আমি এখন h1 এবং h4 টাইমফ্রেম ব্যবহার করি । h4 দিয়েই মার্কেট এর অবস্থা ভালভাবে বোঝা যায়, সেক্ষেত্রে m5,m10,m15 টাইমফ্রেম মাথা নষ্ট করার জন্য খুব ই উপযুক্ত । তবে স্কাল্পিং করতে হলে m5,m10,m15 এই টাইমফ্রেম গুলা খুবই উপযুক্ত । long time ট্রেড করতে হলে h1 এবং h4 টাইমফ্রেম ব্যবহার করা সবথেকে ভাল ।