-
ফরেক্স থেকে গৃহীিনিরা অনেক সুবিধা নিতে পারে । গৃহীনিরা গৃহের কাজ করে বাইরে বেশী সময় দিয়ে কোনিচাকুরী বা ব্যবসা করতে পারে না ।তাই ফরেক্স গৃহীনিদের জন্য সুবর্ন সুযোগ হতে পারে । ফরেক্স ঘরে বসেই করা হয় করা যায় এবং অনেক সময় পাওয়া যায় । ফলে পরিবার এবং ব্যবসা দুটো্ই সামলানো যায় এবং আয়ও করা যায় ,যা দিয়ে পরিবারের ব্যয় *নির্বাহ করে আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় ।
-
অধিকাংশ মহিলারা তাদের অবসরে ঘরে বসে থাকে । আর এই সময় অপচয় না করে ঘরে বসেই ফরেক্সে এ ব্যাবসা করে নিজের এবং পরিবার এর জন্য বাড়তি আয়য়ের ব্যবস্থা করতে পারেন।আর তাতে পরিবাার সচছল হবে এবং দেশের অর্থণৈতিক উন্নতি হবে।
-
মহিলারা ঘরে বসে না থেকে ফরেক্স করতে পারে। এতে করে তারা নিজেরা স্বাবলম্বি হতে পারবে পাশাপাশি পরিবারকেও আর্থিক সহযোগিতা করতে পারবে।
-
যে কোন গৃহিণী তার যে কোন কাজের পাশাপাশি ফরেক্স করতে পারবে এ জন্য তাদের কে ফরেক্স শিক্ষার উপর আগ্রহ রাখতে হবে কারন যদি আগ্রহ না থাকে তাহলে কেউ ফরেক্স শিখতে পারবে না । যে কেউ চাইলে ফরেক্স করতে পারবে হউক সে মহিলা বা পুরুষ এ জন্য দরকার হল চেষ্টা ।
-
একটু বুদ্ধি থাকলে ফরেক্স ব্যবসা যে কেউ করতে পারে।গৃহিনীরা অবসর সময়ে ফরেক্স ব্যবসা করে নিজেরা কিছু অর্থ কামাতে পারে।তবে টাকা আয় করা আমি সহজ মনে করি না।ফরেক্স থেকে টাকা আয় করতে গেলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হবে।মার্কেট এনালাইসিস সম্পর্কে ভাল ভাবে বুঝতে হবে।তাহলেই মার্কেট থেকে আয় করা সম্ভব।
-
হ্যা ফরেক্সে ঘরনীরাও অনেক সুবিধা করতে পারে তাদের অবসর সময়টা কাজে লাগিওয়ে তারাও ভাল আয় করতে পারে । তবে এব্যাপারে শিক্ষাটা যথাযথ হতে হবে আর স্টার জলসা চ্যানেল দেখা বাদদিতে হবে সেটাকি তারা পারবে । আমার কনে হয়না স্টার জলসাতো অনেক মহিলাদের প্রানের সমান বলাচলে ।
-
আমার মতে ফরেক্স ঘরের গৃহিণীরাও করতে পারে। ফরেক্স মার্কেট এ সবাই করতে পারে যদি ফরেক্স এর জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে নিতে পারে। ঘরের গৃহিণীরা করতে পারে। কারন ঘরের গৃহিণীরা ঘরের কাজ করে অনেকটা অবসর সময় বসে থাকে সময় কাটায়। তাই আমার মতে তারা যদি ঐ সমতে এই ফরেক্স করে তাহলে কিছুটা হলেও আয় করতে পারে এবং তাদের সংসারে যাবতীয় হত খরচা চালাতে পারে।
-
ফরেক্স ব্যবসা থেকে অবশ্যই গৃহিণীরা আয় করতে পারে যদি তারা দক্ষতা অর্জন করতে পারে । আমরা সকল গৃহিণীদের এই ব্যবসা করার জন্য উৎসাহিত করব তাহলেই অামরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সকলেই একে অন্যকে এই কাজের জন্য উৎসাহিত করে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমার মতে ফরেক্স ঘরের গৃহীনিরা ও সুবিধা নিতে পারে। ফরেক্স মার্কেট কোন ঝামেলা ছাড়াই যে কোন সময় করা যায়। ঘরের গৃহিনীরা সংসারের কাজ কর্ম সেরে অনেকটা বসে থাকে । তাই আমার মতে তারা যদি এই ফরেক্স ঐ অবসর সময়ে করে তাহলে অনেকটাা আয় করতে পারে এই ফেরেক্স মার্কেট থেকে।
-
আসলে ফরেক্স সবার জন্য উম্মুক্ত ফরেক্স শুধু পুরুষ বা গৃহিনী এটা এমন নয় এটা যে কোন বয়স এমনকি ছাত্র ছাত্রী, বৃদ্ধ, অবসর প্রাপ্ত অভিবাবগ বা পরিবারের যে কোন মেয়ে সদস্য বা গৃহিনি ফরেক্স ট্রেড করতে পারে তবে সবার আগে এই সমন্ধে বিস্তারিত জানতে হবে তা না হলে অনেক লস করতে হবে।