হারানো ব্যালেন্স কখনো পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবে ব্যালেন্স হারানোর সঠিক কারণ বের করে নতুন উদ্যমে কাজ শুরু করলে নতুন করে ব্যালেন্স তৈরি করা সম্ভব।
Printable View
হারানো ব্যালেন্স কখনো পুনরুদ্ধার করা সম্ভব নয়। তবে ব্যালেন্স হারানোর সঠিক কারণ বের করে নতুন উদ্যমে কাজ শুরু করলে নতুন করে ব্যালেন্স তৈরি করা সম্ভব।
আপনি যা কষ্ট করে এই মার্কেট থেকে অর্জন করবেন তা কিন্তু একবার হারালে সহজেই উদ্ধার করা কঠিন হয়ে যায়। কথায় বলে না এক বার যেটা চলে যায় সেটা ফিরে পাওয়া কঠিন হয়ে। ঠিক তেমনি ফরেক্স মার্কেটে একবার টাকা চলে গেলে সে টাকা ফিরে পাওয়া খুব কঠিন হয়ে যায়। আর ফিরে পেতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।আপনি যদি শক্তভাবে মানি ম্যানেজমেন্ট মেনে চললেন তাহলে কখনোই আপনার ক্যাপিটাল হারাবে না।তবুও কেউ যদি অসাবধানতা ভাবে ক্যাপিটাল হারিয়ে ফেলে তবে তার উচিত আরও ভালোভাবে ফরেক্স শিখে পুনরায় ইনভেস্ট করে ধীরে ধীরে হারানো ক্যাপিটাল ফিরিয়ে আনা।
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০লাভ করতে হবে। আর যদি ৭৫হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই
হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা শুধু কঠিনই নয় বরং হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করতে গেলে আরো বেশী লস করতে হয়। ব্যালেন্স জিরো হওয়ার পরে আমাদের মানসিক অবস্থা এমন হয় আবার ডিপোজিট করে প্রথমেই বেশী লটে এ্যান্ট্রি দিয়ে পূর্বের ক্যাপিটাল উঠাতেই হবে-এজন্য আমরা উঠে পড়ে লেগে যায়। দেখা যায় বেশী লটে ট্রেড করার কারণে মার্কেট যদি বিপরীত হয় তাহলে কিছু সময়ের মধ্যে বর্তমান ব্যালেন্সও জিরো হয়ে যায়। বেশীর ভাগ ক্ষেত্রে সেটাই হয়। আমাদের উচিত ঐ ব্যালেন্স পুনরুদ্ধার না করে বরং আস্তে আস্তে ট্রেড করলে সেটা কভার করা সম্ভব।
হারানো ক্যাপিটাল ফিরিয়ে পাওয়া অনেক কষ্ট সাধ্য।তারপরেও চেষ্টায় আছি দেখা যাক কত দিনের মধ্য হারানো ক্যাপিটাল ফিরাতে পারি।তবে আমি মনে করি যদি ফরেক্স ব্যবসার যাথে লেগে থাকা যায় তাহলে একদিন না একদিন হারানো ক্যাপিটাল ফিরিয়ে পাব ইনশাআল্লাহ।
ফরেক্স ট্রেডিং ব্যবসায় ক্যাপিটাল যদি লসে চলে যায় তাহলে এই ক্যাপিটাল ফিরিয়ে আনা অনেক কঠিন কাজ । কারন ফরেক্স ট্রেডিং ব্যবসায় এত তারা তারি লাভবান হওয়া যায় না। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসা ট্রেডিং করার সময় বুঝে শুলে ট্রেডিং করব যাতে আমাদের মুল ধন হারাতে না হয়।
আপনাদের কাছে কেমন মনে হয় তা আমি জানি না তবে আমার কাছে মনে আপনি যদি আপনার একাউন্ট এর বিরাট একটা অংশ হারিয়ে বসেন তাহলে সেটা কাভার করা যায় কিন্ত সেটা করতেই অনেক সময় লেগে যায় বা অনেক সময় দেখা যায় সেটা আর ফিরিয়ে আনাই যায় না । তাই পুঁজি ফিরিয়ে আনতেই যদি কস্ট হয় তাহলে প্রফিট তো হবেই না বরং একের পর এক ভুল করে করে একাউন্ট টাই জিরো হয়ে যাবে । আর ফিরে পেতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি নিয়মিত মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে ফরেক্স সম্পর্কে কৌশল ও ট্রেডিং আরো দক্ষ হতে হবে তাহলে আপনি একদিন এই থেকে অবশ্যই হারানো ক্যাপিটাল ফিরে পেতে পারবেন।
যখন আপনি একবার বিশাল অঙ্কের লস করে ফেলেন তখন আপনি হতাশ হয়ে যাবেন আর হতাশ হওয়া টা ই স্বাভবিক, আমার ক্ষেত্রে ও একই রকম হত। এই হতাশা নিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। যদি আপনার একাউন্ট এর বিরাট একটা অংশ হারিয়ে বসেন তাহলে সেটা কাভার করা যায় কিন্ত সেটা করতেই অনেক সময় লেগে যায় বা অনেক সময় দেখা যায় সেটা আর ফিরিয়ে আনাই যায় না ।
ভাই হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা খুব কঠিন কোন বিষয় নয় । ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের লস হবেই এবং আমরা মূলধন হারাবো এটা খুব স্বাভাবিক বিষয় । কিন্তু সেই মূলধন রিকভার করা ও কিন্তু কোন কঠিন বিষয় নয় । আসলে আমাদের সবকিছুর মূলে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ।আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ছোট-ছোট লটে ট্রেড করে আমাদের টার্গেট গুলো ফিলাপ করতে পারি তাহলে আমাদের মূলধন আস্তে আস্তে রিকভার হতে থাকবে ।কিন্তু মাথায় রাখবেন কখনো লোভ করে ট্রেডিং করা যাবে না সেটা ট্রেডিং এর জন্য খুবই ক্ষতিকর ।
আমি আমার প্রথম ক্যাপিটাল সম্পূর্ণ হারিয়েছিলাম। কিন্তু সেটাও কখনো পুনরুদ্ধারের চেষ্টা করিনি। ক্যাপিটাল হারানোর পর আমি আবার ওই ব্যালেন্স কি আমার প্রথম ব্যালেন্স মনে করে নতুন করে কাজ শুরু করেছি।