-
ফরেক্সে এমন কোন ট্রেডার নাই যে প্রথমে লস করে নাই। আমার মতে যে বা যাহারা এখন দক্ষ ট্রেডার তারাও ফরেক্সে অনেক সময় লস করে থাকে তবে তাদের লসের পরিমান অনেক কম। কারন দক্ষ ট্রেডাররা বুজে যে মার্কেট তাদের বিপরিতে গেলে ট্রেড দরে না রেখে ক্লোজ করে দেওয়া উচিত। আবার এনালাইসিস করে নতুন ট্রেড করা উচিত। এই বাবে লাভে আর লসে দক্ষ ট্রেডাররা দিনের পর দিন ট্রেড করে প্রফিট এর পরিমান বেশি নিয়ে মার্কেট এ টিকে থাকে।
-
আমি বলবো ফরেক্স ব্যবসায় লাভ লস থাকবেই । একটি ভুল ট্রেড হয়ে গেলে লস হতেই পারে । কিন্তু এই ভুলটা হল কেন তা খুজে বের করতে হবে এবং তা সংশোধন করতে হবে । তাহলে লস এর মধ্য থেকেই লাভ করা শিখা যাবে । আপনি আপনার ভুল যত ধরতে পারবেন তত আপনার ফরেক্স এ অভিজ্ঞতা বারবে এবং তা সংশোধন করতে জানতে হবে তা হলে ফরেক্স এ ভালো ট্রেডার হওয়া যাবে ।
-
এটাও এক অর্থে সত্য কথা ভুল না করলে মানুষ আসলেই কিছু শিখতে পারে না । তেমনেই ফরেক্স থেকে যে আমরা শুধু লাভ করেই শিখতে পারি তা যেমন ঠিক তেমনেই ফরেক্স-এ লস থেকেও আমরা অনেক কিছু শিখতে পাই । আর লস করার পর আমরা মার্কেট সম্পর্কে আর বেশি সতর্ক হয়ে যেতে পারি । তাই যে লস করে না, সে ভাল ট্রেডার নয় ।
-
ফরেক্স একটি ব্যবসা এখানে কেউ কোনদিন লস করবে না এটা ভাবাই ঠিক না। ফরেক্স মার্কেটে লস হতেই পারে। আবার কথাই আছে পাইলেন কোথাই, হারালাম যেথাই। তাই আজ আপনি যেখানে লস করছেন সেখানে আরেকজন লাভ করছে তাই লস থেকে অনেক সময় শিক্ষা নেয়া যায়। তবে যে লস করে না সে ভাল ত্রেদার না আমি তা ভাবি না । আমার মনে হয় যে লস করে লস রিকভারি করতে পারে সেই ভাল
-
আমি মনে করি যে কোন ব্যবসায় লাভ লস থাকবেই এটাই স্বাভাবিক। তেমনি ফরেক্স ব্যবসায়ও লাভ লস থাকবেই ।আর তাছাড়া মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আর ফরেক্সে একটি ভুল ট্রেড হয়ে গেলে লস হতেই পারে । কিন্তু এই ভুলটা কেন হলো তা খুজে বের করতে হবে এবং তা সংশোধন করতে হবে।
-
বাবসা মানেই লাভ লস এর খেলা। আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন তাহলে আপনি যখন প্রচুর প্রফিট করতে পারবেন তার কিছুক্ষন পর হয়তবা আপনার লাভের কিছু অংশ লস হয়ে গেলো। অনেক অভিজ্ঞ ট্রেডারাও লস করে থাকেন। তাই বলা যায়, যে ফররেক্সে লস না করে সে ট্রেডার নয়।
-
ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ । ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত । অনেকে প্রথম দিকে অনেক লাভ করে আবার একবারে সব লস করে ফেলে তাই ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন আর লস থেকে শিক্ষা নিতে হবে ।তাহলে লাভ করতে পারবেন ।
-
ভাই এই কথার সাথে আমি পুরোপুরি একমত না বরং তার উল্টো। কারণ আমার মতে যে ফরেক্স বাজারে লস না করবে সে ট্রেডারি না কেননা আপনি লস না করলে এই বাজার সম্পর্কে তেমন একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বরং যত বেশি লস করবেন তত বেশি এই বাজার সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। এমনকি কি কারণে উক্ত লসগুলো করছেন সেগুলো খোজে বের করার আগ্রস সৃষ্টি হবে প্রবল। অতএব এভাবে লসের কারণগুলো খোজতে খোজতে ভবিষ্যতে আর কখনও লস করবেন না বরং ঐ সময় হতে আপনি শুধু লাভ উপভোগ করতে পারবেন। এজন্য আমি মনে করি লস করা একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।
-
আপনি যে কোন ব্যবসা করেননা কেন, কোন না কোন এক সময় আপনাকে অবশ্যই লসের সম্মুক্ষিণ হতে হবে । এটা বিজনেসের একটা রুলস বলতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি শুধু সারাজীবন ধরে লস করে যাবেন । আপনাকে সবরকম লাভ লস এর মাঝখান থেকে আপনার প্রফিটটা বের করে আনতে হবে, আর এটাই হচ্ছে একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারের বৈশিষ্ট্য । কারন লস থেকেই আপনার আসল শিক্ষা শুরু হবে এবং পরবর্তীতে আর ঐ সমস্ত জায়গাগুলোতে ভুল কিংবা লস হবেনা ।
-
অনেক ভালো ভালো ট্রেডাররা আছেন যারা লস খুব কম করেন । কারন তারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে চলে ট্রেড করেন এই ফরেক্স মার্কেট এ । ফরেক্স এ আমরা শুধু লস করব বলে এসেছি এমন কিন্তু নয় । তাই ফরেক্স এর লস এর ঝুকি থেকে বাচতে হলে আমাদের প্রতিনিয়ত মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে । তাহলে নিজেকে একজন দক্ষ ট্রেডার করে গড়ে তোলা সম্ভব হবে এবং আমরা সবাই একদিন ফরেক্স থেকে ভালো ঊপার্জন করতে সক্ষম হব ইনশা-আল্লাহ।