-
আমার মতে ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডার অতি লোভের কারনে বেশী লসের সম্মুখীন হয়। এছাড়াও আমি মনে করি অপরিকল্পিত ট্রেডিং ও লসের অন্যতম একটি কারন। যার প্রবনতা নতুনদের মাঝে বেশী দেখা যায়। তাই আমি বলব লস মুক্ত ট্রেড করতে চাইলে আগে ভালো ভাবে পরিকল্পনা করা উচিং। অথ্যাৎ এন্যালাইসিস গুলো সঠিক ভাবে করা ও ট্রেন্ডলাইন ভালোভাবে বুঝা ইত্যাদী।
-
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন, সকলে অনেক ভাল মন্তব্য করেছেন। মার্কেট লস অথবা লাভ অনেক কারনে হয়ে থাকে যেমন
১. মার্কেট এর অবস্তা না বুজে ট্রেড করা।
২. এনালাইসিস না করা ( ফানডামেন্টালি এবং টেকনিক্যালি মার্কেট বিশ্লেষন না করা)।
৩. তাড়াহুরো করে ট্রেড করা।
৪. অতিরিক্ত লাভ আশা করা ।
-
হা ফরেক্স যেমন লস আছে তেমন লস ও আছ কিন্তু যে কোন ব্যাবসা বুসতে সময় লাগে তাই ফরেক্সে লস হয়ার কারণ হলো ফরেক্সে এখনো অভিজ্ঞতা কম আছে কারণ অভিজ্ঞতা কম হইলে ফরেক্স টিকে থাকা খুবিই জটিল হয়ে পড়ে তাই ফরেক্স লস এড়াতে আপনার ট্রেডিং এর ভুল গুলো খুজে দেখুন।
-
আমরা যখন লস করি তখন তা আমারা নিজেদের দোষেই করে থাকি। হয় আমরা ভুল ট্রেড ওপেন করি না হয় অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করি। অথবা নিজেকে নিজে কন্টোল করতে না পেরে লোভ করে ট্রেড ওপেন করি। তাই আগে নিজের উপর কন্টোল আনুন। মার্কেট এ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারলে আপনার লসের সম্ভাবনা কম থাকে।
-
লস করার পিছনে অনেক কারন বিদ্যমান আছে তার মধ্যে অন্যতম কিছু কারন আমি তুলে ধরছি সেটা হল নির্দিষ্ট স্থান থেকে ট্রেড না করা অর্থাৎ সাপোর্ট এবং রেজিষ্টান না মেনে ট্রেড করা, ট্রেড শুরু করার আগে বড় কোন নিউজ আছে কিনা সেটা খেয়াল না করা, স্টপ লস ব্যবহার না করা, শুরুতেই ফরেক্সকে পেশা হিসাবে গ্রহন করা, বড় লটে ট্রেড করা, টেকনিক্যাল এ্যানালিসিস ফলো না করা, ইত্যাদি ছাড়াও আরও অনেক কারন না মানার কারনে আমরা প্রতিনিয়ত লস করে নিজের পকেটের টাকা নষ্ট করছি। মনে রাখবেন ডেমো প্রাকটিস ৬ মাস করার পরে ট্রেড শুরু করবেন তাহলে লসের সম্মুখিন কিছুটা কম হবেন।
-
ফরেক্স মার্কেটে লস করার অনেক কারণ রয়েছে। যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা না নিয়ে ট্রেড করবেন । মার্কেট এনালাইসিস না করে শুধু লাভবান হবার চিন্তা করে ট্রেড এর পর ট্রেড করে যাবেন তখন লস হওয়াটাই অতি স্বভাবিক। ফরেক্স এ ট্রেড করার আগে ডেমোতে অনেক প্রেক্টিস করে নিতে হবে।
-
আমরা অনেক লস করে থাকি এর প্রধান কারন হল আমরা না বুঝে ট্রেড করি যে কোণ সময় মার্কেট এ মুভ মেন্ট ঘটতে পারে এ জন্য আমাদের কে নিউজ ট্রেড সম্পর্কে ধারনা নিতে হবে ধারনা না থাকলে আমরা এখানে থেকে কোন লাভ করতে পারব না ।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ লস করার কয়েকটি কারণ আছে। এর মধ্যে প্রথম হলো ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডার অতি লোভের কারনে বেশী লসের সম্মুখীন হয়। দ্বিতীয়ত আমি মনে করি এখানে অপরিকল্পিত ট্রেডিং ও লসের অন্যতম একটি কারন। আর বিশেষ করে যার প্রবনতা নতুনদের মাঝে বেশী দেখা যায়। আর তাই আমি বলব লস মুক্ত ট্রেড করতে চাইলে আগে ভালো ভাবে পরিকল্পনা করে ট্রেড করেন । অর্থাৎ এন্যালাইসিস গুলো সঠিক ভাবে করা ও ট্রেডলাইন ভালোভাবে বুঝা ইত্যাদী।
-
কথায় আছে লোভে পাপ পাপে ম্রিত্তু।তাহলে ফরেক্স মার্কেটে আপনি লস করতে পারেন তখনি যখন আপনার কাজের দক্ষতা থাকবেনা অথবা আপনি লোভে পড়লে।ধরেন আপনি এক সময় অনেক টাকা ইনকাম করছেন।আপনি আবার বসে আছেন যে আর একটু ইনকাম করবেন তার মানে আপনি লোভে পরেছএন।
-
যারা নতুন তারা বেশির ভাগ ট্রেডার নিজেদের কে তাড়া-তাড়ি লাভ করার জন্য আমরা বেশির ভাগ ট্রেডার অধিক প্ররিমানের ঝুকি নিয়ে বেশি লডের ট্রেড দিয়ে থাকার কারনে এবং ভাল করে মার্কেট না বুঝে টডে করে থাকার কারনে ফরেক্স মার্কেটে লস হয় ।