ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে কম রিস্কি নিয়ে ট্রেড করতে হবে তাহলে আমরা সেভ করতে পারব কারন আমরা বড় ভলিউমে ট্রেড করে তারাতারি একাউন্ট জিরো করে পেলি। তাই আমাদের কে একাউন্ট জিরো না করে ট্রেড করে সফলতা পেতে সময় লাগে।
Printable View
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে কম রিস্কি নিয়ে ট্রেড করতে হবে তাহলে আমরা সেভ করতে পারব কারন আমরা বড় ভলিউমে ট্রেড করে তারাতারি একাউন্ট জিরো করে পেলি। তাই আমাদের কে একাউন্ট জিরো না করে ট্রেড করে সফলতা পেতে সময় লাগে।
ফরেক্স মার্কেট এ প্রতিনিয়ত ঝুকিঁ নিয়েই ফরেক্স করতে হয়। ফরেক্স এ প্রতিটা ট্টেড এ ঝুকিঁ নিতে হয়। আমরা যখনই ট্টেড করি না কেন মানের মধ্যে একটি ঝুক থাকে যে ফরেক্স মার্কেট এখন কোন দিকে যাবে বা যাচ্ছে। যাই হোক ফরেক্স মার্কেট এ যখনই আমরা ট্টেড করব অল্প ঝুকি নিয়ে কম টাকা দিয়ে ট্টেড করব তাহলে আামাদের ঝুকিটা কম থাকবে।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্সে ট্রেড করতে হলে ট্রেড করা সম্পর্কে দক্ষ হতে হবে। যদি আপনি ফরেক্সে নতুন হন তাহলে অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। কারণ অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে লস হলে কম হবে এবং লাভ হলে আপনার মূলধন কিছু বারবে যা দিয়ে আপনি আবার ট্রেড করতে পারেন।
সব সময় ট্রেড করার আগে পরিকল্পনা করতে হবে। আপনার টার্গেট কত পিপ্স। লং নাকি শট ট্রেড। আর অল্প রিস্ক নিয়ে ট্রেড ওপেন করতে হবে। যাতে মার্কেট আপনার বিপরীত দিকে গেলেও আপনি বড় লস না হয়। সে জন্য মাই মেনেজমেন্ট মানতে হবে। ফরেক্স এ এটি খুবই গুরুত্তপূর্ন।
প্রত্যেকটা ব্যবসায় লাভ লস আছে ,ঝুকি ছাড়া কোনো ব্যবসা নাই আপনি যে ব্যবসাই করেন না কেনো আপনাকে ঝুকি নিতেই হবে হয় কম না হয় বেশী।ফরেক্স এমন একটা ব্যবসা যার শেখার কোনো শেষ নাই ।এখানে সামান্য ভুলের কারনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই বলে কি কেও এই ব্যবসায় ঝুকি নেয় না নাকি ।নেয় তবে কম ঝুকি নিলে লস হবার সম্ভাবনা কম থাকে আর বেশি নিলে লস বেশী হবার সম্ভাবনা বেশি থাকে ।
ফরেক্স মার্কেটে অল্প অল্প ট্রেড নিলে খুব ভাল
এতে ডেপুজিট হারানোর ভয় কম থাকে।।
ফরেক্স এ মানি মেনেজমেন্ট মেনে ট্রেড না করলে লস হবে। কারন আপনি আপনার ব্যলেন্সের তুলনায় যদি বেশি রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে আপনি অব্যশই লস খেতে পারেন। কারন এখানে শিউর বলতে কোন কিছু নেই। এটি একটি অনশ্চিত মার্কেট।
অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে সহজে ফরেক্স মার্কেটে ভাল কিছু করা যায়। আপনি চাইলে রিস্ক মুক্ত ভাবে ট্রেড করতে পারেন। লোভ থেকে দূরে থেকে আস্তে আস্তে ট্রেড করুন আপনি সফল হতে পারবেন। প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপর মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে থাকুন। আপনি সফল হতে পারবেন। অতিরিক্ত ঝুঁকি আপনার ব্যালেন্স জইরো হওয়ার সম্ভাবনা তৈরী করে। সুতরাং রিস্ক না নিয়ে ট্রেড করুন। প্রিফিট অল্প হলেও রিস্ক থাকবেনা।
আমি মনে করি ফরেক্স মার্কেটে যে অনেকদিন টিকে থেকে ট্রেডিং করতে পারবে তাকে আমরা সফল ট্রেডার বলে থাকি। আর ফরেক্সে টিকে থাকার অন্যতম উপায় অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা। অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লস কম হবে এমন মানসিকতার ফলে আত্ববিশ্বাস থাকে। আর প্রতি ট্রেডেই লস হবে এমনও নয়।ধৈর্য্য ধরে অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করে গেলে লসের চাইতে লাভের পরিমান বেশি হয়ে যায়।
ফরেক্স খুব এ ঝুঁকিপূর্ণ একটি বিনিয়োগের মাধ্যম । কিন্তু যেকোনো ব্যবসায়ের প্রধান শর্ত হচ্ছে ঝুঁকি । মানুষ মুনাফা অর্জনের উদ্দশ্যে ঝুঁকি গ্রহণ করে যে মূলধন বিনিয়োগ করে তাকে ই ব্যবসায় বলে । তাই ফরেক্সে ও মুনাফা অর্জন করতে হলে ঝুঁকি নিতে হবে । তবে ঝুঁকি নেয়ার সময় বুজতে হবে যে এই ঝুঁকিটা আমরা নিতে পারবো কিনা ।অর্থাৎ ঝুঁকি নেয়ার আগে আমাদের ভালো করে হিসাব করতে হবে যে আমরা যেন একেবারে দেওলিয়া হয়ে না যাই । তাই আমি মনে করি অল্প অল্প ঝুঁকি নিয়ে ফরেক্স এ ট্রেড করা উচিত ।