-
ফরেক্স মার্কেট থেকে হওয়া আর্থিক ক্ষতি ফরেক্স মার্কেট থেকেই তুলে আনা সম্ভব। এর জন্য আপনাকে ধের্য্যশীল হতে হবে । কেন ক্ষতি হল সে বিষয়ে জানতে হবে। বেশি বেশি করে ডেমো ট্রেড করতে হবে। বিভিন্ন এনালাইসিসগুলো বার বার করে দেখতে হবে কোথাও কোন ভুল হল নাতো । যদি ভুল হয় সেটা ঠিক করে দিতে হবে। বার বার ট্রেড দিয়ে চেষ্টা করার মাধ্যমেই ক্ষতিপূরণ তুলে আনা সম্ভব।
-
আমি মনে করি আপনি বিভিন্ন দিক বিবে চনা করলে আপনার ক্ষতি বন্ধ করতে পারবেন।যেমন ভাল ভাবে ট্রেড শিখা,একজন ভাল ট্রেডারের নিওম মেনে ট্রেড করা,আর আপনি যতক্ষন না ভাল একজন অভিগ্গ্য ট্রেডার হচ্ছেন ততোক্ষন রিেয়ল ট্রেড না করা।
-
ফরেক্স মার্কেট ধয্যের সাথে লোভ পরিত্যাগ করে ট্রেড করতে হবে তাহালে ক্ষতি কিছুটা কম হবে ।এ বিষয়ে ডেমো সাহায্যে অনুশীলনী করলে আপনার অনেকটা বুঝে আসবে। পাসাপাশি আপনাকে পড়াশুনা করতে হবে এবং ঠান্ডা মাথাই আগে বাড়তে হবে।
-
ফরেক্স এ ক্ষতি বন্ধ করার প্রথম ধাপ হচ্ছে এটা আগে ভাল করে শিখে নেয়া। ভালভাবে না শিখে ফরেক্স ট্রেড করা ঠিক না। আগে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করে সফল হওয়া সফল না হওয়া পর্যন্ত ডেমো ট্রেড করতে হবে। ডেমো ট্রেড একটানা ৩ মাস সফল হলে মাইক্রো একাউন্ট এ অল্প ডিপোজিট করে লাইভ ট্রেড করতে হবে। এভাবে লাইভ ট্রেড এ একটানা ৬ মাস যদি লাভ করতে পারেন তাহলে বড় এমাউন্ট ডিপোজিট করে ট্রেড এ মন দেয়া। এ কাজটা করতে পারলে ক্ষতি থেকে বাচতে পারবেন নয় পারবেন না।
-
আমার মতে ফরেক্স থেকে লাভ করতে হলে সবার আগে লোভ থেকে দূরে থাকতে হবে, ফরেক্স ব্যবসায় ক্ষতির হাত থেকে বাঁচাতে সঠিক অনুশিলন একান্ত প্রয়োজন, আর এই অনুশিলন আমরা ডেমো ট্রেড করার মাধ্যমে পেতে পারি, তাই আমি মনে করি ক্ষতি থেকে বাঁচার জন্য সবার আগে অনুশিলন প্রয়োজন।
-
ফরেক্সে পরিসংখ্যান অনুসারে আমি জানি যে, এখানে ৫ % ট্রেডাররা সফল হয় আর বাকিরা লস করে। তাহলে ভেবে দেখুন লসের মাত্রা। ফরেক্স ব্যবসায় লস নির্মূল আমার মতে সম্ভব না তবে সঠিক পদ্ধতিতে ট্রেড করার মাধ্যমে আপনি ক্ষতি অর্থাৎ লসের মাত্রা কমাতে পারবেন। এজন্য আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন, টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস বুঝতে শিখুন। ভালো ইন্ডিকেটর ব্যবহার করুন এবং পারলে ভালো করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখুন।
-
ফরেক্সে লাভ লস থাকবেই। লাভ লস কে সঙ্গে নিয়েই তার ভিতর দিয়ে প্রফিট করার চেষ্টা করতে হবে। ক্ষতি এড়াতে হলে মার্কেট এনালাইসিস না করে ট্রেড নেয়া যাবে না। মার্কেট এনালাইসিস করে, নিউজ ফলো করে সঠিক জায়গা থেকে ট্রেড ওপেন করতে হবে। তাহলে অনেকাংশেই ক্ষতি এড়ানো যাবে।
-
ফরেক্স ট্রেড করতে গেলে লাভ কিংবা লস হবেই। প্রতিটা ট্রেডারই এই লাভ কিংবা ক্ষতির মধ্য দিয়ে যান। তাই সবাইকে এই লাভ ক্ষতির মাঝ দিয়েই মোটের উপর লাভ করার চেষ্টা করতে হবে। পাশাপাশি ক্ষতির পরিমান কমানোর চেষ্টা করতে হবে। আপনি যদি মার্কেট বুঝে মার্কেট এনালাইসিস করে ট্রেড নেন তবে আপনি অবশ্যই আপনার ক্ষতি বন্ধ করতে পারবেন।
-
যে কোন ব্যবসায় ক্ষতি বন্ধ করতে হলে সে ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ক্যান্ডের স্টিক সম্পর্কে সঠিক ধারণ লাভ করতে পারলে ক্ষতি অনেকটাই বন্ধ করা সম্ভব্। এছাড়া ট্রেডিং এর সময় অবশ্যই ইমোশনার হওয়া যাবেনা। মানি ম্যানেজমেন্ট অবশ্য মেনে চলতে হবে।
-
আপনি যে কোন একটি স্ত্রাতেজি কে ফলো করার চেষ্টা করেন, তাতে প্রফিট কম আছলেও লস হবে না। আর যদি মার্কেটের সবকিছু নেয়ার চেষ্টা করেন তাহলে তাহলে কিছুই পাবেন না, আরও দিতে হবে। আপনি সাপোর্ট-রেজিষটান্স, ট্রেনড লাইন, পিভট পয়েন্ট, এরকম বেসিক কিছু বিষয় ফলো করেই ভাল ফল পেতে পারেন।