য আপনাকে ধনী হতে হবে না আপনি চাইলে এক ডলার দিয়েও ট্রেড করতে পারবেন যে কারনে বেশিরভাগ মানুষই ফরেক্সে ট্রেড করতে আসে।
-
আমি ফরেক্স করি আয় করব বলে আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব | আমি প্রতিনিয়ত ফরেক্স মাকেটে থেকি আমি মাকেট সম্পরকে জানার জন্য আমার নিজের মত করে ফরেক্স করতে শিখছি | ফরেক্স থেকে আয় করা জাই আমি মানি তাই ফরেক্স করি আর ফরেক্স করব|