-
আমার বন্দুর কথার মধ্যে যথার্থ যুক্তি রয়েছে ।আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি । ফরেক্স ব্যবসার ক্ষেত্রে পুজি বা খাটানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । আসলে সহজ ভাবে বলতে গেলে বলা যায় যখন কোন ব্যবসায় বেশী মূলধন ব্যায় করা হবে তখন দেখা যাবে লসের হার ধীরে ধীরে কমে আসছে এবং লাভবান হবে ।
-
সুন্দর ও ভাল মানের একটা ট্রেডিং লাইফ গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের কাছে ক্যাপিটালের একটা গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে । ক্যাপিটালের পরিমাণ অনেক ধরনের হতে পারে । তবে আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ক্যাপিটালের চাইতেও বেশি গুরত্বপুর্ণ আপনার ট্রেডিং দক্ষতা কতটুকু তা । কেননা ভাল মানের ট্রেডিং দক্ষতা না থাকলে কেউ বেশিদুর যেতে পারে না যতই ইনভেস্ট করুক না কেন ।
-
আমার মনে হয় ক্যাপিটাল বেশি হলেই যে আপনি ফরেক্স থেকে বেশি আয় করতে পারবেন এটা ভুল, ফরেক্স এ টিকে থাকতে হলে আপনার মানি মেনেজমেন্ত এর নিয়ম অবশ্যয় অনুশরন করতে হবে নয়ত আপনার অ্যাকাউন্ট শুন্য হতে খুব বেশি সময় নিবে না, এবার আপনার যত বড় ক্যাপিটাল হাকুক না কেন।
-
আসলে ফরেক্সে ট্রেড কথাটা শুন্তে যতটা সহজ মনে হয় , ফরেক্সে ট্রেড করা ততটা সহজ বিষয় না । কারন ফরেক্সে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট ভাল করে বুঝে তারপর ট্রেড করতে হয় । ফরেক্সে ক্যাপিটাল অনেক ভুমিকা রাখে একাউন্ট বাচিয়ে রাখতে । ফরেক্সে বুঝে ট্রেড করতে না পারলে ফরেক্সে লস হয় । কিন্তু যদি ক্যাপিটাল বেশি হয় তাহলে লস হলেও একাউন্টে কিছু ডলার থাকে পরবর্তিতে বুঝে ট্রেড করার জন্য ।
-
প্রত্যেকটা ব্যবসা শুরু করার জন্য মূলধনের প্রয়োজন। ফরেক্সেও ঠিক তাই। এখানে ব্যবসা শুরু করতে হলে ন্যূনতম কিছু মূলধনের দরকার পড়ে । তবে শুধু মূলধন বিনিয়োগ করলে হয় না ফরেক্স এ ট্রেড করার নিয়মাবলীগুলোও ঠিকভাবে জানতে হয়। তাহলেই কেবল লাভ করা সম্ভব হবে। ক্যাপিটাল করার আগে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ও এনালাইসিস অনুশরন করতে হবে ।
-
যারা মার্কেটে নতুন তাদের ক্যাপিটাল জানা খুব জরুরি । বেশি ক্যাপিটাল থাকলে যে বেশি লাভ হবে ঠিকই আবার লস করলে বেশি লস করবে।তাই একাউন্ট শুন্য হতেও সময় লাগবে না যদি মার্কেটে লস হয়।তাই নতুন্দের ক্যাপিটাল ১.১ বা ১.২ ব্যবহার করা উচিত।
-
সব ব্যবসায়ই মুলধন গুরুত্বপূর্ণ। তাই তো ব্যবসা শুরু করার আগে মূলধন গুছিয়ে নিতে হয়। কারন- মূলধন ছাড়া আপনি কোন ব্যবসাই করতে পারবেন না। আর ব্যবসায় তো আপনার মূলধন এর উপরই আপনার লাভ নির্ভর করে। তবে ফরেক্স এর ক্ষেত্রে মনে রাখতে হবে যা হারিয়ে ফেলেছেন তা কিন্তু আপনারই ছিল। তাই এ্যাকাউন্ট জিরো করার আগে মানি ম্যানেজমেন্ট এর দিকে মনোযোগ দিন। এবং আপনার ব্যালেন্স এর দিকে খেয়াল রেখে ট্রেড ওপেন করুন।
-
ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করতে হবে সাথে সাথে আপনার ট্রেডিং ব্যালেন্স বা ক্যাপিটালও অনেক ভাল থাকতে হবে।যার ফলে তাতে করে আপনি ট্রেড করার ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করে কম ঝুকি নিয়েও অনেক বেশি ট্রেড করতে এবং প্রফিট লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ক্যাপিটাল বিরাট ভুমিকা পালন করে। আপনার ক্যাপিটালের উপর নির্ভর করে ট্রেড ওপেন হয়। আপনার এই ক্যাপিটালের উপরই টিকে থাকে একাউন্ট।
-
ফরেক্সে ক্যাপিটাল যদি বেশি হয় তাহলে লাভ হবার সম্ভাবনা বেশি থাকে। আর যদি ক্যাপিটাল কম থাকে তাহলে লস হবার সম্ভাবনা বেশি থাকে। তাই মানি ম্যানেজমেন্ট ফলো করে মূল ক্যাপিটালের 1-2% এর বেশি রিস্ক না নিয়ে ট্রেড করলে কম লস হবে। বেশি লাভ হবে।