-
ফরেক্স দিন দিন জনপ্রিয় হচ্ছে, অনেকেই
ফরেক্সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত
করছে। ফলে অনেকেই ফরেক্সকে পেশা
হিসেবে নিচ্ছে। অন্যান্য পেশার
ক্ষেত্রেও ফরেক্স গৌন ভাবে প্রভাব
ফেলতে পারে। যেহেতু অনেকেই
ফরেক্সের উপর ঝুকে পড়ছে তাই অন্যান্য
পেশার উপর চাপ কিছুটা হলেও কমবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করি আমাদের অবসর সময়ে তাহলে আমাদের অন্য পেশাতে কোন ক্ষতি হবেনা,ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং করা নেশায় পরিনত হলে আমাদের অন্য পেশায় ক্ষতি হবে কারন সবসময় মার্কেট দেখতে হবে।অন্যান্য পেশার ক্ষেত্রেও ফরেক্স গৌন ভাবে প্রভাব ফেলতে পারে। যেহেতু অনেকেই ফরেক্সের উপর ঝুকে পড়ছে তাই অন্যান্য পেশার উপর চাপ কিছুটা হলেও কমবে।
-
হ্যা দিন দিন ফরেক্স অন্য সব পেশায় প্রভাব বিস্তার করছে। দিন দিন ফরেক্স এর জনপ্রিয়তা আরো বাড়ছে। আমাদের দেশের উচ্চশিক্ষিত যুবকেরা দিন দিন ফরেক্স এর উপর বেশি আস্থাশীল হয়ে পড়ছে। যে কোন পেশার মানুষ চাইলেই ফরেক্স করতে পারে। যে চাকরীর বাজার তাতে যদি এই ফরেক্স না আসত তাহলে আরও খারাপ অবস্থা হত। আমি মনে করি ফরেক্স এর জনপ্রিয়তার জন্য যে প্রভাব অন্যান্য পেশায় পরছে তাতে ভালই হচ্ছে।
-
অন্যান্য পেশায় থেকেও ফরেক্সে ভাল করা যায়। কারণ ফরেক্স মার্কেটে যে যখল সময় পায় সে তখন ই ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেট একটানা 120ঘন্টা খোলা থাকাতে অন্যান্য পেশায় প্রভাব পরার কোন সম্ভাবনা নেই। ফরেক্স ব্যবসার দিকে ঝুকে পড়েছে আজকাল অনেক শিক্ষিত লক জন ফরেক্স ব্যবসা করছে এতে করে অন্যান্য ব্যবসায় একটু চাপ কমে গেছে।
-
ফরেক্স ব্যবসা এর মাধ্যমে যুব সমাজ বেকারত্ত দূর করছে । এ কাজের মাধ্যমে নিজের বেকারত্ব দূর করে আমবার অর্থ আয় করার ব্যবস্থা করা সম্ভ হয়। এধরনের ব্যবসায়ের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাজ করার সুযোগ হয়েছে এবং অর্থ উপার্জন করে ফরেক্স মার্কের্টি এর ব্যবসা দিন দিন উন্নতি সাধন করা সম্ভব হচ্ছে । ফরেক্স একটি স্বাধীন পেশা হিসেবে বাংলাদেশে দিন দিন ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে । মার্কেটে আপনি যদি একজন ভাল ট্রেডার হতে পারেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনি খুব সহজে অধিক আয় করতে পারবেন ।
-
এ জগতে শত হাজার লক্ষ কাজ আছে । তাই বলে একটা আরেকটার বাধা বা একটার কারনে আরেকটায় প্রভাব পড়বে এমনটি আসলে ঠিক না । আর ফরেক্সের ক্ষেত্রেও ঠিক তেমন । ফরেক্সের কারনে অন্য ব্যাবসা কোন প্রভাব পড়বে বলে আমার মনে হয় না । ফরেক্স এমন একটি পেশা যে কোন লোক এই কাজ করতে পারে। অনেক চাকরিজীবি বা ব্যবসায়জীবি লোক আছে যারা ফরেক্স করে থাকে। ফরেক্স ককোন পেশার ওপর প্রভাব বিস্তার করে না।ফরেক্স সার্বজনিন একটি পেশা।
-
আমার মতে জীবনে যাই করা হোক না কেন তা ভালমত করতে হবে। ” ডু অর ডাই “ । কারণ আমি ফরেক্সের দীর্ঘ্য অভিজ্ঞতা থেকে বলছি - একসাথে অনেকগুলো কাজ করলে কোন কাজই সুন্দর আর সফল হয় না। আপনাকে যে কোন একটি কাজকে খুব ভালভাবে ধরতে হবে। সহজে পরাজয় মেনে নেওয়া যাবে না। জিততে আমাকে হবেই - এই মনোভাব থাকতে হবে। আপনি যদি অন্য পেশার পাশাপাশি অতিরিক্ত হিসাবে ফরেক্স করেন , আমার মনে হয় শুধু লসই হতে পারে আর আপনার ঐ পেশা অর্থের সাপোর্ট দিবে- এছাড়া আরা কিছু নয়। আর ফরেক্সে যখন লস হবে তখন মনোভাবটা ঐপেশার কাজে গিয়ে পড়তে পারে। এতে উভয় কাজই খারাপ হয়। ধন্যবাদ।
-
ফরেক্স বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর। বাংলাদেশে বেকারত্ব সমস্যা যেভাবে বাড়ছে , ফরেক্স পারে এর সমাধান করতে। ফরেক্স এর প্রভাব দিন দিন বাড়তে থাকায় অন্য চাকরির উপর চাপ অনেক কমবে। বেকারত্ব সমস্যার সমাধান হবে।
-
ফরেক্স বাংলাদেশের জন্য খুবই কল্যাণকর। ফরেক্সের অভিজ্ঞতা অন্যান্য পেশায় হয়তো প্রভাব ফেলেনা, কিন্তু মানসিক দিক দিয়ে প্রভাব ফেলতে পারে। মানসিক ভাবে শক্তিশালীও করতে পারে। আবার ফরেক্সে ঝোকার ফলে অন্যনান্য পেশার উপর চাপ কিছুটা হলেও কমে। প্রথমে শিখে তারপর ট্রেড শুরু করছে। তারাও খুব ভালো আয় করতে পারছে। তাই অন্যান কাজের চেয়ে ফরেক্স অনেক ভালো আয়ের একটি মাধ্যম।
-
ফরেক্স দিন দিন জনপ্রিয় হচ্ছে, অনেকেই ফরেক্সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। ফলে অনেকেই ফরেক্সকে পেশা হিসেবে নিচ্ছে।আমার মনে হয় ফরেক্স আমাদের দেশে যে ভাবে জনপ্রিয় হয়ে উটছে তাতে অবশ্যই অন্যান্য পেশার উপর কিছুটা প্রভাব পরছে আর সেই প্রভাবটা দেশের জন্য কল্যাণ জনক। আজকে আমাদের দেশে যে বেকার সমস্যা আর যে চাকরীর বাজার তাতে যদি এই ফরেক্স না আসত তাহলে আরও খারাপ অবস্থা হত। আমি মনে করি ফরেক্স এর জনপ্রিয়তার জন্য যে প্রভাব অন্যান্য পেশায় পরছে তাতে ভালই হচ্ছে।এটা যেহেতু অনলাইন ভিত্তিক ব্যাবসা তাই অবসর সময়ে ঘরে বসেই এটা করা যায়।