-
প্রত্যেক ট্রেডারেরই একটি স্বপ্ন থাকে আর তা হল ফরেক্স মাকেটে ট্রেড করে এখান থেকে ভাল প্রফিট লাভ করবে আর সেই ভাল প্রফিট লাভের স্বার্থে আমি মনে করি ট্রেডারদের সেই সকল কারেন্সি পেয়ারই বেছে নেওয়া উচিত যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে যার মাধ্যমে ট্রেড করলে আপনি এখান থেকে খুব দ্রুতই ভাল প্রফিট লাভ করতে পারবেন।ফরেক্সে মার্কেটে মেজর পেয়ারগুলোর মধ্যে ইউরো বা ইউএসডি আমি বেশী ট্রেড করে থাাকি । তাই আমি সাধারণত এটি ব্যবহার করে থাকি । তাছাড়া বিভিন্ন ধরনের পেয়ার আছে যেগুলো দেখতে হয়তো বিভ্রতি হতে পারেন । ভয় পাওয়ার কোন কারন নেই। যেটা খুশি ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে কন পেয়ারে ফরেক্স ট্রেড করতে হবে সেটা সম্পুরন আপনার উপর নিরভর করে কারন মার্কেটে ডেম ট্রেড করে দেখতে হবে যে কন পেয়ার আপনার ভাল লাগছে বা কন পেয়ারে ট্রেড করে আপনি সফল হতে পারবেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক পেয়ার আছে সব পেয়ারে ট্রেড করা জায় তবে নিজের একটি ভাল পেয়ার বেছে নিতে হবে । ফরেক্স এ অনেক পেয়ার ই আছে তবে বিভিন্ন পেয়ার এর মুভমেন্ট টাও বিভিন্ন রকম। তবে আমি বর্তমান eurusd এবং gbpusd তে ত্ট্রেড করছি , কারন এই দুইটি পেয়ার এর মুভমেন্ট এ অনেক বেশি এবং মুটা মুটি অনুমান করা যাই ।
-
ফরেক্সে বড় বিশয় হলো শিক্ষা আর অভিজ্ঞতা এদুটো থাকলে সব কারেন্সি পেয়াই আপনার নিকট ভাল লাগবে । তবে নতুনদের জন্ন ইউরো/ইউএসডি আর পুরানা হলে জিবিপি/ইউএসডি সব চাইতে ভাল কারনেন্সিন পেয়ার হতে পারে ।ফরেক্স মার্কেটে আমরা ভাল ভাবে এনালাইসিস করতে পারি যে কারেন্সিতে সেই কারেন্সিতে আমাদের ট্রেড করতে হবে,ফরেক্স মার্কেটে আমাদের টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা ভাল ভাবে প্রফিট করে মার্কেট থেকে ইনকাম করতে পারি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভিন্ন ভিন্ন পেয়ার ব্যাবহার করে থাকি। তবে এখানে ও সব কয়টি পেয়ারেই মধ্যে কিছু আছে যা কমন এবং কম বেশি সবাই সেটা ব্যাবহার করছে। আমি আমার পেয়ার হিসেবে ট্রেডিং এর বেলায় Euro/Usd,Gbp/Usd বেশি ব্যাবহার করি কেন না এ গুলোর প্রতি আমার একটা ভালো ধারনা আছে এবং তা দিয়ে ট্রেড করে আমি ভালো কিছু করতেও পেরেছি।ফরেক্সে যার যে মার্কেট ইচ্ছা সে সেই মার্কেটে কাজ করে টাকা আয় করতে পারে । এক এক মার্কেটে ট্রেড ওপেন করা হলে এক এক ধরনের সুবিধা পাওয়া যায় ।
-
যদি আমরা যারা এই মার্কেটে নতুন আসি এবং ভাল কিছু করতে চাই তাদের অবস্যই আগে জানা উচিত । ফরেক্স মার্কেট এ অনেক দরনের পেয়ার আছে , আমাদের মনে রাখতে হবে এ পেয়ার থেকে আপনার পছন্দ মত একটি পেয়ার বেছে নিতে হবে । ।তবে অনেক মেজর সাতটি পেয়ারকে এতো পেয়ার মনে করতে পাের।তাদের জন্য বলবো তাহলে অন্তত তিনটি পেয়ারে ট্রেড করত হবে।পেয়ার তিনটি হল Euro/Usd,Gbp/Usd,Aud/Usd ।
-
ফরেক্সে কোনো ক্রস পেয়ারে ট্রেড না করাই ভালো।আমি এজন্য সবসময় মেজর পেয়ারে ট্রেড করি।আর মেজর পেয়ারগুলোর মধ্যেও ইউরো/ইউএসডি তে আমি বেশি ট্রেড করি।তাই এই পেয়রেই ট্রেড করার প্রতি আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। ফরেক্স মার্কেটে কোন পেয়ার ব্যবহার করা ভালো।কারেন্সী মার্কেট এ বহু কারেন্সী পেয়ার থেকে থাকে.কিন্তু একজন ত্রাদের হিসেবে সঠিক ত্রাদের নির্ধারণ করা অনেক জরুরি.কারণ এক এক ত্রাদের এক এক পেয়ার এ সফল.আপনাকে সঠিক পেয়ার বাছাই করাটাই জরুরি.মার্কেট এর এক এক পার একই টাইম এ এক এক রকম অবস্থান এ থাকে.টাই বাই সেল এর জন্য সঠিক অবস্থান বিবেচনা করে সঠিক পেয়ার নির্ধারণ করা উচিত.
-
ফরেক্স মার্কেট এ মেজর সহ বেশির ভাগ পেয়ার এ ট্রেড করি কারন আমি আমার ট্রেডিং সিস্টেম এ যে পেয়ার এ ট্রেড পাই সেই পেয়ার এ আমি ট্রেড করি যখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করি তখন আমি ১ টা পেয়ার এ ট্রেড করতাম তারপর দিন বাড়তে থাকে আর আমার ট্রেডিং এর পেয়ার বাড়তে থাকে তবে আমি বলব শুরুতে ১ থেকে ৫ টা পেয়ার এ ট্রেড করলে ভাল হবেফরেক্স মার্কেটে usdjpy, eurusd এই দুটো পেয়ারে ট্রেড করি বেশির ভাগ সময়। এবং এই দুটোতে আমি ট্রেড করে বেশ ভাল মজা পাই। এছাড়া এই দুটো পেয়ার সম্পর্কে এনালাইসিস করতে আমার বেশ ভাল লাগে এবং এনালাইসিস দ্বারা মার্কেট বুঝতে আমার সহজ মনে হয়। এবং ইচ্ছামত ট্রেড করে এই দুটো পেয়ার হতে আমি বেশ প্রফিট অর্জন করতে সক্ষম হয়।ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবহৃত পেয়ারগুলো হচ্ছে USDJPY, EURUSD and GBPUSD। আর উক্ত পেয়ারগুলোতে ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডাররা ট্রেড করে থাকে। এবং এই পেয়ারগুলোতে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করাও সম্ভব কারণ এই পেয়ারগুলো প্রত্যক দিন মিনিমান ১০০/২৫০ পিপস উঠানামা করে। তাই আপনি যদি সঠিকভাবে উক্ত পেয়ারগুলো সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই পেয়ারগুলোতে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক কারেন্সি পেয়ার রয়েছে এর পাশ পাশি ক্রিপ্টো পেয়ার , সি এর ডি , স্টক পেয়ার ও রয়েছে । আপনি জেই পেয়ার নিয়েই কাজ করেন না কেনো আপনাকে ঐ পেয়ার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে । কখন কোন মার্কেট কন্ডিশনে পেয়ার টি বেশি ভলাটিলিতি লক্ষ করা যায় , সারা দিনে কতো পীপস মুভমেন্ট করে একদিন সর্বোচ্চ কতো পিপস মুভমেন্ট করে এসব বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে উক্ত পেয়ার এ ট্রেড এন্ট্রি নিতে হবে । রেন্ডম হুট করে যেকোনো পেয়ারে ট্রেড করতে থাকলে লাভের সম্ভাবনা কম থাকে । যেকোনো একটা পেয়ারে ট্রেড করুন ওই একটা পেয়ারে ধক্ষ হউন সেটাই ভালো ।
-
আসলে ফরেক্স মার্কেট এ অনেক পেয়ার আছে এবং সব পেয়ারে ট্রেড করা হয় না। তবে সব থেকে বেশি ট্রেড করা পেয়ার হল ইউরো ইউএসডি। তাই আমার জানা মতে অনেক ট্রেডার আছেন যারা এই পেয়ার বাদে অন্য কোন পেয়ার ট্রেড করেন না। আমার মতে মোটামুটি সব সব মেজর পেয়ারে ট্রেড না করলেও চোখ রাখা উচিত। কারণ একটা পেয়ারে সব সময় ভাল সেটআপ পাওয়া যায় না তাই বিভিন্ন পেয়ারে ঘুরলে দু একটা সেটআপ পাওয়া যেতে পারে।
-
ফরেক্সে অনেক কারেন্সির পেয়ার রয়েছে।সেখানে বিভিন্ন রকমের পেয়ারের মধ্যে মেজর পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।তবে অনেক মেজর সাতটি পেয়ারকে এতো পেয়ার মনে করতে পারে।তাদের জন্য বলবো তাহলে অন্তত তিনটি পেয়ারে ট্রেড করতে হবে।পেয়ার তিনটি হল Euro/Usd,Gbp/Usd,Aud/Usd.
আমার কাছে পেয়ার তিনটি বেশ ভালো লাগে এবং এই তিনটি পেয়ারেই ট্রেড করে চলেছি।