-
আমরা ফরেক্স মার্কেটে যারা ট্রেড করি তারা অনেকেই আছে যে আমরা অনেক বড় বড় পেয়ারে ট্রেড নিয়ে থাকে। আসলে আমরা যদি খুব অল্প পেয়ারে ট্রেড করি তাহলে আমরা হয়তো বা লালে লাল হতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আমরা বেশি বেশি পেয়ারে ট্রেড করার চেষ্টা করি এখানে আমাদের লস হয়। কারণ সব দিকে আমরা মনযোগ দিতে পারিনা।আমাদের উচিত অল্পসংখ্যক পেয়ারে ট্রেড নেওয়া। এবং যে সকল পেয়ারে পেয়ারেড অনেক কম সেগুলোতে আমাদের ট্রেড নেয়া উচিত। তাহলে আমরা হয়তোবা সফল হতে পারব এবং আমাদের একাউন্টটা ও সুরক্ষিত থাকবে।
-
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এখানে প্রতিদিন হাজার মানুষ ট্রেড করছে তাই একানে কুভ সাবধানে আপনার ট্রেড করতে হবে এবং প্রবেশ করতে হবে এবং এনালাইছিস করতে হবে খুভ বেভে চিন্তা করে তাই অনেক বেশি পেয়ারে এনালাইছিস করতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে জেতে পারে তাই খুভ আল্প কিছু পেয়ার নিয়ে এনালাসিছ করলে ভাল হয়।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনাকে দুইটা পেয়ার সম্পর্কে ভালভাবে জানতে হবে, যেমন এটা কি কারনে ফল করছে বা কি কারনে একটার কারনে অন্যটা ইফেক্ট হচ্ছে এইসব কিছু খেয়াল অবশ্যই রাখতে হবে।
-
ফরেক্স এ আমি প্রায় কম আর বেশী অনেক গুলো পেয়ার এ মার্কেট এনালাইসিস করে ট্রেড করে থাকি। আমি যে কোন পেয়ার এ মার্কেট এনালাসিস করে যখন ট্রেড করার মত অনুকূল পজিশন দেখি তখণই আমি ট্রেড করে প্রফিট করার চেষ্টা করে থাকি। তবে আমার কিছু কমন পেয়ার আছে যেগুলোতে আমি প্রতিদিন ই মার্কেট এনালাইসিস করে থাকি তা হল euro/usd, gbp/usd, jpy/usd, aud/usd এই পেয়ার গুলো আমি প্রতিদিন ই এনালাইসিস করে ট্রেড করে প্রফিট করার চেষ্টা করে থাকি।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ার আছে যেমন ঈউরো/ঈউ এস ডি,ঈউ এস ডি/জাপান ঈত্যাদি । এখন আমার প্রশ্নো হল একজন ট্রেডর কি সব পেয়ারের উপর এনালাঈসিস করবে নাকি যেকোন একটি পেয়ারে তার এনালাঈসিস করবে।দয়া করে অভজ্ঞ ট্রেডারা পোষ্ট করুন।
-
কয়টা পেয়ারে এনালাইসিস করার নিরাপদ এটা সম্পর্কে আপনাকে আমি খুব ভালো একটা ধারণা দিতে পারবো না। তবে আমি মনে করি আপনি যে কারেন্সি পেয়ারের ট্রেড করবেন সেটা কে ভালোভাবে এ্যানালাইসিস করার মাধ্যমে আপনি যদি ট্রেড নিতে পারেন। এবং আপনি যদি মূল পয়েন্টে একটা ট্রেড করতে পারেন তাহলে প্রফিট করতে সক্ষম হবেন।এটা আপনার মাথায় রেখেই আপনার সে সম্পর্কে ধারণা নিয়ে মার্কেটে এনালাইসিস করার পরে আপনার একটা ট্রেড নেওয়া উচিত তাহলে আপনার সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
-
লক্ষ্য করলে দেখা যাবে সব পেয়ারের স্প্রেড এক নয়। কিছু পেয়ারের স্প্রেড অনেক বেশি। আবার কিছু পেয়ার আছে যাদের মুভমেন্ট খুব এলোমেলো ফলে তাদের নিয়ে এনালাসিস করা অনেক কষ্টসাধ্য। আমাদের উচিত যেসব পেয়ারের স্প্রেড কম এবং মুভমেন্ট মোটামুটি স্বাভাবিক। ট্রেড করার জন্য সাধারন ভাবে ২ বা ৩ টা নিয়ে ট্রেড করা যেতে পারে।তবে এনালাইসিস করার জন্য অই সব পেয়ার নেওয়া উচিত যাদের স্প্রিড কম থাকে তাহলে লস কম হওয়ার সম্ভাবনা থাকে।বেশি পেয়ার নিয়ে কাজ করলে এনালাইসিসের সময় মনে রাখা কস্ট সাধ্য।
-
ফরেক্স মার্কেটে পেয়ার নির্বাচন একটি গুরুত্ব বিষয়, একগাদা পেয়ার নিয়ে এনালাইসিস করা একটু কঠিন এবং অগোছালো হয়ে পড়ে।কম স্প্রেডের সর্বোচ্চ দুটি পেয়ার নির্বাচন করে ট্রেড করাটা উচিত বলে আমি মনে করি।এক্ষেত্রে এনালাইসিস করাটা অনেক সহজ হয়। বেশি বেশি পেয়ার নিয়ে এনালাইসিস করার চেয়ে একটি বা দুটি পেয়ার নিয়ে এনালাইসিস করে ট্রেড করলে ভাল ফল আসবে বলে মনে করি।এনালাইসিসটা আমাদের স্ট্রাটেজির উপর নির্ভর করে।যার যেরকম স্ট্রাটেজি সে ঠিক সেরকম করে এনালাইসিস করে থাকে।যেমন কেউ যদি পেয়ার এনালাইসির মাধ্যমে ট্রেড করে থাকে তাহলে সে পেয়ার এনালাইসিস করে।আর যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করে তারা সেটাই করে।এছাড়া আমি পেয়ার এনালাইসিসের সময় eur/usd,gbp/usd,aud/usd এবং usd/cadবেশি দেখি।
-
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন।আর তা ছারা সবগুলো আমাদের দ্বারা এনালাইসিস করা সম্ভব না।তাই আপনি দুইটা কি তিনটা পেয়ারে ট্রেড করতে পারেন তা আবার মার্কেট বুঝে পেয়ার সিলেক্ট করতে হবে তা না হলে আপনি অনেক ক্ষতি করতে পারেন।আমি সব সময় ইউড়ো ইউ এস ডি তে এনালাইসিস করি কিন্তু আজ কে দেখলাম এখানে আমি সফল না।তাই আমি আজকে এনালাইসিস করি আর লাভ করি।আমার দেখামতে অনেকেই অনেক বেশী সংখ্যক পেয়ার নিয়ে এনালাইসিস করে থাকে।আমার মতে যেটা মোটেই উচিত নয়।কারন আপনার ফোকাস যখন অনেকগুলো পেয়ারের উপর থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনি কোন পেয়ার থেকেই ভালো ফল পাবেন না।তাই আমার মতে ৩-৪ টা পেয়ার নিয়ে এনালাইসিস করুন ভালোভাবে এনালাইসিস করুন।আমার পছন্দের পেয়ারগুলো হল ইউরো-ইউএসডি,জেবিপি-ইউএসডি,ইউএসডি-জেপিওইয়াই।
-
ফরেক্স মার্কেটে আপনি কয়টা পিয়ারে এনালাইসিস করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর।তবে ফরেক্স মার্কেটে আমরা একটি কমন ভুল সবাই করি।প্রতিদিন ট্রেড করার জন্য একাধিক পিয়ারেট্রেড করে থাকি।যা অভার ট্রেড এর মধ্যে পরে।আমাদের উচিত ফরেক্স মার্কেটে একটা বা দুটো পিয়ারে এনালাইসিস করা এবং সেই অনুযায়ী ট্রেড করা।এতে করে অভার ট্রেডের হাত থেকে আমরা রক্ষা পাবো।
-
ফরেক্স মার্কেট এ আমরা যারা ট্রেড করে থাকি তারা একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ফরেক্স মার্কেট এ অনেক গুলো পিয়ার রয়েসে ট্রেড এর জন্য তাদের মধ্যে অনেক পিয়ার আসে যাদের কিনা স্প্রেড অনেক বেশি আমাদের বুদ্ধিমানের কাজ হবে কম স্প্রেড এর যে সকল পিয়ার আসে সুধু তাদের কে নিয়ে এনালাইসিস করা এবং ওই সকল পিয়ার এই ট্রেড করা কেননা সব পিয়ার এ এনালাইসিস করা সম্ভব ও নয় আবার তা মনে রাখা ও অনেক বেশি কষ্ট সাধ্য বেপার