-
প্রফিট আসলে যার যতটুকু অভিজ্ঞতা ততটুকু। আমি আপাতত প্রফিটের চিন্তা করছি না করছি কিভাবে টিকে থাকা যায় আপনি যদি ৫ বছরটিকতে পারেন আমার মনে হয় প্রফিট কতটুকু আশা করবেন সেটা নিজেই বুঝে যাবেন। আমার কতটুকু প্রফিট হবে সেটা আমি বুঝতে পারবো আরও কয়েক বছর যাওয়ার পর। কারন এখনও আমি শিক্ষানবীষ তবে একজন ভালমানের ট্রেডার ১০-২০% পর্যন্ত প্রফিট করে থাকেন। তাই অভিজ্ঞতা নিতে হবে মার্কেট থেকে তাহলে আশা করি সবাই প্রফিট করতে পারবেন।
-
আসলে ফরেক্স থেকে প্রত্যেকটা ট্রেডারই চায় ভাল প্রফিট করতে। কিন্তু কয়জন সেটা করতে পারে। বেশিরভাগ নতুন ট্রেডাররা মার্কেট থেকে ঝরে পড়ে যায়। এই মার্কেট এ টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ এর ব্যপার। আগে একাউন্ট টিকিয়ে রাখতে পারলে অবশ্যই মার্কেট থেকে প্রফিট করা সম্ভব।
-
ফরেক্স শুরুর প্রথম দিকে অর্থ ইনকামের প্রতি অনেক বেশী আগ্রহী ছিলাম কিন্তু দিন দিন যত যাচ্ছে তত চিন্তারও পরিবর্তন হচ্ছে এবং বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আরও বাড়ছে । তাই এখন বুঝতে পারি এবং মনকে নিয়ন্ত্রন করাতে পারি এই ভেবে যে অর্থের পেছনে ছুটলে অর্থ ধরা দিবে না কিন্তু যদি এই ব্যবসাটি ভাল করে শেখার আগ্রহ গড়ে তুলি তাহলে এক সময় অর্থের অভাব হবে না । সুতরাং এখন একটাই উদ্দেশ্য আর তা হল ভবিষ্যতে ফরেক্স এ আমার একটি অবস্থান সৃষ্টি করা যা আমি গর্বের সহিত বলতে পারব যে আমি আসলেই একজন দক্ষ ফরেক্স ট্রেডার । তাই অর্থ কতটুকু উপার্জন করব এই রকম টার্গেট আমি কখনো নিতে চাই না । বরং আমার ফরেক্স সম্পর্কিত যত টুকু জ্ঞ্যন আছে তাই আমার উপার্জন কত হবে তা স্থির করে দিবে ।
-
ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড আয় করা যায় তার মানে এই নয় যে মার্কেট থেকে সবসময় প্রফিট করা যায়। আমাদের নির্দিষ্ট একটা টার্গেট ফিলআপ করতে হবে। আর সেটা পূরন হলে ট্রেড করা যাবে। তাহলে সেটা লোভ হয়ে যাবে। আর বেশি লোভ করতে যেয়ে লস করতে হবে।
-
আসলে ফরেক্স মার্কেট থেকে কে কত উপার্জন করতে চাই তা নির্ভর করে তার মেন্টালিটির উপর কেউ মাস শেষে ৫% প্রফিট করতে পারলেই খুশি থাকে আবার কেউ মাস শেষে ২০ থেক ৩০ % প্রফিট করতে চাই । আমি আমার ক্ষেত্রে বলতে পারি মাস শেষে যদি ১০% প্রফিত করতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট । আমার মতে বেশি প্রফিট করার আশা না করাই ভালো কারন তা করতে গিয়ে আপনি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন
-
অতি লোভে তাতি নষ্ট বলে একটা কথা আছে। ফরেক্স মার্কেটে বেশি লোভ করা যাবে না। লোভ হলো ফরেক্স মার্কেটের সব চাইতে বড় শত্রু । লোভ করলেন তো মরলেন।
আমি ফরেক্স মার্কেট থেকে খুব বেশি লাভ আশা করি না। মাসে ৫০ ডলার হলেই এনাফ আমার জন্য । শুরুতে শুরুতে হয়তো ৫/১০ ডলার লাভ হবে আমি এতেও খুশি থাকবো
-
ফরেক্স ব্যবসাকে আমি পেশা হিসেবে নিতে চাই।ফরেক্ম ব্যবসায়ের মাধ্যমে আমি অনেক টাকা আয় করতে চাই।আমি অনেক দিন যাবত ধরে ফরেক্স ব্যবসায়ের সাথে লেগে আছি।আপনারা চাইলে ফরেক্স ব্যবসাকে পেশা হিসেবে নিতে পারেন।
-
ফরেক্স এ এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন ফরেক্স করে লাভমান হতে চাই । আমি ফরেক্স করে আমার জীবন গড়তে চাই । সে জন্য আমাকে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । আমি ফরেক্স করে অনেক টাকা ইনকাম করতে চাই । ফরেক্স করে আমি আমার পরিবারকে চালাতে চাই । এক কথাই আমি ফরেক্স কে ভালবাসি ।
-
বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীদের পক্ষে কেবল একাকীই যথেষ্ট নয়, ফরেক্স ট্রেডার সেরা ব্যবসায়ী হওয়ার আগে শেখার এবং অনুশীলনের সাথে একত্রে কাজ করা উচিত, তবে সেরা ফরেক্স ট্রেডারকে প্রথমে চর্চা করার আগে প্রথমে খুব ঝুঁকির সাথে প্রথমে যা করা উচিত তার পরে তার সমস্ত অনুশীলন করা উচিত তিনি ডেমো দিয়ে শিখেছিলেন সুতরাং কেউ তার ব্যবসায়ের ক্ষেত্রে নিখুঁত কিনা তা জানতে পারবে।
-
আমার প্রিয় ভাই জন, আমরা এতে যে পরিমাণ অর্থ উপার্জন করতে চাই তার সীমা নেই। এবং এতে যে কোনও মানুষের উপার্জন নির্ভর করে তার কঠোর পরিশ্রমের উপর। এবং তিনি আমাদের জন্য আরও প্রতিদিন কাজ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন যাতে আপনি হতে পারেন।