-
আমার মতে ইন্ডিকেটর দেখে ট্রেড ওপেন করা খুবই ভালো কাজ,,, তবে সব সময় ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড ওপেন করলে ভালো ফলাফল পাওয়া যায় না । তার কারন হলো মার্কেট তার নিজস্ব গতিতে চলে এবং সেই গতিবিধি বুঝে উঠা খুবই কঠিন হয়ে দাড়ায় । তাই শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে,,,,, ধন্যবাদ ।
-
আসলে ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা সবাই প্রথমে ইন্ডিকেটর দেখেই ট্রেড করে।ইন্ডিকেটর ট্রেডিং প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়,কিন্তু ইন্ডিকেটর সবসময় সঠিক নির্দেশনা দেয়না বলে অনেকেই এর সম্পর্কে ভিন্ন মতামত প্রকাশ করে।আমিও ইন্ডিকেটরকে পুরোপুরি সাপোর্ট করিনা।আমি ট্রেড করি এনালাইসিস করে।
-
প্রাইস অ্যাকশনই আমার কাছে বেশি প্রধান্য পাবে। তবে আমিও বেশি ইন্ডিকেটর ব্যাবহার করিনা। যদি আপনি এর ব্যবহার ভাল করে নাই যানেন তবে অযথা ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল। আমার ট্রেডে আমি মাত্র দুই থেকে তিনটি ইন্ডিকেটর ব্যবহার করে থাকি মার্কেট ভালভাবে বুঝার জন্য
-
নতুন অবস্থায় ইন্ডিকেটর দেখে ফরেক্স ট্রেড করা যায়। ফুরেক্স ট্রেড করার সময় ইন্ডিকেটর আমাদের অনেক সাহায্য কড়ে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ ফরেক্স ট্রেডার জানেন না কিভাবে ইন্ডিকেটরগুলো কাজ করে। এগুলির বাবহার আমাদের জানতে হবে তারপর আমরা এর সদবাবহার করতে পারব।
-
ভাইবোন, আপনারা উল্লেখযোগ্য সংখ্যক বিশ্বাস করতে পারেন যে পয়েন্টারটি কাজ করে না, যেহেতু আপনি বলতে পারেন যে আমি সারা জীবন ধরে অসংখ্য মার্কার ব্যবহার করেছি। সুতরাং আমি বুঝতে পারি যে চিহ্নিতকারীটি কোনও কাজেন নয়। এটি যেমন হয় তা হ'ল, আপনি যে মার্কার ব্যবহার করেছেন তা হ'ল সেগুলার কার্যকরী মান standards আপনি কি জানেন বা আবিষ্কার করার চেষ্টা করেছেন? সেই মুহুর্তে আপনি প্রারম্ভিক পয়েন্টারটি এবং আবার মেটা ট্রেডারের ডিফল্ট চিহ্নিতকারী দিয়ে একটি উপকার করতে পারেন।
-
ইন্ডিকেটর যদি খারাপ হতো তাহলে মেটাট্রেডারে এত বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থা্কত না। আসলে আমরা ইন্ডিকেটর এর ব্যবহার জানি না। যার কারনে সঠিকভাবে ব্যবহার না করে উল্টাভাবে ট্রেড দিয়ে লস করে ফেলি। আর মন্তব্য করে থাকি যে আসলে ইন্ডিকেটরটি বেশি ভালো না।
-
ইনডিকেটর নিয়ে অনেক বিতর্ক আছে ছিল এবং থাকবে। তার পরও ইনডিকেটর এর ব্যবহারও বন্ধ হবে না। আসলে ইনডিকেটর কখনও ভবিষ্যৎ বলতে পারে না। সে শুধু আপনাকে অতীত টা দেখায় যার উপর অনুমান করে আপনি ভবিষ্যৎ নির্ধারনের চেষ্টা করেন। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব। আমরা যারা নতুন আছি তাদের জন্য ইন্ডিকেটর ভালো কারন আমরা শেখার জন্য ইন্ডিকেটর ব্যবহার করছি। আবার পুরো পুরি বা আজিবন ই িন্ডকেটর ব্যবাহার করা ঠিক নয় কারন এর মাধ্যমে রিক্স থাকে যা লাভকরতে যেমন অন্তরায় তেমনি ট্রেড শেখার ক্ষেত্রেও অন্তরায় ।
-
ইন্ডিকেটর হচ্ছে এমন একটা ট্রেডিং টুল যেটা মার্কেট এর গতিবিধি পর্যালোচনা করে। এটা মার্কেট এর দিক পরিবর্তনের সাথে সাথে নিজে পরিবর্তন হয়। তবে বেশির ভাগ সময় এটা ফলো করে ট্রেড করতে পারলে লাভ করা যায়। অনেক সময় অনেক ইনডিকেটর বেশ ভাল রকমের কাজ করে। অনেক সময় ঠিক ভাবে কাজ করে না। একটা ইনডিকেটর এর খুটিনাটি জানা গেলে এই ইনডিকেটর দিয়ে বেশ ভাল প্রফিটেবল সিস্টেম বানানো সম্ভব।
-
শুধু ইন্ডিকেটর ফলো করে ট্রেড করেই বেশীর ভাগ জয়ী হওয়া যায়। কেননা, মার্কেট এনালাসিস করে যেমন, মুভিং এভারেজ, সার্পোট ও রেসিসন্ট্যান্স ফলো করে ট্রেড করলেও ভাল সাফলতা অর্জন করা যায়। আর আমি এই এনালাইসিস করেই অনেকটা সাফলতা অর্জন করি। তাই ইন্ডিকেটর ও ভাল ফল দায়ক ফরেক্স মার্কেট এ।