ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় এখন অভিজ্ঞতা হচ্ছে আর আমি ডেমো করি যেটার পুরটাই আমার জন্য শেক্ষনিও । আমি এটা ভাল ভাবে শিখে তারপর আমি রিএয়াল ট্রেড করব।
Printable View
ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় এখন অভিজ্ঞতা হচ্ছে আর আমি ডেমো করি যেটার পুরটাই আমার জন্য শেক্ষনিও । আমি এটা ভাল ভাবে শিখে তারপর আমি রিএয়াল ট্রেড করব।
পনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে আমরা কাজ করব এ্যানালাইসসি কর তাহলেই আমরা লাভবান হত পারব ।
আসলে ফরেক্স ব্যাবসায় আমার তেমন বেশি অভিজ্ঞতা নেয় । আমি শুধু আমার এক বড় ভাইযের কাজ থেকে শিখেছি। তাতে আমি তেমন ভাল ফল পাই না। তাই আমি মনেকরি ফরেক্স ব্যাবসা করার আগে ভাল করে শিখে করা উচিত।
আপনার বড় ভাই আপনার হাতে ভিক্ষুকের থালাটি হাতে ধরিয়ে দিয়েছ। আগে দেখতে হবে যে, আপনার বড়ভাই সফল কি না । ফরেক্ষ ব্যবসায় ক্ষতিগ্রস্থদের সংখ্যাই অনেক বেশি। আপনি যদি আপনাকে নিয়ে কনফউজ থাকেন তবে আরো তিন বা চার বছর ডেমো একাউন্টে ট্রেড করতে পারেন। ফরেক্স কোন টাকা বানানোর মেশিন না হলেও দক্ষ হলে ফরেক্স আপনার কাছে অনেকটা টাকা বানানোর মেশিনের মতোই লাগবে।
ফরেক্স খুব ভাল ব্যবসা এই জন্য ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে সকলের মাঝে অবস্থান করে আছে । আমি ফরেক্স ব্যবসায় নতুন । কিন্তু আমি নতুন হলেও ফরেক্স ব্যবসা থেকে মোটা মুটি ভালি প্রফিট করতে পারি । এই জন্য তো ফরেক্স ব্যবসাকে আমি এতো ভাল বাসি । আমি বলতে পারি যে এখন ফরেক্স ব্যবসা সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব কম ও নয় আবার অনেক বেশি ও নয় ।
আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে । ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা একান্ত জরুরি । কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে ট্রেডিং / অভিজ্ঞতা অর্জন করতে হবে । আর ফরেক্স ব্যবসা সম্পর্কে যখন আপনি অভিজ্ঞতা লাভ করতে পারবেন তখন আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন ।
ফরেক্স এ আমার অভিজ্ঞতা হলো এটি একটি ধর্য্যশীল ব্যবসা। এখানে তারাহুরা করে কিছু করা যায় না। তারাহুরা করে প্রফিট করা যায় না। প্রফিট করতে হলএ আমাদের অপেক্ষা করতে হবে। মার্কেট আমরা আমাদের ইচ্ছা মত মুভ করাতে পারব না।
ফরেক্স মার্কেট এ আমার অভিজ্ঞতা হলো আমি যত প্র্যাক্টিস করব তত আমার ভালো। প্রায়ক্টিস ছাড়া আমরা মার্কেট এ এক্সপার্ট হতে পারব না। আপনি নিজেই বুঝতে পারবেন যখন ডেমতে একাধিক বার লস করবেন তখন।
ফরেক্স ব্যাবসা আমাদের দেশের শিক্ষিত বেকারদের জন্য এক বিশাল কর্মসংস্হান৷সারা বিশ্বব্যাপী স্বাধীন ব্যাবসা যেখানে যে কেউই যেকোনোও সময় ট্রেড করতে পারবে৷এখানে প্রতিদিন 5 ট্রিলিয়ন usd লেনদেন হচ্ছে৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷
কোনো সময়ই নিজের সুনাম করা ভাল না । তার কর ও আমি বলি একটু পরিবর্তন হোয়েছে ।