আমারা জানি ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা বাজার। এখানে আপনার দক্ষ এনালাইসিস এর উপরে প্রফিট বা লস হয়ে থাকে। এই খানে কোন বেক্তির হাত নেই। নেই কোন দোকা। তাই আপনি ভালো বাবে দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে সময় সাপেক্ষে সারাজীবন ট্রেড করে অল্প অল্প করে ফরেক্স থেকে আয় করতে পারেন। যেমন অল্প টাকায় একমাত্র ফরেক্স ব্যবসা করে বেশি লাভ করা যেতে পারে। যা অন্য ব্যবসা করে সম্ভব নয়। আবার আপনি যা বিনিয়োগ করবেন তার ডাবল লিভারেজ ও আপনি নিতে পারেন। আর নিজের সুযোগমত কাজ করা যায়।

