-
আসলে ফরেক্স মার্কেট এ আবেগ এর কোন জায়গা আছে বলে আমি মনে করি না। কেননা মার্কেট আবেগ দ্বারা প্রভাবিত হয় না। এখানে মার্কেট প্রভাবিত হয় বিভিন্ন নিউজ এবং বিভিন্ন ট্রেডারদের সেন্টিমেন্ট এর কারণে। তাই আমার মতে প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে হলে আগে আপনার আবেগকে বিদায় জানান নতুবা ঠিকতে পারবেন না।
-
ফরেক্স ব্যবসা যদি আপনি আবেগের সহিত করেন তাহলে অবশ্যই আপনি ফতুর হয়ে যান । ফরেক্স ব্যবসা করতে হবে দক্ষতার সহিত । যে ট্রেডারগণ যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী সফলতা অর্জন করবে ।
-
সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে অবশ্যই আমরা অনেক আবেগি । তবে মনে রাখেতে হবে যে অতি সবসময় ক্ষতি । অতি কোন কিছু্*ই ভাল না । ফরেক্স এর ক্ষেত্রে অতি লোভ, অতি ধৈর্য্যহীনতা অনেক কুফল বয়ে আনে । তােই ধীরে স্থিরে নিজের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে । আসলে মার্কেটের সিদ্ধান্ত নেওয়ার অাবেগকে নয় বরং বিবেককে প্রাধান্য দিয়েই কাজ করতে হবে । অন্যথায় হীতে বিপরীত হতে পারে ।
-
ফরেক্স সম্পর্কে না জানলে ফুতুর তো হবেন। আগে জানুন তারপরে কাজ করুন। তাহলে তো ফুতুর হবেন না
-
এটি একবারেই সত্য যে ফরেক্স ট্রেডিংয়ে আবেগ আপনাকে যেকোনে মুহূতে সর্বশান্ত করে দিতে পারে কারন মার্কেট মুভমেন্ট কখনই আবেগের বসে চলে না এটি অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তন দ্বারা পরিবর্তিত হয়ে থাকে। ফলে এখানে আবেগের কোন দাম নেই।
-
ফরেক্স ট্রেডিংয়ে আসলে আবেগের কোন স্থান নেই কেননা এটি এমনই একটি জিনিস যা একজন ট্রেডারকে ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড করতে উতসাহিত করে থাকে ফলে ঐ ট্রেডগুলোয় বড় ধরনের লসের সম্ভাবনা তৈরি হয় যা একজন ট্রেডারকে যেকোন সময় মার্কেট থেকে ছিটকে ফেলে দিতে পারে।
-
ফরেক্স মার্কেট কোন আবেগের জাইগা না কারন ফরেক্স মার্কেটে আপনি যদি আবেগ নিয়ে ট্রেড করতে যান তবে আমি মনে করি আপনার সেই আবেগ আপনাকে দংশ করে দিবে কারন আপনি যদি আবেগের বশত কোন ট্রেড ওপেন করেন আর সেইট্রেড যদি লসে যায় তবে আপনি লস করবেন।
-
আমি বলবো কোন আবেগের কোন মূল্য নেই। আবেগ দিয়ে কখনো ব্যবসা চলেনা। ফরেক্সের বেলাতেও তা। কারন ফরেক্স এ আপনি আবেগ কে প্রস্রয় দিলে সত্যি আবেগ আপনাকে ফালতু করে দিতে পারে। অনেক পরিশ্রম করতে হয় ফরেক্স নিয়ে বিচার বিশ্লেষণ করে ব্যাবসায় করতে হয় আবেগের কোন স্থান ফরেক্স ট্রেড এ নেই বলে আমি মনে করি।
-
ফরেক্সে ট্রেড করতে হয় ধৈর্য ও কৌশল দিয়ে। এখানে আবেগের স্থান নেই। ট্রেড করে লস হলে হতাশ না হয়ে পরের ট্রেডে ভালো করার চিন্তা করতে হবে। হতাশ হলেই আপনি হেরে যাবেন। ফরেক্সে সফলতা পাবার জন্য দরকার দক্ষতা ও অভিজ্ঞ ট্রেডিং কৌশল। তাই আবেগকে দূরে রেখে বুঝে শুনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স ব্যবসা করতে গেলে কোন সময়েই আবেগ করা যাবে না । যে এই ব্যবসা করার জন্য আবেগবান হবে তারা কখনোই সফলকাম হতে পারবে না । আমরা কখনোই ফরেক্স ব্যবসা করতে আবেগবান হব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।