-
মার্কেট এর উপর যথেষ্ট জ্ঞান থাকলেও আপনি প্রতিদিন নির্দিষ্ট পিপ পবেন এটা বলা খুব কঠিন তবে আপনাকে আপনার পজিশনের জন্য অপেক্ষা করতে হবে। এবং পজিশন যদি পেয়েই যাই তবে আমি প্রতিদিন ২০ পিপ নিতে পারলেই অনেক বেশি খুশি লাগে।প্রতিদিন কত পিপ্স লাভ করবেন এটা নির্দিষ্ট করে রাখা ঠিক নয় এবং ভালো ট্রেডাররা তা কখনো করেন না এটা মার্কেট মুভমেনট উপর নির্ভর করে তাই নিধারিত কোন টার্গেট রাখা ঠিক হবে না।
-
আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না। কারন এটা মার্কেটের উপর নির্ভর করে। মার্কেটের উপর ভিত্তি করে লট সাইজ বাড়িয়ে কিংবা কমিয়ে টার্গেট ফিল করা যায়। মূলত প্রতিদিন ৫০ পিপ্স লাভ করতে পারলেই আমি বেশ খুশি থাকবো। কম হলেও সমস্যা নেই।
-
আপনি প্রতিদিন কত পিপ লাভ করবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং এর উপর । আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি অনেক লাভ করতে পারেন । আমি ফরেক্স মার্কেট আনালাইসিস করে প্রতিদিন ৩০ থেকে ৫০ পিপ লাভ করার চেষ্টা করি । যদি আপনি মানি মানেগ্মেন্ত অনুজাই ট্রেড করেন সা খত্রে আপনি আপনার ভলিউম অনুজায়ি একটি ট্রেড করেন এবং স্টপ লস এবং টেক প্রফিত ব্যবহার করুন । এবং আপনি জত কম পিপ্স টার্গেট করবেন আপনার জনা তত মঙ্গল জনক ।
-
ফরেক্স মার্কেট থেকে এত সহজে ইনকাম করা যায় না। আপনি অনেক জায়গায় দেখা যায় আপনি দিনে কত পিপ্স করতে চান,আপনার কনো লস হবেনা এসব অনেক দেখতে পাওয়া যায়। আমার মনে হয় যে এইসব মিত্যা। পিপস নিব তা অনেকটা নির্ভর করে মার্কেট বর্তমানে কোন পজিশনে আছে। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে আমি অনেক ক্ষেত্রে প্রতিদিন ৫০ পিপস আশা কর।আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে।
-
আপনি অনেক জায়গায় দেখা যায় আপনি দিনে কত পিপ্স করতে চান,আপনার কনো লস হবেনা এসব অনেক দেখতে পাওয়া যায়। আমার একটি লক্ষ্য থাকে যে আমি প্রতিদিন ফরেক্স মার্কট হতে ৫০ পিপস প্রফিট করবো।কিন্তু দেখা যায় কোন দিন ৫০ পিপস এর কম আয় হয় আবার কোন দিন ৫০ পিপস এর বেশি আয় হয় আবার কোন দিন লস হয়।তাই নিশ্চিত করে বলা যাবে না ফরেক্স মার্কেট হতে প্রতিদিন কত পিপস লাভ বা লস করা যাবে।তবে প্রতিদিন ৫০ পিপস করে প্রফিট নেব এটা আমার লক্ষ্য হিসাবে থাকে।
-
বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যবসার নাম ফরেক্স কিন্তু তার বিপরীতে ফরেক্স খুব ঝুকিপূর্ণ একটি ব্যবসায়। এখান থেকে ভালো অর্থ রোজগার করা সম্ভব। ফরেক্স অনেক কঠিন একটা ব্যবসা। এখানে আমার মতে নিদিষ্ট করে লাভ করা কঠিন। কোন দিন হয়ত অনেক ভাল লাভ হবে আবার হয়ত কোনদিন লাভ হবে না। তাই আমার মতে মার্কেট অনুযায়ী লাভের টার্গেট করা উচিত। মার্কেট থেকে জোর করে লাভ করার চেষ্টা না করাই ভাল।
-
ফরেক্স মার্কেট থেকে ইনকাম করার জন্য একটি টার্গেট রাখতে পারেন কি পরিমানে প্রফিট করতে চান সেই পরিমানের প্রফিট করার পরে মার্কেট থেকে চলে আসা অনেক ভাল, আপনি আপনার ডিপোজিট এর ১০% প্রফিট করার চেস্টা করুন প্রতি সপ্তাহে তাহলে কিছু প্রফিট করতে পারবেন,অনেক লাভ হবে।কেউ যদি প্রতিদিন 10 পিপস করে আয় করতে পারে তবে বলব সে পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডার। কেননা প্রতিদিন নিশ্চিত আয় করা অনেক কঠিন একটি বিষয় । যা জানতে ও শিখতে অনেক সময়ের প্রয়োজন। অনেক অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা অনেক কঠিন ব্যাপার।ফরেক্স মার্কেটে আসলে পিপ্স ধরে রাখাটা খুব কটিন একাটা কাজ বলে আমি মনে করি যদি কেউ ফরেক্স মার্কেটে ট্রেড কর*্যে পারে তবে আমি মনে করি সে ভাল পিপ্স লাভ করতে পারবে এবং সে অনেক লাভবান হতে পারে তাই আমি নিজেও পিপ্স ধতে রাকার জন্য খুব চেস্টা করে থাকি।
-
প্রতিদিনের টার্গের হল ৪০ পিপস্ । প্রতিদিন ৪০ পিপস্ অর্জন করতে পারলে আমার আর কোন ট্রেড করি না । তাই আমি মনে করি আপনি যখন ট্রেড করবেন তখন অবশ্যই যখন প্রতিদিনের টার্গেট ফিলাপ হয়ে যাবে তখন ট্রেড অফ । আর যদি পর পর দুটা ট্রেডে পর পর লস করেন তাহলে ওই দিন আর ট্রেড করবেন না ।ফরেক্স মার্কেটে আসার পর পিপস সম্পর্কে জানতে পারি। আমার প্রতিদিন কিছু লাভ হলে যথেস্ট। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে এই পিপস সম্পর্কে জানতে হবে।কারন রিয়াল মার্কেটে কাজ করা আর ডেমো প্রেকটিস অনেক পার্থক্য রয়েছে।আমার প্রতিদিন ৩০ পিপস প্রপিট করলে কুসি আছি।
-
বিভিন্ন সাইটে যে প্রচার চালানো হয় দৈনিক ২০০ পিপি, ১০০পিপি এগুলো পুরোপুরি সঠিক নয়। অনেক সময় হয় আবার অনেক সময় হয়না। তাই ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। তাবে এটা ঠিক যে আপনি যদি ফরেক্স নিয়ে প্রচুর পড়ালেখা করে থাকে এবং মনোযোগ সহকারে ডেমো ট্রেডিং করেন তবে বুঝতে পারবেন প্রতিদিন কত পিপ লাভ করা সম্ভভ। অভিজ্ঞতা অর্জিত হলে দৈনিক ৩০ থেকে ৫০ লাভ করা যায়।
-
প্রতি দিন কত পিপস নিব তা অনেকটা নির্ভর করে মার্কেট বর্তমানে কোন পজিশনে আছে। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে আমি অনেক ক্ষেত্রে প্রতিদিন ৫০ পিপস আশা কর।