-
আসলে পোস্টিং করার আগে আমাদের পোস্ট এর নীতিমালা গুলো ভালো করে পড়ে নেওয়া উচিত। কেননা যদি আমরা নিয়ম না পড়ি তাহলে কোন কিছুই বুঝব না। ফরেক্স সম্পর্কে আলোচনা বা যেকোন সাহায্য সহযোগিতার বিষয় তুলে ধরা হয় এই ফোরামে। তা যেন বানান বা আলোচনার বিষয় ঠিক হয়। অপ্রাসঙ্গিক পোস্টগুলো অবশ্যই বাতিল করে দেওয়া হয়।
-
ফরেক্স এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়। যে বিষয়ে পোষ্ট করেছেন তা যদি অন্য কোন পোষ্ট এর সাথে উপযুক্ত হয় সে ক্ষেত্রে এ্যাডমিন আপনার পোষ্ট স্থানান্তর করতে পারে। তাই আমাদের উচিত পোষ্ট করার আগে ফোরমের রুল গুলো ভালভাবে পড়ে পোষ্ট করা যাতে পোষ্ট মুছে না যায়।
-
পোস্ট কেন বাতি করে তা বাংলা ফরেক্র ফোরামে ডুকার আগে যেনে ডুকা উচিত তানা হলে আপনার পরিশ্রম বিপলে যাবে। বাংলা ফরেক্র ফোরামে পোস্ট বাতিল হওয়ার কারণ হলো আপনি যদি কার লেখা কপি করে থাকেন। উল্লেখযোগ্য কয়েকজন ছাড়া বেশিরভাগ নতুন মেম্বাররাই অনর্থক পোষ্ট করে যেটা কোন তথ্যবহুল না । আমি মনে করি সেই কারনেই পোষ্ট বাতিল হয় । আমাদের উচিত তথ্যবহুল ট্রেড করে নিজের ফরেক্স সম্পর্কে জ্ঞান বাড়ানো ।
-
ফোরামের পোষ্ট বাতিল হওয়ার কারন হল- ফোরামের নিয়ম অনুযায়ী পোষ্ট না করা। এই নিয়ম গুলির মধ্য অন্যতম হল- কারো পোষ্ট কপি করা, পোষ্টের মান ঠিক না রাখা, এক লাইনে পোষ্ট করা, কাউকে উদ্দেশ্য করে, কারো মানহানি হয় এমন ধরনের পোষ্ট লিখা, একই কথা বার বার পোষ্ট করা ইত্যাদি। এসব কারনে আপনার পোষ্ট বাতিল হতে পারে।কারন প্রত্যেক টা কাজের ক্ষেত্রে নিয়ম কানুন আছে সেই নিয়ম মানতে হবেই। সব মানুস তো নিয়ম এর মধ্যে কেউ নিয়ম এর চেয়ে বেশি করতে পারেনা।
-
পোস্ট বাতিল হওয়ার পেছনে অনেকগুলো কারন রযেছে। তবে প্রাথমিক অবস্থায় আপনার পোস্টের কোযালীটি যদি ভাল না হয় এবং আপনি যদি মান সম্মত পোস্ট না করেন তাহলে আপনার পোস্টগুলো বাতিল ঘোষনা করা হতে পাবে বা হবে। সুতরাং ফোরামের রুলস ও রেগুলেশন গুলোর প্রতি গুরুত্ব দিয়ে সঠিভাবে ফোরাম পোস্ট করার চেষ্টা করুন। ফরেক্সে পোষ্ট বাতিলের ব্যাপারটা আসোলে আগে কখনো দেখিনাই। হতেও পারে। তবে ধারণা মতে পোষ্ট বাতিলের কারন হল copy past এবং খুব ছোট পোষ্ট করলে হয়তো বাতিল হয়।
-
ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে।তাছাড়া আপনি যদি কোন সদস্যকে গালাগালি করেন বা নিয়ম ভেঙ্গে কোন কিছু প্রচার করেন বা প্রয়োজন থেকে কম লিখেন তবে আপনার পোস্টটা কতৃপক্ষ বাতিল করতে পারে।
-
পোষ্ট করার জন্য ফোরামে কিছু নিয়ম আছে । যেমন আপনার পোষ্টটি অবশ্যই বাংলায় হতে হবে । দুই লাইনের বেশি হতে হবে । যে টপিকে আলোচনা করা হচ্ছে সে বিষয়ের হতে হবে । এসব নিয়ম-কানুন মেনে চললে অসুবিধা হবার কথা নয়
-
পোষ্ট যদি টপিক রিলেটেড না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়।আপনি যদি খুব ছোট করে পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি বাতিল হতে পারে। দুই লাইনের নিচে একাধিক পোস্ট হলে আপনাকে " বোনাস শিকারী " হিসেবে চিহ্নিত করা হতে পারে। আরও অনেক কারন আছে। যেমন- ছোট পোস্ট, উলটা পালটা ইখা, গালাগালি করা।
-
আমিও ফরেক্স মার্কেটে নতুন , তাই সব কিছু সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা না থাকায় পরিষ্কার করে বলতে পারবনা । তবে আমি মনে করি ফোরামের নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা না মানলে তারা আপনার পোস্ট বাতিল করে দিবে । এ ছাড়াও আর অনেক কারণ আছে যেমন আপনি ফরেক্সে গালাগালি করা । পোস্ট রিলেটেড কথা বার্তা না লিখা ইত্যাদি ইত্যাদি । তাই আপনাকে পোস্ট করার আগে অবশ্যই ভাল করে খিয়াল করে পোস্ট করতে হবে ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফোরাম এ কিছু নিয়ম কানুন আছে যা ফোরাম এর
প্রতিটা সদস্যকে ই মানতে হয়। আর কেউ যদি সেই
নিয়ম ভেঙে অন্য কিছু লিখে তখন পোষ্ট ডিলেট
করে দেয়া হয়। তাছাড় পোষ্ট যদি টপিক রিলেটেড
না হয় তার জন্যে ও লেখা ডিলেট করা হয়