আমি মুলত ফরেক্সের লং টাইমফ্রেমে ট্রেড করি আর এই জন্য আমি প্রতিদিন ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্রায় করে থাপকি আমি এই সময় ব্যায় করে মার্কেট অ্যানালাইসিস করি আর তার পরই আমি ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে থাকি।
Printable View
আমি মুলত ফরেক্সের লং টাইমফ্রেমে ট্রেড করি আর এই জন্য আমি প্রতিদিন ফরেক্সে ৫ থেকে ৬ ঘন্টা সময় ব্রায় করে থাপকি আমি এই সময় ব্যায় করে মার্কেট অ্যানালাইসিস করি আর তার পরই আমি ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে থাকি।
ফরেক্স মার্কেটে বেশি থাকা উচিৎ না কারন ফরেক্স মার্কেটে বেশিক্ষন থাকলে বা সারাদিন ফরেক্স মার্কেটে পড়ে থাকলে হবে এতে করে ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করার সম্ভবনা থাকে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমি প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা এর বেশি থাকি না।
আমি একজন ছাত্র যার জন্য আমি ফুল টাইম ট্রেড করতে পারি না।আমি দুপুর ১ টা থেকে ৬ টা পর্যন্ত ট্রেড করি এবং বেসির ভাগ সময় স্কেল্পিং করি। তবে আমি মনে করি যে যদি আমি ফুল টাইম ট্রেড করতে পারতাম তবে অনেক বেশি উপারজন করতে পারতান।
আমি এক দিনে বেস কয়েক ঘণ্টা সময় পার করি ফরেক্স মার্কেট এর পেছনে। আমিও জানি যে জত বেসি সময় এই আম্রকেত এ দেয়া হবে তত বেসি টাকা লাভ করা যাবে। আমি ট্রেড এর সময় স্তপ লস ও টেক প্রফিত ব্যবহার করি তাই আমার বেসি সময় মার্কেট ওপেন করে বসে থাকা লাগে না।
আমি মার্কেটে অনেক বেশি সময় দেই । কিন্তু ট্রেড খুব কম করি । কারন আমি মার্কেট টা বুঝার জন্য মার্কেট পর্যবেক্ষন করি । যখন আমি মার্কেট এর মুভমেন্ট ভালভাবে বুঝতে পারি কেবল তখনই ট্রেড করি । আমি দিনে প্রায় ৮ ঘন্টা মার্কেট এর সামনে বসে থাকি । তবে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে কিছুই বলা যায় না । তাই আমাদেরকে এর ঝুকির কথা মনে রেখেই ট্রেড করতে হবে , আর এজন্য আমাদের মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ঝুকি থেকে বাঁচার জন্য ।
ফরেক্স মার্কেটে আমি প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে থাকি কিন্তু এই সময় আমি সবসময় যে ট্রেড করি তা না ফরেক্স মার্কেটে হাজির থেকে যখন দেখি যে ভাল একটি টড়েড পাই তখন আমি ট্রেড করি এর আগে আমি কোন সময় টড়েড করি না তাই ফরেক্স মার্কেটে আমি থাক্লেও ট্রেড করি না ।
আমি ট্রেড করার পূর্বে ফরেক্স মার্কেটের অবস্থান সম্পর্কে বিশেষভাবে বিবেচনা করে নেই। যখন লাভ হয় তখন ট্রেড কেটে দেয়। আর যখন লস হতে থাকে তখন ধেয্য ধরে অপেক্ষা করতে থাকি কখন লাভ হবে।আমি প্রতি দিন ট্রেড করিনা। কখন একবার ট্রেড দিয়ে এক দুই দিন অপেক্ষা করি আবার কখনো কখনো প্রতিদিন ট্রেড করি ।
আমি দিনে সর্বোচ্চ দুটি ট্রেড করি। এর বেশি ট্রেড করতে গেলে এনালাইসিস এ ভুল হতে পারে। লস গেলেও উত্তেজিত হয়ে আবার ট্রেড করি না। কারন এই সময় ভুল হয় বেশি। আর যদি সময়ের কথা বলি তবে ২-৯ টা এর মধ্যে ২/৪ ঘন্টা ট্রেডের মধ্যে থাকি। কোন কোন সময় হয়ত আগের দিনের ট্রেড নিয়েই ব্যস্ত থাকি। কারন মার্কেট অনেক সময় স্লোলি মুভ করে।
ফরেক্স মার্কেটে যত কম ট্রেড করা জায় ততই আমি মনে করি ভাল। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি বেশি ট্রেড করেন তবে আপনার ভুল হবার সম্ববনা বেশি থাকবে। আমি ফরেক্স মার্কেটে একদিনে দুই থেকে তিনটি ট্রেড করে থাকি। এতে করে আমার ট্রেডিং রিক্স খুব কম হয়। তাই আমার লাভ হয়।
প্রতিদিন আমি অনেকটা সময় ধরে ফরেক্স র্মাকেটে থাকি ফরেক্স এর উপর সব সময় নজর রাখি কারন মার্কেট বিভিন্ন সময় মুভমেন্ট করে তার উপরে ন্জর রাখি সব মিরিয়ে 2/4 ঘন্টা