-
প্রতিটি ব্যবসায় লাভ এবং লস উভয় রয়েছে ।ফরেক্স একটি অনলাইন ব্যবসা যেখানে প্রতিটি ব্যবসার মতো লাভ ও লস উভয় রয়েছে ।লাভ লস ছাড়া কোন ব্যবসা সম্ভব নয় ।ব্যবসার ক্ষেত্রে লাভ এবং লস উভয় থাকবে ।লাভের পাশাপাশি আমাদের লস কে মেনে নিতে হবে কারণ লস ব্যবসার একটি অংশ তাই লসকে স্বাভাবিক চিন্তা করে ফরেক্স ট্রেডিং করতে হবে।
-
হ্যা লস ট্রেডের ই একটা অংশ। একটা ব্যাবসায় লাভ হবে আবার লস হিবে এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি আপনি শুধু এক তরফা লাভ পেতে চান তাহলে হবে না। আপনার যেমন লাভ করতে হবে আবার তেমন লস ও করতে হবে। লস ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। আপনি দিনে ৫ টা ট্রেড করলে অন্তত পক্ষে ২ টা ট্রেড আপনার লসের দিকে যাবেই। এটাকে সহজ ভাবেই আপনাকে মেনে নিতে হবে তাহলেই আপনি সঠিক ভাবে ট্রেড করতে পারবেন
-
ট্রেড যেহেতু এক ধরনের ব্যবসা সেহেতু এখানে লাভ লস থাকবেই। শুধুমাত্র লাভই হবে এমন চিন্তা করলে এখানে টিকে থাকা সম্ভব নয়। ট্রেড মার্কেটে লসের কারন খুঁজে ট্রেড করলে নতুন অভিজ্ঞতা হয়। অনেক ট্রেডেই লস হয়ে থাকে। তাই বলা যায় যে ট্রেডে যে শুধু লাভই হয় এমন নয়, অনেক ট্রেড আছে যেগুলোতে অবশ্যই লসও হয়ে থাকে।তবে আপনাকে অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। তাই লসবিহীন ট্রেড কখনই সম্ভব নয়। আর আমি মনে করি লসের মাধ্যমেও আমাদের অনেক কিছু শেখার আছে যা আমাদেরকে মুনাফা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে।
-
ফরেক্স ট্রেডিং করার আগে নিজেকে লস ঐর জায়গায় দাঁড় করিয়ে প্রস্তুত রাখতে হবে। কেননা ফরেক্স এর কাজ করতে গেলে লাভ অথবা লস যেকোনো সময় হতেই পারে।
-
রাসেল লসের কথা এত বেশি বলা হয় যে, মাঝে মাঝে মনে হয় যে লস ট্রেডের ই একটা অংশ। কিন্তু এটা একেবারেই সঠিক নয়। লস ছাড়াও আমরা ট্রেডিং এ টিকে থাকতে পারি।
-
ফরেক্স ব্যাবসায় লাভ লস আছে। লস টাও ফরেক্স এর একটি অংশ। অামাদের ফরেক্স ট্রেড করতে হলে প্রচুর পরিমান অভিঙ্গতা অজ'ন করতে হবে। অভিঙ্গতা ছারা ফরেক্স ট্রেড করাটা বোকামি ছারা আর কিছুই না। লাভ আর লস উভয়ে আমাদের ফরেক্স ট্রেড এর পরিপূরক। তাই আমি মনে করি আমাদের সবাই কে লাভের পাশাপাশি লস কে ট্রেড এর অংশ হিসেবে মেনে নিতে হবে। কেন না লস ও ট্রেড এর একটা অংশ।
-
ব্যাবসা মানেই লাভ আর লসের সমন্নয়। কোন ব্যবসায়ই নেই যেখানে লস শব্দটি নেই। দুটোই হচ্ছে ফরেক্স মার্কেটে অভিচ্ছেদ অংশ। অনেক ট্রেডেই লস হয়ে থাকে। ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ধারণা রেখে , বেশি করে ডেমো প্রাকটিস করে ,কমপক্ষে ৬ মাস ট্রেডিং করে তারপর ফরেক্স এ ট্রেড করা ভালো । তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং লাভের সম্ভাবনা বেশি থাকে ।
-
ফরেক্স মার্কেট এ যে লস মেনে নিতে না পারবে সে কোনদিন মার্কেট থেকে ভালো কিছু করতে পারবে না। কারন লস হচ্ছে ফরেক্স মার্কেট এর একটি অংশ। লস ছাড়া কোনদিন অর্জন করা সম্ভব না। কোন ব্যবসা করতে গেলে ও আপনাকে আগে অনেক খরচ করতে হবে। সেইরকম ফরেক্স এ লসকে ব্যবসার খরচ হিসেবে দেখা উচিত।
-
আমি মনে করি প্রতিটি ব্যবসাতে লস এবং লাভ বিদ্যমান এবং যেহেতু পৃথিবীর মধ্যে এটি অনলাইন ভিত্তিক শ্রেষ্ট ব্যবসা তো ব্যবসার নিয়ম অনুযায়ি লস এবং লাভ আপনার ফরেক্স জিবনেও বিদ্যমান থাকবে এই নিয়ে আপনার চিন্তার কোন কারন নেই।আপনি যদি তখন ট্রেড গুলো বন্ধ করে দেন তাহলে আপনি তার বিপরিতে ট্রেড ওপেন করে দিলে আপনার প্রফিট হবে। তাই আমি মনে করি আপনাকে লস মেনে নেওয়ার মন থাকতে হবে।
-
অনেক ট্রেডার আছে যারা লসকে মেনে নিতে পারে না। কিন্তু ব্যাবসা মানে লাভ লস দুইই থাকবে। সুতারাং ফরেক্স করতে হলে যেমন লাভ আসবে তেমনি লসও হতে পারে। কিন্তু লসকে মেনে নিয়ে পুনরায় ট্রেড করতে হবে।