-
আপনি যখন ফরেক্স মার্কেট এ একা্উন্ট করতে যাবেন সেখানে দুইটি অপশন আছে একটি হচ্ছে সুদযুক্ত একাউন্ট আর একটা হচ্ছে সুদমুক্ত একাউন্ট। যদি আপনি ফরেক্স মার্কেট থেকে সুদ নিতে চান তাহলে সুদ যুক্ত একাউন্ট ক্রিয়েট করবেন। আর যদি সুদ না নিতে চান তাহলে সুদ মুক্ত একাউন্ট খুলে নিবেন। আর সুদ মুক্ত একাউন্ট হচ্ছে আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন হয়তো দেখবে লস খেয়ে গেছেন তখন ট্রেডটা ওপেন করে রেখে দিলেন। আর ওপেন করা ট্রেডটি যদি একদিন অতিবাহিত করে তাহলে আপনি সুদ পাবেন না। আর যদি সুদ যুক্ত একাউন্ট গ্রহণ করেন ঠিক আগের মত করে ট্রেড রেখে দিলেন তাহলে দেখবেন পরের দিন আপনার একাউন্ট এর সাথে আরও কিছু মুনাফা যুক্ত হয়েছে আর সেটাই হচ্ছে সুদযুক্ত একাউন্ট। এভাবে আপনি যদি কোন ট্রেড দিনের পর দিন রেখে দিন তাহলে ক্রমানয়ে আপনার সুদ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সুদ মুক্ত একাউন্টটে এ ধরনের কোন প্রভাব পড়বে না।
-
ফরেক্স মার্কেটে আমরা যেই কারেন্সি নিয়ে আমরা ট্রেড করি সেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ধারা নির্ধারিত বোনাস অথবা কমিসন যা ট্রেদারদের দেয়া হয় বা নেয়া হয়। এখন অধিকাংশ ব্রকারেই যেহেতু সুদ মুক্ত একাউন্ট এর সুবিধা আছে । তাই আমার মতে আপনি যখন ফরেক্স এ একাউন্ট খোলবেন তখন বিশেষ করে ফরেক্স এর নিয়মাবলি দেখো বুঝে এবং শুনে খুলবেন।
-
ফরেক্সের ট্রেড করার সময় হল সোমবার হতে শুক্রবার সপ্তাহে ০৫ দিনের ২৪ ঘন্টা। তাই এখানে আমরা এই সময়ের মধ্যে যে যার সুবিধা মত সময়ে ট্রেড করে থাকি। এখানে কেউ ইচ্ছে করলে সারাদিন সময় দিয়ে কাজ করে ভাল প্রফিট করতে পারে।
-
ফরেক্স দুই ধরেনের রই একাউন্ট আছে। ফরেক্স আমাদের মুসলিমদের জন্য সুদ খাওয়া হারাম তাই আমাদের দেখে সুদ মুক্ত ফরেক্স করতে হবে। এইটা ফরেক্স এর একটি ভাল দিক যে সুদ ছাড়াও ফরেক্স এ আলাদা একাউন্ট আছে।
-
সুদ মুক্ত একাউন্ট হল এখানে সুদ ছাড়া ট্রেড করার একাউনট আপনি চাইলে সুদ সহ করতে পারেন কিন্তু সুদত মুক্ত ট্রেড করা সকলের কাম্য কারন আমরা মুসলমান জাতি আমাদের জন্য সুদ খাওয়া হারাম তাই আমাদের কে সুদ বর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
-
ইসলামে সুদ হারাম। আর ফরেক্স সবার জন্য ই উন্মুক্ত । এখানে তাই ইসলামিক বিষয় চিন্তা করে সুদ মুক্ত মানে ইসলামিক ভাবে বিজনেসের ব্যবস্থা ও রাখা হয়েছে । আপনি যখন একাউন্ট ওপেন করবেন তখন এটা সিলেক্ট করে দিতে হবে।
-
সুদ হলো যেই কারেন্সি নিয়ে আমরা ট্রেড করি সেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ধারা নির্ধারিত বোনাস অথবা কমিসন যা ট্রেদারদের দেয়া হয় বা নেয়া হয়। এখন অধিকাংশ ব্রকারেই যেহেতু সুদ মুক্ত একাউন্ট এর সুবিধা আছে তাই আমাদের এই সুযোগটা নেয়া উচিৎ অর্থ্যাৎ সুদমুক্ত একাউন্ট খোলা উচিৎ।
-
ভাই ফরেক্স মার্কেটে ২ ধরণের অ্যাকাউন্ট এর প্রচলন আছে । একটা হল সুদযুক্ত এবং অন্যটা হল সুদমুক্ত । ফরেক্স এর ভাষায় একে বলে Swap যুক্ত অ্যাকাউন্ট এবং Swap Free অ্যাকাউন্ট । আপনি যদি সুদমুক্ত অ্যাকাউন্ট করতে চান সেইখেত্রে আপনাকে Swap Free অ্যাকাউন্ট করতে হবে । অনেক ব্রোকার আসলে Swap Free অ্যাকাউন্ট কে Islamic অ্যাকাউন্ট নামেও বলে থাকে । আমি মনে করি আমাদের মুসলিমদের জন্য সবার Swap Free অ্যাকাউন্ট করা উচিত ।
-
swap free মানে হল সুদ ফ্রী আপনার অ্যাকাউন্ট আপনি যদি সুদ মুক্ত অ্যাকাউন্ট চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় সোআপ ফ্রী তে টিক মার্ক দিবেন এতে করে আপনার অ্যাকাউন্ট সয়াপ ফ্রী হবে আর আমরা যারা মুসলমান তারা সব সময় সয়াপ ফ্রী অ্যাকাউন্ট ওপেন করি যা আমাদের জন্য অনেক ভাল
-
আপনার ফরেক্স একাউন্ট সুদ মুক্ত নাকি সুদ যুক্ত সেটা একান্তই নির্ভর করে যখন আপনি আপনার একাউন্ট খোলেন তখনই । ফরেক্স মার্কেটে যখন একটি একাউন্ট খোলা হয় তখন সেখানে দুই ধরনের পদ্ধতি দেওয়া থাকে । একটি হলো সুদ যুক্ত একাউন্ট পদ্ধতি এবং অন্যটি হলো সুদ মুক্ত একাউন্ট পদ্ধতি । এখন আপনি যদি সবকিছু জেনে বুঝে নির্বোধের মতো একাউন্ট খুলে থাকেন তাহলে অবশ্যই আপনার একাউন্ট সুদ যুক্ত হয়ে থাকবে । তাই আমাদের উচিত সবসময় যেকোনো জিনিস জেনে বুঝে এবং ভালো কি মন্দ সেটা পগে তারপর সেই কাজ করা । তাহলে আমরা সবসময়ই জয়ী হবো,, ধন্যবাদ ।