আমার মতে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না । আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে
Printable View
আমার মতে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না । আপনাকে ইন্ডিকেটরের পাশাপাশি অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে
চার্টে দুই থেকে তিনটার বেশি ইন্ডিকেটর না রাখাই ভালো। যত বেশ্বী ইন্ডিকেটর ততই ঝামেলা সৃষ্টি হয় ট্রেড করতে গেলে। কারন একেক ইন্ডীকেটর একেক ভাবে কাজ্ করে। একই বিভিন্ন ইন্ডকেটর ভিন্ন ভিন্ন সিগ্নাল প্রদান করে। তাই আমাদের কম ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।
ব্যক্তিগতভাবে বলতে গেলে ইন্ডিকেটর ব্যবহার করতে আমি পছন্দ করি না কারন আমার মনে হয় ইন্ডিকেটর চলে মার্কেট এর গতি মতই , আমি ইন্ডিকেটর দেখে কিছু বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি কিন্তু কোন উপকারে আসে না, অনেকে দেখি টাকা দিয়ে কিনে ইন্ডিকেটর ব্যবহার করে, আমি সেগুলাও ট্রাই করেছি কিন্তু ভাল লাগে নাই, ইন্ডিকেটর নির্ভর হউয়া মোটেই উচিত নয় এবং কখনই ইন্ডিকেটর কে ১০০% বিশ্বাসযোগ্য মনে করে ট্রেড দেওয়া উচিৎ নয়।
ইনডিকেটর এর ওপর নির্ভর করে অনেকেই লসের সম্মুখীন হয়েছে।তাই আমাদের ইনডিকেটর এর ওপর অত বেশি নিভর করা উচিত না।আমাদের মার্কেট অ্যানালাইসিস ভালো ভাবে জানা উচিত এবং তার উপর ভিত্তি করে ট্রেড করা উচিত তাহলে আপনাকে লসের সম্মুখীন হতে হবে না।
আমি মনে করি আপনি যদি দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হন তাহলে আপনার জন্য ইন্ডিকেটর ব্যবহার সবচেয়ে উত্তম বলে মনে হবে। কেননা আমার মতে ইন্ডিকেটর ব্যবহার করেই ট্রেড করা উচিত। কারণ এতে করে মার্কেটের টেকনিক্যাল এনালাইসিসগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়। আর আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করতে পারেন তাহলে আপনার লসের পরিমাণ অনেক কম হবে বলে আমার বিশ্বাস।
ইডিকেটর নির্ভর হওয়া ভাল। কারন এটা একটা দরকারি টুল। ব্যাবশাও ফরেক্স বিজনেসে একটি লাইফ টাইম বিজনেস। আমার কখনোই মনে হয় না যে এই বিজনেসে কখন থেমে যাবে। একটু লাভজনক বিজনেসে কখনোই থেমে যায় না। আর যতদিন সারা বিশ্বে মুদ্রা লেনদেন থাকবে ততদিন ফরেক্স বিজনেস চলতে থাকবে। যদি আপনি মনে করেন ফরেক্স লাইফ টাইম ব্যবসা তাহলে আপনি ঠিক পত ই বেছে নিয়েছেন।
আমার মতে আপনি ১০০% এন্ডিকেটর এর উপর নিবরশীল হওয়া উচিত নয়। আপনি একএকটি এন্ডিকেটর এর উপর ৫% আশা রাখতে পারেন। তবে আপনি এন্ডিকেটর এর পাশাপাশি কেন্ডেল এনালাইসিস করতে পারেন শাতে ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে পারেন।
ফরেক্স মার্কেট এমনি একটি জায়গা যেখানে কখন কি ঘটবে তা আগে থেকে জানা যায় না ধারনা করা যায় , আর বিভিন্ন ইন্ডেকেটর আমাদের মার্কেট সম্পর্কে কিছু ধারনা দিতে পারে কিন্তু একেবারে 100% সটিক তথ্য দিতে পারেনা , এজন্য ফরেক্স সম্পর্কে নিজেকে বাল করে শিখতে হবে ।ইন্ডেকেটর এর উপর নিরর্ভরশীল হওয়া ভাল না ।
একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা তাহলে ট্রেড লস হবে অনেক বেশি পরিমানে আমরা ট্রেড এর জন্য মেতা ট্রেদার এর যে সকল ডিফল্ট ইন্ডিকেটর আসে তা বেবহার করতে পারি কেননা ত্রিরিও পক্ষের যে কোনো ইন্ডিকেটর ই আমের জন্য খারাপ ফল বয়ে আনতে হবে আর দক্ষ ট্রেদার রা ইন্ডিকেটর বেবহার কম করে
ইন্ডিকেটর ব্যবহার করতে আমি পছন্দ করি না কারন আমার মনে হয় ইন্ডিকেটর চলে মার্কেট এর গতি মতই , আমি ইন্ডিকেটর দেখে কিছু বুঝি না, মাঝে মাঝে কিছু বুঝি কিন্তু কোন উপকারে আসে না, অনেকে দেখি টাকা দিয়ে কিনে ইন্ডিকেটর ব্যবহার করে, আমি সেগুলাও ট্রাই করেছি কিন্তু ভাল লাগে নাই, ইন্ডিকেটর নির্ভর হউয়া মোটেই উচিত নয় এবং কখনই ইন্ডিকেটর কে ১০০% বিশ্বাসযোগ্য মনে করে ট্রেড দেওয়া উচিত নয়।