-
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
-
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
-
ফরেক্স ব্যাবসা কে পেশা হিসাবে নিলে আরও অনেক ভাল হবে কারন ফরেক্স মার্কেট স্বাধীন ব্যাবসা এই খানে কেই আপনাকে কিছু বলতে পারবেনা। আপনি যখন ইচ্ছা তখন ট্রেড করতে পারবেন। ফরেক্স ব্যাবসা মোবাইলে করা যায় যা সহজে বহন করা যায় আপনি যখন যেখানে যাবেন।
-
ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো করে ডেমো ট্রেড বা রিয়েল সেন্ট একাউন্ট এ সফলতা আসলে , রিয়েল ট্রেড আরম্ভ করতে পারেন । যদি 80% ট্রেড এ লাভ হয় ,তাহলে ফরেক্স কে পেশা হিসেবে বেছে নিতে পারেন।
-
আসলে পেশা হিসেবে ফরেক্সকে বেছে নেবেন কি না এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভরশীল। আপনি যদি মনে করেন আপনি ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং আপনি বেশ ভাল রকম প্রফিট করে এগিয়ে যাচ্ছেন তবে আমি বলব ফরেক্সকে পেশা হিসেবে গ্রহণ করতে আর কোন বাধা নেই। বর্তমানে আমাদের শিক্ষিত সমাজ চাকুরীর দিকে ঝুকে পড়ছে। এর ফরে মাস গেলে কিছু বাধা ধরা আয় নিয়েই তাদের পথ চলতে হচ্ছে। এসব দিক বিবেচনা করে আমার মনে হয় আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাস থাকলে আপনি ফরেক্সকে পেশা হিসেবে নিতে পারেন।
-
অবশ্যই পেশা হিসেবে ফরেক্স করা উচিত । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ফরেক্স করে টিকে থাকতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এবং লেগে থাকার মানসিকতা তৈরী করতে হবে । ফরেক্সে নিজেকে প্রতিষ্টিত করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন মার্কেটকে আপন করে নেওয়া । এবং একটা পরম পেশা হিসেবে নিয়ে এর পিছনে নেশার মত লেগে থাকলে সাফল্য আসবেই ।
-
ফরেক্স ব্যবসা হিসেবে ফরেক্স মার্কেট খুবই প্রয়োজনীয়তা রয়েছে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা মার্কেট এ্যানালাইসিস করে তারপর চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও সব সময় এই ফরেক্স ব্যবসা অভিজ্ঞতা অর্জন করে তারপর চেষ্টা করব ।
-
পেশা হিসেবে ফরেক্স কে বেছে নেয়ার আগে আপনি অন্তত দশ বার ভাবুন। আপনি কি ধৈর্য্য ধরে ফরেক্স করতে পারবেন। লোভকে কি সামলে চলতে পারবেন। আপনার হাতে কি ফরেক্স কে দেয়ার মত পর্যাপ্ত সময় আছে। ফরেক্সকে কি আপনি জুয়া হিসেবে দেখেন? আপনি কি ভাগ্যে নির্ভর করেন? এসকল প্রশ্ন নিজেকে করুন। তারপরে সিদ্ধান্ত নিন।
-
বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যিনি নিজেই স্বয়ং একজন বৃহৎ অত্যন্ত মূল্যবান সম্পদ৷দেশের গৌরব৷যাকে মানি মেইকার বলা হয়৷
-
আপনি ফরেক্স কে পেশা হিসেবে নিয়েছেন খুব ভাল কথা।আপনি ২ মাস ট্রেডিং করে লাভ করছেন কিন্তু কিভাবে লাভ করেছেন তা কি জানেন আমার মনে হয় জানেন না।কারন ফরেক্স মার্কেটে দুই মাসে সব শেখা যাই না।ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে একটা ট্রেডারের ২ বছর সময় লেগে যাই।