-
আমি তাই মনে করি কারন তারা কোন কিছু না মিখে হয়ত ভাল টাকা ইনকাম করতে পারবে কিন্তু নিজের থেকে কিছু পারবে না যদি পরেক্স নিজে না শেখে । এজন্য আজকে হয়ত রোবটের সাহায্যে অনেকে লাভবান হচ্ছে তাতে কোন সমস্যা নেই আমি শুধু বলতে চাই আপনারা এখন থেকে ভাল করে ফরেক্স শিখুন যাতে করে পরে বিপদে পড়তে না হয় ।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের জন্য রোবোট অভিশাপ কিনা যানিনা তবে আমি এই ফরেক্স মার্কেটে কোনো প্রকার রোবোট ব্যবহার করি না । আর রোবোট ব্যবহার সম্পর্কে কিছুই বুঝি না । আর আমি কখনোই চাইবো না যে আমার এতো দিনের কষ্ট বিফলে চলে যাক,,, একটা যান্ত্রিক রোবোটের কাছে আমার সকল প্রকার অভিজ্ঞতা নত হয়ে যাক,,, ধন্যবাদ ।
-
ফরেক্সে ভয় এবং উদ্বেগ সাধারণভাবে শুরু হয় যারা খুব অল্প সময়ের মধ্যে থেকে এই ব্যবসায় যোগদান করেছেন তবে আমার মতে তারা এমন কোনও ব্যবসায়ীর কাছেও অনুভূতি বোধ করছে যা আপনি ছোট পুঁজির সাথে ব্যবসা করে যাচ্ছেন কারণ আপনি এতটা উদ্বেগ এবং মার্জিন কল পাওয়ার ভয় পেয়ে যাচ্ছেন আমি ব্যবসায়ীদের রিয়েল ট্রেডিং শুরু করার আগে প্রথমে একটি উপযুক্ত মূলধন বিনিয়োগের পরামর্শ দিই
-
ফরেক্স মার্কেটে জারা নতুন তাদের জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু শেখার আছে কারন নতুন ফরেক্স ট্রেডার ফরেক্স অভিজ্ঞতা কম থাকে তাই তারা যদি রোবট দিয়ে ট্রেড করে তারা ফরেক্স সম্পর্কে শিখতে পারবে না তাই আমি বলব যে নতুন অবশ্তায় রোবট দিয়ে ট্রেড না করা ভালো ।
-
ফ্রিজে রিপোর্টিং খুবই ক্ষতিকর এবং আমাদের ভাবতে হবে এবং মনে করা প্রয়োজন যে যখনই আমরা এই ফোরামে কাজ করি এবং এই ভুলগুলো পুনরাবৃত্তি করি যে আমরা কভার করতে চাই না, আমরা ব্যর্থতার মুখোমুখি হব এবং সফল হওয়ার চেষ্টা করব । কি
-
রোবট হল একটি অ্যাপ্লিকেশন যা মানুষের অনুপস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড এন্ট্রি ও ক্লোজ করতে পারে। রোবট মূলত ব্যবহার করে দক্ষ ট্রেডাররা, যাদের ব্যালেন্স অনেক বেশি। কিন্তু নতুনদের জন্য এটা খুবই বিপদজনক। কারণ নতুনদের একদিকে যেমন ব্যালেন্স কম থাকে অন্যদিকে দক্ষতাও কম থাকে। তাছাড়া অল্প ব্যালেন্স নিয়ে রোবট ব্যবহার করা খুবই বিপদজনক। নিজে নিজে ট্রেড করলে একদিকে ট্রেডিং সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারা যায় এবং এতে দক্ষতা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি রোবট ব্যবহার করেন তাহলে আপনার দক্ষতা অর্জন ব্যাহত হবে। তাই আমি নতুনদের রোবট ব্যবহার করতে পরামর্শ দেব না।
-
আপনি শুরুতেই ফরেক্স সর্ম্পকে কিছেু জেনেই আপনি রোবট এর সাহয্য নিলেন তাহলে আপনি ফরেক্স এ সাফল্য অর্জন করতে পারবেন না এবং আপনি যেহেতু ফরেক্স সর্ম্পকে জানেন খুব কত সেহেতু আপনাকে রোবট ও বেশি উপকার করতে পারবেন না তাই আমি বলবে যে আপনি ফরেক্স প্রথমে রোবট ব্যবহাক করেই না।. আর যদি আপনি করেন তাহলে ফরেক্স এ অনেক লস হতে পারেন রোবট দ্বারা যা আপনি ফরেক্স এ কোন দিন আসাও করতে পারবেন না.
-
হ্যাঁ, নতুন ট্রেডার দের জন্য রোবট অভিশাপ। কারণ, রোবট দিয়ে কাজ করালে আপনি তেমন কিছুই শিখতে পারবেন না। আর আপনি যদি একটি বিষয়ে ভাল না জানেন বা বুঝেন তাহলে আপনি তাতে কিছুতেই ভাল করতে পারবেন না। তাই নতুনদের উদ্দেশে বলছি, যতটুকু পারেন নিজে করার চেষ্টা করেন। এতে আপনার মঙ্গল হবে।
-
ফরেক্স এ ট্রেড করার জন্য আমাদের রোবট এর পিছনে না ঘুরে নিজের প্রচেস্টাই স্বভাবিক ভাবে ট্রেড করা এতে একদিকে আপনার নলেজ ও বাড়বে আর একদিকে আপনার ট্রেড এর প্রতি দক্ষতাও বারবে।রোবট দিয়ে অনেকই ট্রেড করতে যেয়ে তাদের একাউন্ট শূন্য করে ফেলে তাই এই সব না করাই ভাল।
-
আমি নতুন অবস্থায় রোবট এর বিষয়ে আগ্রহী হয়েছিলাম। পরে দেখি রোবট অনেকটা ইন্ডিকেটার এর মত কাজ করে। ইন্ডিকেটর কে কিছু কোডিং ব্যবহার করে রোবট তৈরি করা হয়েছে। আসলে আমার দৃষ্টিকোন থেকে রোবট এর চেয়ে ইন্ডিকেটর ব্যবহার করা অনেক ভালো।