-
ফরেক্স ব্যবসা সর্ম্পকে সম্যক ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে ফরেক্সে ডেমো এ্যাকাউন্ট খুলতে হবে । আমরা ধৈর্য্যের সহিতি ডেমো ব্যবসা করতে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব। ফরেক্স মার্কেটে বিশ্বের যে কোন মানুষই অংশগ্রহণ করতে পারবে যার ফলে ফরেক্স মার্কেটটা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আর ফরেক্স থেকে আপনি ভাল জ্ঞান অর্জন করতে পারলে আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে পারবে।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স বিষয় এ ভাল করে পড়াশুনা করতে হবে ভাল করে ট্রেড শিখতে হবে আর আপনি ভাল করে ট্রেড শিখতে গেলে আপনাকে বেশি বেশি করে ডেমোতে ট্রেড করতে হবে। আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি ট্রেড শিখতে পারবেন। ভাল করে ট্রেদ করতে না পারলে আপনি ফরেক্স এ লস করবেন।ফরেক্স বর্তমান সময়ের একটা সবচেয়ে সম্ভাবনাময় মার্কেট প্লেস । আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে সফল হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্র করতে হবে । কেননা সফলতার জন্য পরিশ্রম আর চেষ্টার কোন বিকল্প নেই । ফরেক্স ট্রেডিং করার মাধ্যমে একজন ট্রেডার স্বাবলম্বি হতে পারবে এবং সাথে সাথে অনেক বেশি পরিমানে ইনকাম করতে পারবে ।ফরেক্স হলো অান্তর্জাতিক অনলাইন মুদ্রা লেনদেনের ব্যাবসা, ফরেক্স ব্যাবসা করতে হলে অবস্যই ফরেক্স সম্পের্ক ভাল ধারনা থাকতে হবে, শুরুতে ডেমো অ্যাকাউন্ট ভাল ভাবে শিখে নেয়া উচিৎ। ফরেক্স ব্যাবসায় লোভ এবং ভয় কে এরিয়ে যাওয়া একান্ত জরুরি বিষয়।
-
প্রথমে আমি বলব ফোরাম এর দলার দিয়ে ট্রেড আরাম্ভ না করে আগে ডেমো অ্যাকাউন্ট ট্রেড করুন এবং ফরেক্স শম্পরকে ধারনা লাভ করুন, আশলে ফরেক্স ব্যাপ্রতি এতই বিশাল যে কেও আপনাকে একদম প্রাথমিক বিষয় থেকে কেও এই বিষয় নিয়ে আলাপ করত চাইবে না, তাই বিজ দায়েতী আগে প্রাথমিক বিষয় গুল শিখুন, এবং কোন বিষয় না বুঝলে কেবল সে বিশয়ে প্রশ্ন করুন।
-
ফরেক্স ট্রেডিং ধারণা: 1) নিজেকে শিক্ষিত করুন 2) ডেমো অ্যাকাউন্টগুলিতে অনুশীলন করুন 3) একটি ট্রেডিং পরিকল্পনা তৈরি করুন 4) ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়ন করুন 5) অর্থনৈতিক ইভেন্টগুলিতে আপডেট থাকুন 6) প্রযুক্তিগত বিশ্লেষণ সরঞ্জামগুলি ব্যবহার করুন 7) একটি ট্রেডিং জার্নাল বজায় রাখুন 8) ঝুঁকির মূলধন 9 ব্যবহার করুন ) ক্রমাগত শিখুন 10) আবেগ নিয়ন্ত্রণ করুন।
-
ফরেক্স শিখতে আগ্রহী? ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ হতে, ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা বা গাইডলাইন অনুসরন করুন। প্রথমে ফরেক্স শেখার জন্য প্রথমে এই https://www.instaforex.org/bd/register_demo_account লিংক থেকে একটি ডেমো অ্যাকাউন্ট খুলুন। এবং হাতে কলমে ট্রেডিং করার জন্য মেটাট্রেডার ট্রেডিং প্ল্যাটফর্ম ডাউনলোড করে ৬ মাস অুনশীলন করুন।মুলত ডেমো অ্যাকাউন্ট এর প্রধান বৈশিষ্টই হল এই অ্যাকাউন্টের সকল টাকা বা বিনিয়োগ ভার্চুয়াল বা কাল্পনীক। তাই ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে কোন ব্যাক্তি কোনো প্রকার ঝুঁকি ছাড়াই মুদ্রা বাজারে লেনদেন করার অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারবেন। এতে আপনার লাইভ ট্রেডের সময় লোকসান হবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যখন ট্রেডিং শুরু করবেন তখন প্রাথমিক পূজি হিসাবে আমাদের কোন একটি বোনাস অফার গ্রহন করুন।*কিভাবে ট্রেডিং শুরু করবেন এবং ইন্সটাফরেক্স কোম্পানিতে এ কিভাবে একটি নুতন ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়: তার কিছু ভিডিও নিচের লিংক অনুসরন করে দেখুন: https://www.instaforex.org/bd/video-help** ধন্যবাদ
-
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
উদহারণসরুপ, আমেরিকা বা usa এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা uk এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।