-
ফরেক্স ট্রেডাররা সবাই কমবেশি রোবট সম্পর্কে জানেন এবং কি রোবট ক্রয় করতে বাস্ত হয়ে পরেন বিশেষ করে নতুনরা রোবটের কারণে দক্ষ ট্রেডার না হয়ে একজন জুয়াড়ি ট্রেডারে পরিণত হয় এমন কি একসময় ফরেক্স থেকে বিদায় নিতে হয়, তার মানে আমি বলছি না যে ফরেক্স এ রোবট কাজ করে না, কাজ করে কিন্তু সেটা স্থায়ি হয় না একজন মানুষ তার সমস্থ বিচার বুদ্ধি দিয়ে পরিস্থিতি বুঝে ট্রেড করতে পারে যেটা রোবট পারে না কারণ রোবট একটি প্রোগ্রাম ছাড়া কিছুই না তাই আমি বলব বিশেষ করে নূতনদের রোবটের প্রতি আকৃষ্ট না হওয়াই ভালো।
-
না শমরথন করি না । ভাই আমি নিজের টাকা অন্য কে দিয়া বাবশা করাতে যদি আতই সাছন্দ বধ করি তবে ফরেক্স কেন ? জুয়া কেল্লাই ত হয়। আমি মনে করি আমি নিজে বুজে যদি ত্রাদে করি তবে আমি মার্কেট থেকে শিখতে পারছি । এর এইটাই আমাকে ভবিশতে অনেক ভাল করার সুযোগ দিবে ।
-
রোবট ব্যবহার করে অনেকেই লাভ করেন। কিন্তু এতে তার নিজের কোনো কৃতিত্ব থাকে না। তাছাড়া ধরা খাওয়ারও রিস্ক থাকে। রোবট ব্যবহার করলে মার্কেট এনালাইসিসের জ্ঞান হয়না। নিজে নিজে ট্রেড করতে শেখা যায় না। হয়তো সাময়িক প্রফিট করা যায় কিন্তু দীর্ঘস্থায়ী লাভ হয় না। আমার মতে রোবট ব্যবহার না করে মস্তিষ্ক খাটিয়েই ট্রেড করা উচিত।
-
শত শত যুগের অন্যায় , অবিচার এবং দাসত্ববৃত্তির শৃঙ্খল মোচন করে, আমরা রোবট প্রতিষ্ঠিত করি। যাহা মানব ... যাতে মানবকূলের প্রতি রোবটদের নিরঙ্কুশ আনুগত্য সুনিশ্চিত করা হয়েছে। হীরক খনিটি .... কেহ কেহ একে ২০২০ কে সমর্থন করিতে লাগল- কেন না উহার অহিংস প্রস্তাবে ধ্বংশ হওয়ার সম্ভাবনা কম।
-
ফরেক্স মার্কেটে আজ কাল দেখা জায় অনেক প্রকারের ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স ট্রেড করে আয় করছেন তবে এগুল সাময়িক আমি এই গুল সমরথন করি না কারন সাময়িক কোন কিছু ভাল না তাই ফরেক্স মার্কেটে আমি রবট দিয়ে ট্রেড করা আমি সমরথন করি না।
-
ন।ফরেক্স মার্কেট থেকে অনেকে অনেক ভাবে ফরেক্স ট্রেড করে ফরেক্স মার্কেট হেকে আয় করছে তবে সেগুল সাময়িক ভাবে প্রফিট করা জায় বা আয় করা জায় তাই এই গুল করা আমি পছন্দ করি না বা সমরথন করি না কারন ফরেক্স করতে হবে নিজের অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করা জায়।
-
ফরেক্স মার্কেটে আজকাল অনেকে অনেক ভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করছে তবে কেউয়াবার রোবট ব্যবহার করে ফরেক্স মার্কেট থেকে আয় করছে তবে আমি রোবট দিয়ে ট্রেড করা পছন্ধ করি না কারন ফরেক্স ট্রেড করলে ফরেক্স সম্পর্কে শেখা জায় না অভিজ্ঞগতা অর্জন করা জায় না ।
-
যদি অনেক বেশি মূলধন না থাকে তবে আমি রোবট ব্যবহারকে সাপোর্ট করি না ।আর রোবট ব্যবহারের পূর্বে অবশ্যই ডেমোতে টেস্ট করে নিবেন । বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি রোবট ভাল ফলাফল দেয় না ।তাই রোবট ব্যবহারে সর্তক থাকুন ।
-
না আমি রোবট ব্যবহার কে সমর্থন করি না। রোবট একজন ট্রেডার কে পঙ্গু করে দেয়। রোবট ব্যবহারে একজন ট্রেডার কখনোই সফল ট্রেডারে পরিনত হতে পারে না। অনেক সময় দেখা যায় যে, রোবট ঠিক মত কাজ করে না। যখন রোবট ঠিক মত কাজ করবে না কিংবা রোবট ট্রেডার কে প্রফিট দিতে ব্যর্থ হবে, তখন আপনি ইচ্ছা করলেই ট্রেড করতে পারবে না। কারন- রোবট ব্যবহারে আপনি অলস হয়ে গেছেন। আপনার মার্কেট সম্পর্কে কোন ধারনা থাকবে না।
-
আমি রোবট সমর্থন করিনা। আমর কাছে নিজের অভিজ্ঞাতা ট্রেড করতে ভাল লাগে কারণ যারা রোবট বানাই রোবট দিয়ে তারা অনেক টাকার মালিক হয়ে যেত। তাই আমার কাছে নিজ অভিজ্ঞাতর মাধ্যমে ট্রেড করতে ভাল লাগে।