-
moinuddin ahmed
মুদ্রা বাজারে ইনভেস্ত করলে সব সময় লাভ হবে তেমন না মাঝে মধ্যে কোন কারনে হয়ত লস হতে পারে । এতে বিচলিত না হয়ে কি কারনে লস হল তা বের করা উচিত । যে ভুলের করনে সেটা হল তা যেন আর না হই সেদিকে লক্ষ্য রাখতে হবে । আর সে ভুল গুলো যাতে পরের ত্রাদ এ আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রজন হলে ডেমো ত্রাদ করে সেগুলো কি ভাবে ঠিক করা যায় দেখা । মাথা ঠাণ্ডা রেখে পরের ত্রাদ এ মনযোগী হওয়া ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে লস হবেই। তবে সেই লস আপনাকেই লাভ এর মাধ্যমে ঠিক করে নিতে হবে। অনেক ট্রেডার আছে যারা লস করার পর আপসেট হয়ে পরে। কিন্তু আমি লস করলে সবসময় খুজে বের করার চেষ্টা করি কি জন্য আমি লস করলাম। কোথাই আমি ভুল করলাম। আমার মনে হয় সবাই যদি এভাবে ট্রেড করেন তাহলে আস্তে আস্তে লস হবে।
-
মোঃ আনোয়ার হোসেন
ব্যাবসা করতে হলে লাভ লস থাকবেই , সব সমায় যে লাভ হবে তা কিন্তু না , তাই ব্যাবসা লস করলে সেখানেই থেমে থাকলে চলবে না । ব্যাবসা লস করলে বরং ওখান থেকে কিছু শেখা। এটা মুলত ছোট বেলায় হাটা শেখার মতো।
-
লসের পর সাধারণত মাথা গরম হয়। কিন্তু ফরেক্স মার্কেটে মাথা গরম করে ট্রেড করলে আপনি অবশ্যই হারবেন। ফরেক্স মার্কেটে সফল হওয়ার কৌশল একটাই সেটা হচ্ছে, মাথা ঠাণ্ডা করে ট্রেড করতে হবে। ধন্যবাদ
-
সব ব্যবসায় লাভ লস থাকে ঠিক তেমনি ফরেক্স ব্যবসায় লাভ লস আছে । আমি যদি একটি ট্রেড ওপেন করে লস করি তাহলে আপনি দেখবো এই লস হওয়ার কারন কি । আমার ট্রেড করার ভুলটা খুজে বের করতে চেষ্টা করব । এবং আমার ভুলটা বুঝতে পেরে তা ঠিক করে আবার নতুন করে ট্রেড শুরু করব । আমার লস টাকে রিকভার করার চেষ্টা করব । এ ভাবেই নিজের ভুলটাকে ঠিক করে শিক্ষা নিয়ে সঠিক ভাবে আগানোর চেষ্টা করব ।
-
লস এর পর আপনার মূলধন কমবে। আপনার ফরেক্স এ টিকে থাকতে হলে তখন আপনার লট কমাতে হবে। লট কম ধরে ধরে মুলধন ফিরে পেতে হবে। আরোও একটি বিষয় হতাশ হওয়া যাবে না, মন খারাপ করে বসে না থেকে ধৈর্য্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একজন ভাল ট্রেডার কিন্তু ধৈর্যবান হয়ে থাকেন আপনাকে ও তা অনুসরন করতে হবে।
-
লস এর পর স্বাভাবিক ভাবে আমার মনটা অনেক খারাপ থাকে। তখন আমি নিজের মনকে কিছুই বুঝতে দেই না। আমি আমার মনটাকে ফ্রেশ করার চেষ্টা করি। তার পর একদম নতুন করে ট্রেড করতে বসে আমার লস রিকভারি দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ
-
লস করার পর মাথা গরম করা যাবেনা। এবং লস রিকভার করার জন্য নাবুঝে লট দিগুন করে নতুন ট্রেড করা যাবে না।
-
লস এর পর আমি কিসের জন্য আমার ট্রেড লস করলাম এইটি খুজি এবং তারপর নতু করে এনালাইসিস করি এবং আমি বেশিরভাগ সময় ধয্য সহকারে ট্রেৃড করে থাকি এবং অল্প সময় ধয্য হারিয়ে ফেলি তাই আমি সেই সময় ফরেক্স টেডে অনেক লস করে থাকি। তাই আপনারা যদি লস করেন কেউ ইমশন হয়ে পরবেন বা পরে সেটে তারাতারি রিকভারি দিতে যাবেন তাহলে ই আপনি লোভি এবং আপনি শিওর তারপর লস করবেন আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা যথেষ্ট পরিমান লাভ করে থাকি তবে কিছু কিছু সময় আছে ট্রেডে লস হয় তবে যে কোন ট্রেডে লস হতে পারে কিন্তু লস করলে হতাশ হওয়ার কিছু নাই লস করলে আমাদের দেখতে হবে কেন লস করলাম এবং লস করার কারন কি কি কারনে লস করছি সেটা ভের করতে পরবর্তীতে জেন আর লস না হয় এবং এই রকম ভুল ট্রেড জেন না পড়ে সেদিক লক্ষ্য রাখা।