-
ফরেক্সে লিভারেজ নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময়ে লিভারেজ নির্ধারণ করে নিতে হয়। লিভারেজ বা মার্জিন হলো লোন যা আপনার ক্যাপিটাল এর উপকার ব্রোকার কতগুন সুবিধা দিয়ে থাকে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার সময় নির্ধারণ করে নিতে হয়। যে যার সুবিধামতো লিভারেজ নির্ধারণ করতে পারে। কেউ 1: 200 অথবা তারও বেশি লিভারেজ নিতে পারেন। তবে বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 এর বেশি নেয়া উচিত নয়। এর বেশি নিলে পরবর্তীতে কোন সমস্যায় পড়তে হতে পারে। তাছাড়া ইন্সটাফরেক্স বোনাস একাউন্ট ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজ 1: 50 নির্ধারণ করে দিয়েছে। এর বেশী আপনি চাইলেও নিতে পারবেন না। বোনাস একাউন্টে প্রফিট করার পর বিশেষ করে 100 ডলারের বেশি উইথড্র দিলে একাউন্ট ব্লক করে দিতে পারে। তাই অ্যাকাউন্ট ওপেন করার সময় লিভারেজ নির্ধারণকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং ভেবেচিন্তে লিভারেজ নির্ধারণ করতে হবে। ধন্যবাদ।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । আপনি আপনার বিনোয়োগ কৃত মুলধনের তুলনায় বড় ট্রেড অপেন করতে পারেন।তবে আমার মতে নতুন অবস্হায় লিভারেজ ১:১ কম নেওয়াই ভাল।আমি বর্তমানে ১:৫ লিভারেজ নিয়ে থাকি।ধন্যবাদ
-
ফরেক্স ট্রেডিং এর জন্য লিভারেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লিভারেজ এর মানে হল ব্রোকারের কাজ থেকে লোণ নেওয়া। তাই লোণ জিনিসটি দুই মুখী তলোয়ারের এর মত আপনি যদি ঠিকভাবে কাজে লাগেতে পারেন, বেশি মুনাফার আশায় যদি বেশি লট নিয়ে ট্রেড করেন তাহলে আপনি এক সময় আপনার সমস্ত মুলধন লস করে দিতে পারেন। এর থেকে ভাল যত কম লট নিয়ে ট্রেড করা যায়। তাই লিভারেজ কম নেওয়াটাই ভাল।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার একাউন্টে কত লিভারেজ নিবেন সেটি অ্যাকাউন্ট ওপেন করার সময় তা নির্ধারণ করতে হয়। প্রথমে আপনাকে ভাবতে হবে আপনার একাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট আপনি যদি স্ট্যান্ডার মানের একাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে ১ঃ৫০ অনুপাতে লিভারেজ নিতে হবে এবং একজন মুসলমান হিসেবে অবশ্যই সোয়াপ ফ্রি একাউন্ট হিসেবে ক্রিয়েট করা উচিত। এছাড়াও ১ঃ২০০, ১ঃ১, ১ঃ১০০০ পর্যন্ত লিভারেজ নেওয়া যায়।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল মার্কেট পেলেস যেখালে বৈদেশীক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ প্রয়োজন কারন যারা কাজ করে তাদের জন্য সুবিধা জনক । লাভের পরিমানও যেহেতু বাড়ছে সুতরাং লস টাও বেশি হবে , এটা মাথায় রাখতে হবে । আর এটা আবার নির্ভর করে ব্রোকারদের উপর । কিছু কিছু ব্রোকার ১ঃ৫০০ পর্যন্ত সর্বোচ্চ দেয় , আবার অনেকে ১ঃ২০০০ পর্যন্তও দিয়ে থাকে ।
-
আমি আসলে ফরেক্স মার্কেটে আসার আগে ১:৫০ লিভারেজ ১:২০০ নিয়ে অ্যাকাউন্ট খোলা নতুনদের জন্য ভালো।তবে কারো যদি কোন নির্দিষ্ট স্ট্রাটেজি থাকে, তবে সে তার অনুপাতে লিভারেজ নিতে পারে। এতে কোন সমস্যা নাই।
-
ফরেক্স এ ট্রেড করতে কি পরিমাণ লিভারেজ নিতে হয় এর জন্য কি নির্দিষ্ট কোন পরিমাণ রয়েছে । কি পরিমাণ লিভারেজ নিয়ে ট্রেড করলে সফল ট্রেডার হতে পারব । কখনো ক্ষতি হবে না । ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারব । টিকে থাকতে পারব । এই বিষয়ে অভিজ্ঞ ট্রেডার ভাই ও বোনেরা আপনাদের মূল্যবান অভিজ্ঞতা গুলো শেয়ার করবেন ।
-
ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ একটি ভাল সুভিদা।কারন লিভারেজ না থাকলে বড় ভলিওম দিয়া ট্রেড করা জেত না তাই ভলিওম জার জা ইচ্ছা মত নিয়া জায় তাই সুভিদা মত ভলিওম নিয়া ত্রাদে করা ভাল।আমার দিরিস্তিতে ১ঃ৫০০ লিভারেজ নিয়া উচিত। আমি সাজেস্ট করি সর্বোচ্চ লিভারেজ কারণ এটা আপনাকে অল্প ডলারে অনেক ট্রেড করার সুযোগ করে দেয়। আমাদের অনেকের ব্যলান্স একশত ডলারের কাছাকাছি বা কম হয় সেজন্য আমরা যদি বেশি লিভারেজ ব্যবহার করি তবে তাতে আমাদের মার্জিন কম ব্যবহার হয়। এটা সম্পুর্ণ আমার নিজের অভিমত। কেউ আরো ভাল জানলে শেয়ার করতে পারেন।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে লিভারেজ সম্পর্কে আপনার জানা উচিত। কারণ লিভারেজ এর উপর আপনার ট্রেডিং সিস্টেম অনেকাংশ নির্ভরশীল। আর এই লিভারেজটা নেওয়া হয় যখন আপনি এই মার্কেটে এ্যাকাউন্ট খোলতে যাবেন তখন। আর লিভারেজ ফরেক্স মার্কেটে ট্রেডিং জন্য ১.৫০ নেওয়াটাই সবচেয়ে উত্তম কেননা অল্প লিভারেজে আপনি সহজেই ব্যালেন্স শূন্য হবেন না। এজন্য আমি মনে করি লিভারেজের গুরুত্বটা সবচেয়ে বেশি।
-
ফরেক্স ট্রেডারদের জন্য লিভারেজ একটি বিশেষ সুবিধা। তবে তা যেনতেন ভাবে ব্যবহার করলে ক্ষতিকর হয়ে দাড়ায়। মনে রাখবেন, উচ্চমাত্রার লিভারেজ নিয়ে কিন্তু স্বল্প অর্থাৎ নিয়ন্ত্রিত মাত্রার ট্রেড করাই উত্তম। কারণ এতে ইকুইটি বেশি থাকে। আমার দৃষ্টিতে 1:1000 লিভারেজ নিয়ে ট্রেড করা ভালো তবে অবশ্যই নিয়ন্ত্রিত ট্রেড করতে হবে।