-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। তাই ফরেক্স মার্কেটের মুভমেন্ট বিভিন্ন অর্থনৈতিক নিউজ এর উপর অনেকাংশে নির্ভর করে। তাই আপনাকে প্রতিনিয়ত ফরেক্স এর উপর প্রভাব ফেলে এমন নিউজ ফলো করতে হবে। এই সব নিউজ গুলো অনলাইন এর বিভিন্ন ওয়েব সাইটে পাওয়া যায়। আমার জানা মতে যে সকল ওয়েব সাইটে ফরেক্স মার্কেটের নিউজ পাওয়া যায় তা হল. forexnews.com , forexfactory.com , fxstreet.com , forexlive.com ,bloombreg.com ,cnbc.com ইত্যাদি।
-
ফরেক্স নিউস জানার জন্য অনেক গুলো ওয়েব সাইট রয়েসে আমরা ওই ওয়েব সাইট গুলো থেকে নিউস সংগ্রহ করা যায়। ফরেক্স নিউজ জানার জন্য fxstreet.com এবং forexnews.com এই দুইটি সাইট ও ভালই জনপ্রিয়।ফরেক্স এর ধারনা পেতে online থেকে বই নামাতে হবে এবং বিভিন্ন ব্লগ সাইট সার্চ করতে হবে।এফ এক্স স্ট্রিট ওয়েব সাইট গুলো থেকে আমরা কারেন্সির ভিবিন্ন গুরুত্বপূর্ণ মুব মেন্ট সম্পর্কে ধারণা পেতে পারি এবং বিভিন্ন দক্ষ ট্রেদার দের এনালাইসিস সম্পর্কেও ধারণা পেতে পারি যা কিনা আমাদের ট্রেড এর জন্য অনেক বেশি সহায়ক হবে।
-
ফরেক্স মার্কেটে তিন প্রকার এনালাইসিস আছে আমরা জানি। এই তিন প্রকার এনালাইসিস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ফান্ডামেন্টাল এনালাইসিস। কোন দেশের অর্থনৈতিক অবস্থার উপর প্রকাশিত নিউজ এর উপর নির্ভর করে এনালাইসিস করাটা হলো ফান্ডামেন্টাল এনালাইসিস। প্রত্যেক ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার অপশনে ফরেক্স নিউজ প্রকাশিত হয়। দেখা গেল একটা নিউজ প্রকাশ করা হয়েছে সেখানে লেখা আছে মার্কিন শ্রম অধিদপ্তর ৩১/০৫/১৯ ইংরেজি তারিখে তাদের দেশের ওই মাসের বেকারের সংখ্যা প্রকাশ করল। যদি বেকারের সংখ্যা তার আগের মাসের বেকারের সংখ্যার তুলনায় কমে যায় তাহলে ওই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে এবং ওই দেশের মুদ্রার মূল্য বেড়ে যাবে। যদি বেকারের সংখ্যা বেড়ে যায় তাহলে ওই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে এবং ওই দেশের মুদ্রার মূল্য কমে যাবে।
-
ফরেক্স নিউজ জানার জন্য fxstreet.com এবং forexnews.com এই দুইটি সাইট ও ভালই জনপ্রিয়। এই দুইটা সাইট এ ভাল ফটেক্স নিউজ জানতে পারবো।
-
ফরেক্স নিউজ জানার জন্য অনলাইন এ অনেক গুলো সাইট আছে,আপনি সেই গুলো ভিজিট করে নিউজ গুলো দেখতে পারবেন,তার ভিতর কিছু জনপ্রিয় সাইট আছে,সেগুলো হলো
fxstreet.com
forexnews.com forexfactory.com ইত্যাদি
এই সাইট গুলো ভিজিট করে আপনি নিউজ খুব সহজে দেখতে পারবেন।
-
ফরেক্স নিউজ জানতে হলে আপনি যে ব্রোকার এ কাজ করেন সেয় ব্রোকার এ ভাল ভাবে দাকেন পেয়ে জাবেন তবে এই ওয়েবসাইট গুলা দেখতে পারেন fxstreet.com
forexnews.com forexfactory.com
-
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে তথ্য ও প্রযুক্তি সম্পর্কে ভাল জ্ঞান রাখতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তিতে দেশ অনেকটা এগিয়ে গেছে এবং যাকিছু সংঘটিত হয় তার অধিকাংশই প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। ফরেক্স ট্রেডিং একটু অনলাইন সিস্টেম তাই এখানে যত নিউ আপকামিং সংবাদগুলো তথ্যগুলো আসে সবকিছুই বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা সম্ভব। এবং যারা দক্ষ ও অভিজ্ঞ আছে তাদের সাথে আলোচনা পরামর্শের মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন এতে করে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং একজন সফল ট্রেডার হতে পারবেন। সমস্ত বিষয়গুলো আপনি যদি সঠিকভাবে পালন করে এবং করতে পারেন। তবে ফরেক্সে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হয়ে সফলতার সাথে নিজের ক্যারিয়ারকে গঠন করতে পারেন।
-
ফরেক্সে ভালো করার জন্য ফরেক্স নিউজ জানার গুরুত্ব অপরিসীম। নিউজ দেখে ট্রেড করলে লসের পরিমাণ কম হয়।মুদ্রার বাজার দর সম্পর্কেও জানা যায়।এর এসব নিউজ অনেক ওয়েব সাইট থেকেও জানা যায়।ফরেক্স বাংলার বিভিন্ন ওয়েবসাইট এবিষয় সাহায্য করতে পারে।তার সাথে ফোরামও রয়েছে।এখান থেকে ও নিউজ জানা যায়
-
ফরেক্স নিউজ জানা ফরেক্স ট্রেড এর জন্য খুব জরুরি । এটি ট্রেড করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । ফরেক্স নিউজ আমরা অনলাইনে বিভিন্ন ওয়েব সাইড থেকে জানতে পারি ।
-
ফরেক্স এর জন্য নিউজ জানা বিষেশ ভাবে প্রয়োজন। আপনি যদি ঠিক মত নিউজ ফলোআপ না করেন তা হলে আপনি ভুল ট্রেড করতে পারেন। ফরেক্স নিউজ আপনি অনলাইন ওয়েবসাইডট থেকে পেতে পারেন। অনলাইনে এফ এক্স স্ট্রিট এবং ফরেক্স ফ্যাক্তরি এই সাইড গুলো থেকে নিউজ জানতে পারেন। এছাড়া বিভিন্ন দেশের কারেন্সি নিউজ গুলো অনিলাইন থেকে আপনি জানতে পারেন।