আমার মনে হয় পরাসুনার কনো বিকল্প নাই। তবে সুধু পরাসুনা করে বসে থাকলে হবে না তা কাজে লাগাতে হবে। কারন ফরেক্সে শিখার কোন সেস নাই এবং এখানে যত বেসি অভিজ্ঞতা হবে তত বেসি আপনি ভুল ট্রেড এরিয়ে চলতে পারবেন। আপনার লসের পরিমান ও কমে যাবে।
Printable View
আমার মনে হয় পরাসুনার কনো বিকল্প নাই। তবে সুধু পরাসুনা করে বসে থাকলে হবে না তা কাজে লাগাতে হবে। কারন ফরেক্সে শিখার কোন সেস নাই এবং এখানে যত বেসি অভিজ্ঞতা হবে তত বেসি আপনি ভুল ট্রেড এরিয়ে চলতে পারবেন। আপনার লসের পরিমান ও কমে যাবে।
ফরেক্স ট্রেডিং করা জন্য ইন্টারনেট কানেখমান যুক্ত একটি পিসি অথবা স্মার্টফোণ থাকলেই চলবে। তবে প্রফেশনাল ট্রেডার হতে চাইলে ল্যাপটপ থাকলে ভাল হয়। কারন বাংলাদেশের কারেন্ট কখন যায় আর কখন আসে তা ঠিক ফরেক্স মার্কেটের মতই কখন উঠে আর কখন যে নামে তার তোন ঠিক নাই। স্মার্টফোন নাই মামার চেয়েকানা মামা ভাল টাইপের।
ফরেক্স করতে হলে প্রথমে যে জিনিস টা দরকার তা হলো ইচ্ছা শক্তি। তারপর ট্রেড পরিচালনা করার জন্যে কম্পিউটার বা স্মার্ট ফোন আর ইন্টারনেট লাগবে। সফল ভাবে ট্রেড করতে হলে সবার আগে ফরেক্স শিখতে হবে।
ফরেক্স ট্রেডিং করার জন্য প্রয়োজনীয় উপকরন হল একটি কম্পিউটার ঈন্টারনেট সংয়োগ। প্রথমে আপানাকে ফরেক্স সম্বন্ধে জানতে হবে তারপর ডেমো ট্রেড করতে হবে ডেমোতে সফল হলে আপনি রিয়েল ট্রেড শুরূ করতে পারেন।
বেশি কিছু নয় ফরেক্স ট্রেডিং করার জন্য প্রয়োজনীয় উপকরন হল একটি কম্পিউটার ঈন্টারনেট সংয়োগ। প্রথমে আপানাকে ফরেক্স সম্বন্ধে জানতে হবে তারপর ডেমো ট্রেড করতে হবে ডেমোতে সফল হলে আপনি রিয়েল ট্রেড শুরূ করতে পারেন।
ফরেক্স এ ট্রেড করতে হলে একটি পিসি, ইন্টারনেট কানেকশন, মূলধন ও আপনার ফরেক্স সম্পর্কে শিক্ষা ও দক্ষতা প্রয়োজন । তাছাড়া আপনি স্মার্ট ফোন এ ও ফরেক্স ট্রেড করতে পারবেন। ফরেক্স এ যেকেউ বিনিয়োগ করতে পারে । তবে ফরেক্স থেকে মুনাফা অর্জন করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে এই বিষয়ে অনেক লেখাপড়া করতে হবে । আসল ট্রেড করার আগে অনেক দিন ডেমো ট্রেড করতে হবে । ডেমোতে ভালো করতে পারলে আসল ট্র্ডে করা উচিত ।
না ভাই কম্পিউটার ইন্টারনেট বা ইউন্ডোজ মোবাইল থাকলে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু লাভ করতে পারবেন না।লাভ করতে হলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে।তারপর আপনি আয়ের কথা চিন্তা করবে।
আমি মনে করি ফরেক্স ট্রেড করার জন্য আপনাকে ইন্সটাফোড়েক্স থেকে আপনাকে মেটা টেডার ৪ অথবা ৫ নামাতে হবে তারপর আপনার আপনার একাউন্ট নাম্বার দিয়ে ট্রেড ওপেণ করতে হবে তার পর আপনি ট্রেড করতে পারবেন |
অবশ্যই নেট কানেকশন সহ পিসি তো প্রয়োজন আছেই যা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ তা হলো ব্যাপক স্টাাডি করা৷স্টাডির জন্য অবশ্য্ই ভালো কোনো ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷শেখার কোনো বিকল্প নাই৷১০ টা কম্পিউটার থাকলেও কিছুই পারবেন না যদি সঠিক কৌশলগুলো শিখতে না পারেন৷আর লাগবে ধৈর্য্য,একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷
ফরেক্স ট্রেডিং করতে কম্পিঊটার বিষয়ে তেমন জ্ঞান না থাকলেও চলে। কিন্তু ফরেক্স সমম্পর্কে অবশয়ই ভাল জ্ঞান থাকতে হবে। ফরেক্স বিষ্অয়ে ভাল জ্ঞান না থাকলে ভালো কিছু এখান থেকে আশা করা যায় না। আর বিভিন্ন প্যটার্ন নিয়ে স্টাডী করতে হবে।