-
আসলে ফরেক্স মার্কেট ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই আপনি যেকোনো সময় ফরেক্স মার্কেটে ত্রেড করতে পারেন আর হ্যাঁ আমি রাতে ত্রেড করি কারণ রাতে ট্রেড করলে আম্নি ফরেক্স মার্কেট খুব ভালো করে এনালাইসিস করতে পারি এতে আমার খুব সুবিধা হয় রাতে ট্রেড করলে ফরেক্স মার্কেটে অনেকই রাতে ট্রেড করে তবে এর জন্য মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকা দরকার
-
আমি কখন রাতে ট্রেড করি না কারন রাতে ঘুম আসে এবং তখন ভাল ভাবে এনালাইসিস করা যায় না। আমার মনে হয় ট্রেদ করার জন্য সব ছেয়ে ভাল সময় হল বিকাল বেলা আমরা যদি বিকালে মাথা থান্দা করে ট্রেদ করি তাহলে আমাদের লস কম হবে এবং আমরা ঠিক মত ট্রেড করে ইঙ্কাম করতে পারব।
-
আমি ফরেক্স মার্কেটে রাতে ট্রেড করিনা কারন ফরেক্স মার্কেট রাতে বেশি মুভ করে না রাতের বেলায় মার্কেট মুভ কমে যায় আর ট্রেড করে লাভ করা যায় না মার্কেট যদি মুভমেন্ট না থাকে তাহলে সেই মার্কেট ট্রেড করে লাভ করা যায় না।
-
রাতেই কাজ করি কারন আমি একজন চাকুরিজীবি মানুয় তাই আমি রাতে সময় পাই আর সেই সময় টুকো আমি ফরেক্স এর ফোরামে ব্যায় করে থাকি। তাই রাতে আমি ফোরাম করে থাকি। আমি ফোরামে নতুন এবং আমি এর থেকে সাফ্যলতা আনবো বলে আমি মনে করি তাই আমি এটিতে অনেক সময় ব্যায় করে থাকি।
-
হা ভাই আমি রাতে দিনে উভয় সময় ট্রেড করি ,যখন সময় পাই তখন ট্রেড করি তবে বেশির ভাগ সময় রাতে ট্রেড করি কারন মাদরাসার শিক্ষতার পাশাপাশি আমাকে ট্রেড শিখিতে হয়।
-
ট্রেডারের আবার রাত দিন কি। আপনার সিস্টেম যখন আপনাকে ট্রেড করতে বলবে সেটাই আপনার ট্রেডিং টাইম। এখানে রাতে ট্রেড করা বা দিনে ট্রেড করা বলে কোন শব্দ নেই। তবে আমি পছন্দ করি অভারলেপিং সেশনে ট্রেড করতে। কেননা ঐ সময় মার্কেট এ ভোলাটিলিটি অনেক বেশি থাকে এবং শর্ট টার্ম ট্রেডিং ভাল ফল পাওয়া যায়।
-
হে। আমি রাতে ট্রেড করে থাকি। কারণ সকালে আমি আমার চাকরি নিয়ে বেস্ত থাকি তাই সকালে আমি ফরেক্স ট্রেড করতে পারিনা। রাতে আমার কোন কাজ থাকেনা তাই আমি রাতে ট্রেড করে থাকি।
-
রাতেই কাজ করি কারন আমি একজন চাকুরিজীবি মানুয় তাই আমি রাতে সময় পাই আর সেই সময় টুকো আমি ফরেক্স এর ফোরামে ব্যায় করে থাকি। তাই রাতে আমি ফোরাম করে থাকি। আমি ফোরামে নতুন এবং আমি এর থেকে সাফ্যলতা আনবো বলে আমি মনে করি তাই আমি এটিতে অনেক সময় ব্যায় করে থাকি।
-
আমি রাতে ট্রেড করি কারন আমি একজন ছাত্র। সারা দিন কলেজ থাকি তার পরে বিকালে পরতে যাই তাই দিনের বেলা ট্রেড করতে পারি না। রাতে ট্রেড করে অনেক সুবিধ। রাতে তিনটার পর এক ঘণ্টা মার্কেট বন্ধ থাকে তার পর আবার চালু হই । ১২ টা পর্যন্ত বুঝেশুনে ট্রেড করতে হই কারন এই সময়ই মার্কেট অনেক নিচে নই উপরে থাকে।
-
ফরেক্স মার্কেট এ আমরা যেকোনো সময় ট্রেড করতে পারি। ছাই তা রাত হোক বা দিন হোক।তবে ফরেক্স মার্কেট যখন খোলা হই তখন যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে হইত আমরা প্রপিট করতে পারব।আমি ফরেক্স মার্কেট যেকোনো সময় ট্রেড করি। তবে আমার কাছে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য রাতেই ভাল লাগে। তাই আমি অনেক সময় ফরেক্স মার্কেট এ রাতে ট্রেড করি। রাতে আমরা ঠাণ্ডা মাথাই ট্রেড করতে পারি এবং প্রপিট করতে পারি।